![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একলব্যে দ্রোনের নিকট থেকে ধনু বিদ্যার জন্য এসেছিল। কিন্তু দ্রোন তাকে ধনু বিদ্যা শেখাতে অস্বিকৃতি জানালেন। সে জন্য লব্যে দ্রোনের মুর্তি তৈরী করেলন এবং সেই মুর্তিকে গুরু ধরে ধনু চালনা শুরু করেন। দলে-বলে বনে শিকার এসে একদিন দ্রোন একলব্যের প্রতিভার পরিচয় পেয়ে জানতে চান কে তার গুরু । একলব্য দ্রোনকেই গুরু বলে জানায় । দ্রোন চাননি অর্জুন থেকে সেরা দক্ষ কোন লক্ষভেদী থাকুক। তাই গুরুদক্ষিনা হিসেবে দ্রোন একলব্যে হাতের বুড়ো আঙ্গুল দাবি করেন ।একলব্য নিজের হাতে নিজের আঙুল কেটে ফেলে। পুনর্জন্মের পরে সেই একলব্য এখন অস্ত্রচালনা বাদ দিয়ে কবিতা লেখেন।
©somewhere in net ltd.
১|
১৬ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:১৭
মোঃ আনারুল ইসলাম বলেছেন: খুব একটা মজে নাই কি কন ভাইজান ?