নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দা ওরিজিনাল লিকুইড পোস্ট।

মার্কেটিং মাইক্রো ব্লগ এ স্বাগতম।

পারমানবিক

ফ্রম দা লাস্ট বেঞ্চ অব ঢাকা ইউনিভার্সিটি মার্কেটিং।

পারমানবিক › বিস্তারিত পোস্টঃ

প্লিজ হেল্পঃ ৭ দিনের মধ্যে পাসপোর্ট দরকার।

১৪ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৪২

ব্লগার ভাইয়ারা,



আমার ৭ দিনের মধ্যে জরুরী ভিত্তিতে পাসপার্ট দরকার। আমি কয়েকজন দালাল এর সাথে কথা বললাম, ওরা সর্বনিন্ম ১২ দিন সময় চায়। আমার কিছু প্রশ্ন আছে--



১। আমার স্থায়ী ঠিকানা নারায়ণগঞ্জ । নারায়নগঞ্জ এর আঞ্চলিক পাসপোর্ট অফিস যাত্রাবাড়ী। আমাকে কি বাধ্যতামূলক আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকেই করাতে হবে নাকি আগারগাও থেকে করাতে পারবো?



আগারগাও থেকে করালে দ্রুত করানোর লোক আছে।



২। যেহেতু আমি আগারগাও থেকে করাতে চাচ্ছি। আমি যদি ঢাকায় ফ্রেন্ড এর মেসে অস্থায়ী ঠিকানা দেখাই, তাতে কি কোন অসুবিধা আছে?





৭ দিনের মধ্যে পাসপোর্ট করানোর যেকোন প্রকার তথ্য বা লিঙ্ক পেলে বড় উপকার হবে।



ধন্যবাদ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৪ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৫৩

নীল আকাশ আর তারা বলেছেন: যাত্রাবাড়ী থেকে করালে ভাল। আর যদি আগারগাও থেকে করেন তো পরে পাসপোর্ট এ কোন প্রব্লেম হলে বা কোন ইনফরমেশন চেঞ্জ করতে চাইলে আগারগাও থেকে করতে পারবেননা মনে হয়।

আর ৭ দিনের মধ্যে সম্ভব যদি কোন আর্মির লোক বা রেফারেন্সে যান বা করান। তাও শিওর না।

আমার ৭ দিনেরটা ২ মাস পরে পাইছিলাম। মিনিমাম ৩ সপ্তাহ লাগবে।

২| ১৪ ই মার্চ, ২০১৪ রাত ৮:১৬

কালীদাস বলেছেন: ঝামেলায় পড়বেন। আপনি কি ঢাকার ফ্রেন্ডের বাসায় রেগুলার থাকেন নাকি যাস্ট পুলিশ ভেরিফিকেশনের জন্য দেখাবেন? যদি পুলিশের জন্য দেখান, পুলিশ আল্টিমেটলি আপনাকে এত কম সময়ের নোটিশে পাবে না, অহেতুক গ্যান্জামে পড়বেন।

আমার নিজেরটাও যাত্রাবাড়িতে পড়ে, কয়েকদিন আগে বাসার একজনেরটা করার জন্য আগারগাও-এ ট্রাই করেছিলাম। হয়নি, উল্টা আগারাগাও-এ অহেতুক তিনদিন যাওয়া লেগেছে ক্যান্সেল করার জন্য।

আগারগাওয়ে লোক আছে বলতে দালাল মিন করলে যাত্রাবাড়িতেও দালালের সুব্যবস্হা আছে :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.