নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রিপন

সাধারণ

মোঃ জাহিদুর রহমান।

সাধারণ

মোঃ জাহিদুর রহমান। › বিস্তারিত পোস্টঃ

কনকরডিয়া ইউনিভার্সিটিতে

২৬ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৫১

কনকরডিয়া ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি। বাংলাদেশের একমাত্র আমি।অনেক কিছু ক্লাশে বুঝতাম না। ক্লাশে না বুঝলেও আমি পরে বই পড়ে বুঝতাম। কাও কাছে গিয়ে বলতে হতে হতো না আমার এটা ক্লিয়ার না। আমার কখন গ্রুপ ডিসকাশনের প্রয়োজন হতো না। সে জন্য আমি একা একা থাকতাম। বন্ধের দিনগুলিতে আমি লক্ষ্য বিহীন তীরের মতো ঘুরের বেড়াতাম। কখন ব্রিটিশ কমম্বিয়া, কখন ড: সলমান, কখন বা অন্টোরিয়। অটোয়ার নদীর শব্দের কথা আমার সারাজীবন মনে থাকবে। অন্টোরিয় পাঁচটি হ্রদের পানি যে লবনাক্ত না সেটা না দেখলে বুঝা যায় না। এভাবে আমার দিন চলছিল। আমার সাথে আছে জাপন, রাশিয়া, ভারত, মিশর আরো অন্যান্য দেশের মানুষ। মিশরের আসমার পিছনে পিছনে অনেক ছেলে আঠার মতো লেগে থাকতো। আমি সবসময় তাদের কাছ থেকে অনেক দূরে থাকতাম। আসমা ব্যাপারটা লক্ষ্য করেছে, আসমা একদিন আমার কাছে এসে বলল তুমি আমাকে এড়িয় চল কেন। আমি বললাম আমি তোমার প্রতি অনেক দূর্বল, তাই আমি যেন দূর্বল হয়ে না পড়ি সে জন্য। তারপর থেকে প্রেম শুরু হয়।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১৩

বিশ্বাস করি 1971-এ বলেছেন: জটিল গল্প! লাজুক প্রেমিক আমার! যান মিয়া একটা প্ল্যাকার্ড ঝুলায়া রাখেন গলায়, "আমি প্রেমে পড়তে চাই না, তাই একশত হাত দূরে থাকি"

২| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৫৮

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
:P :P :P

৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:০৬

সুমন কর বলেছেন: ভাল !:#P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.