নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশ জেগে উঠছে

রিপন হোসাইন চপল

নাথিং স্পেসাল

রিপন হোসাইন চপল › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশ আমি তোমাকে অন্ধের মতো ভালোবাসি

১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:০২

বাংলাদেশ।শব্দটি যতটা সোজা ততটা সোজা নয়।ত্রিশ লাখ মানুষের রক্তের বিনিময়ে এসেছে বাংলাদেশ। বাঙ্গালী একমাত্র জাতি যারা ভাষার জন্য রক্ত দিয়েসে।সবাই বাংলার জন্য গর্ব করে।কিন্তু কিছু লোক আছে যারা বাংলার কিছু বিষয়কে ভালবাসে না।বাংলা গান সবাই পছন্দ করে।বাঙ্গালী ক্রিকেট পছন্দ করে আবার ফুটবলও। কিন্তু অনেক বাঙ্গালী আছে যারা বাংলা মুভি পছন্দ করে না।১৯৯৯ সালে বাংলাদেশ পাকিস্তানকে ক্রিকেট এ পরাজিত করে।বাংলাদেশ ক্রিকেট এ সাফল্য ধীরে ধীরে পেয়েসে।কিন্তু ফুটবল এ পাচ্ছে না।এটা কাদের দস?ফুটবলারের?না।আসলে এরা তাদের সবটুকু দিয়ে খেলে।প্রানপন দিয়ে চেষ্টা করে।কিন্তু পারে না।তবু আমি তাদেরকে ভালবাসি।কারন আমি বাংলাদেশকে ভালবাসি।আমি বাংলাদেশ এর মুভি ভালোবাসি।বাঙ্গালী মুভি নির্মাতারা তাদের সবটুকু উজাড় করে মুভি তৈরি করে।কিন্তু বাজেট কম হওয়ায় মুভি তত উন্নত হয় না।কিন্তু এখন হচ্ছে। কিছু সময় গেছে যেখানে বাংলাদেশ অন্ধকার মুভি তৈরি করেসে।অনেকে আছে যারা বাংলা মুভি না দেখে বলে দেই খারাপ।আসলে কি তাই?না। ওরা দেশকে ভালবাসতে সেখেনি।আমি বাংলা মুভি সিনেমা হলে গিয়ে দেখি।তবে অনেকে বাংলা মুভি কে হলিউড এর সাথে তুলনা করে থাকে।হলিউড এর মুভির বাজেট কত হয় তারা হয়ত জানে না।তারা বিশ্বের মধ্যে সেরা মুভি তৈরি করে।এর পেসনে কারন আছে।তারা ইংলিশ ভাষাই মুভি তৈরি করে।আর পৃথিবীতে এমন কোনও দেশ নেই জেকানে ইংলিশ ভাসা নেই।আবার অনেকে বলে মুভি সুদু নকল করে।আমিও মানি নকল করে।কিন্তু তবুও দেখি।কারন বাংলাদেশ কে ভালোবাসি।সাল্মান খান জকন নকল করে তখন কেউ দোষ ধরে না,কিন্তু জকন শাকিব খান নকল করে তকন ঠিক ধরে।আবার অনেকে বলে বাংলাদেশ এর মুভি তে সায়েন্স নাই, যখন সায়েন্স নিয়ে মুভি তৈরি করে তখন বলে এ কি ধরনের সায়েন্স! ঘৃণা হয় তাদের অপর।তারা বোজে না বাংলাদেশ এর সামর্থ্য কততুকু।বলে কাহিনি ভাল না।ত আমি বলি তোরা কাহিনি লেখ আমি মুভি তৈরি করে দেব।অনেকে বলে অভিনয় ভাল লাগে না।ত তোরা অভিনয় করতে পারিস না।আর বারালাম না।আমি বাংলাদেশ কে পাগলের মতো ভালোবাসি!!!

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৫৪

kazimasudrana বলেছেন: ভাই আপনি দিখি বাংলা মুভির জন্য যে ভাবে বলতেছেন সবিই নকল আর এগুলি কি পরিবারের সাতে দেখারমত আপনি বলতে পারেন হা কিন্তুনা ১০০ ছবি থেকে ২/৫ দেখা যায়

২| ১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ২:০৩

রিপন হোসাইন চপল বলেছেন: ২০০০-২০০৮ সাল বাংলাদেশ এর মুভির কালো যগত।এর পর যেসব মুভি মুক্তি পেয়েছে আমি মনে করি সবই পরিবারের সাথে দেখা জাই।দু একটা মুভি বাদ দিলে। আপনি কি পরিবারের সাথে ইংলিশ মুভি দেখতে পারেন নাকি?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.