নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চিত্রা নদীর পাড়ে

চিত্রা নদীর পাড়ে › বিস্তারিত পোস্টঃ

একটি পরিষ্কার ও সুন্দর দেশ চাই

০৫ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫১

আমরা কথাই কথাই ডিজিটাল বাংলাদেশ বলি নিজেদেরকে, অথচ এখানে পথে বের হলেই ময়লার স্তূপ সর্বত্র বিচরণ করে যেখানে সেখানে। খুব বেশিদিন আগে না এইতো এক বছর হল আমি অনার্স শেষ করেছি। বেসরকারী এক বিশ্ববিদ্যালয়ে পড়েছি। আমাদের জি.ই.ডী নামে কিছু কোর্স ছিল,সেখানে পরিবেশ পরিচিতি আমাকে পড়তে হয়েছি। আমাদের ক্লাস নিতেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ পরিচিতি বিভাগের এর শিক্ষক রফিক। উনার কথা এ জন্যই বলা আরা যাই হোক লোকটার জন্য আজ আমি একটা ভাল অভ্যাস শিখেছি। অভ্যাসটা হল যেখানে সেখানে ময়লা না ফেলা। আমি এখন কোথাও অপ্রয়োজনীয় জিনিস ফেলতেই পারি না বরং সঙ্গে করে নিয়ে আসি বাসায় যতক্ষণ পর্যন্ত ডাস্টবিন না পাই। আমি মনে করি আমাদের প্রত্যেককেই এ অভ্যাস রপ্ত করা উচিৎ। ছোটবেলা থেকেই সকলকে শিক্ষা দিতে হবে যে এভাবে অন্যত্র ময়লা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলা। আমাদের সচেতনতাই আমাদের সুন্দর একটা নগরী দিতে পারে। অনেকেই জানালা দিয়ে,বারান্দা দিয়ে,অলিতে গলিতে ময়লা ফেলে যা একজন ভদ্র লোকের বৈশিষ্ঠ্য না। এভাবেই দিনে দিনে আমদের পরিবেশ বসবাসের অযোগ্য হয়ে পরছে। সাথে সাথে আমরা উন্নত বিশ্বের কাছে ছোট হয়ে পরছি। পর্যটনদের দিকে আকর্ষণের জন্য আমাদের এ নগরিকে পরিস্কার,সুন্দর আর দুর্গন্ধমুক্ত করতে হবে। আমাদের আজ এ মুহূর্ত থেকেই শপথ নিতে হবে যে আমি আর যেখানে সেখানে ময়লা ফেলব না।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.