নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চিত্রা নদীর পাড়ে

চিত্রা নদীর পাড়ে › বিস্তারিত পোস্টঃ

আমার মনটা কাঁদে,ব্যথা পাই ওদিকে ধরলেও এদিকে ধরলেও

০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:২৫

ফেলানি ফেলানি ফেলানি...হ্যা আমি সেই ফেলানির কথা বলছি যাকে আজ না চেনার কেও নেই। বর্ডার মই দিয়ে পার হতে গিয়ে যাকে নির্মম ভাবে প্রাণ দিতে হল বি এস এফ দের হাতে। দুই বছর পার হয়ে গেল। অবশেষে বিচার হবে এই আশায় যখন ফেলানির বাবা ভারতে গেল তখন তাকে একাটা সাজানো নাটক উপভোগ করতে হল। একটা কিশোরীর কষ্ট বুঝার মত মানসিকতা আমাদের অনেকের নেই। থাকবে কি করে সাপের দংশন যে ভোগ করে সেই তার ব্যাথা বুঝতে পারে। এদিকে বিচার তো হলই না, চারিদিকে এই বিচারকে কেন্দ্র করে নানা জপ্সা বসেছে। কেও শুধু গালি দিচ্ছে ওই ইন্ডিয়ানদের , কেও বা জাতি ধর্ম নিয়ে মগজ ধোলাই করতে বসে গেছে। সরকারকে সোচ্চার হতে হবে। আর এভাবে কোন বাংলাদেশীকে যাতে মৃত্যুবরন করতে না হয়। ফেলানির মত অনেকে অবৈধ ভাবে সীমান্ত পাড় না হয় । বর্ডার আশেপাশে বসবাস রত মানুষকে সচেতন করতে হবে। তাদের নীতি নিয়ন সম্পর্কে পরিষ্কার ধারণা দিতে হবে। আমরা চাই না আমাদের দেশের মা বোন কিংবা ভাইকে এভাবে মরতে।

ভারত - বাংলাদেশ সীমান্তে 'বর্ডার কিলিং'এর ওপর কিছুটা আলোকপাত করবার দরকার আছে

১ . প্রতিদিন কয়েক হাজার বাংলাদেশী ভারতে যায় সীমান্ত পারাপার করে।

২. এদের মধ্যে অন্তত কয়েক শ হল 'অবৈধ গরুচোর' (সরি 'পশু ব্যবসায়ী'!!!!!!!!!)

৩. বর্ডার এর সময়সিমা আছে, কিলিং হয় জানবেন ৯৫% 'ভোর' বেলায় বা 'গভীর রাতে'যখন আসাযাওয়াসম্পূর্ণ নিষিদ্ধ!!!!!!!

৪. ভারতে কয়েক কোটি অবৈধ বাংলাদেশী আছেমূলত আসামও পশ্চিম বঙ্গে, এদের অনেকেই 'জিহাদি' কাজের সাথে যুক্ত ও বেশ কিছু 'বম্ব ব্লাস্ত' এ এদের সম্পৃক্ততা স্পষ্ট, তাই এদের ওপর সরকারের নজর আছে

৪. স্থানীয় সরকার, পুলিস, বি ডি আর কেন 'পয়সা খেয়ে'অবৈধ পথেনিজের দেশের নাগরিকদের সীমান্ত পার করবার নামে 'মৃত্যুর' মুখে ঠেলে দেয়??????

৫.আপনাদের সবার জানা উচিৎ একটি সার্বভৌম দেশে বিনাঅনুমতি তে সীমান্ত পার করলে 'সরবচ্চ' পরিনতির জন্য প্রস্তুত থাকতে হয়!!!!!! (দ্র, মেক্সিকো- আমারিকা) ইত্যাদি

সবকিছুর পরেও 'ভগবান' এর দিব্যি আমি/আমরা কেউই চাই না একটিও জীবন ঝড়ে যাক, তবে এই 'জীবন হানি' রোধে বাংলাদেশী দের ভূমিকা আরও বেশ।

ভারতের আদালতে ফেলানির সুষ্ঠ বিচার হয় নি। আমাদের তাই ভারতীয় পন্য বয়কাট করে ফেলানির প্রতি সম্মান প্রদর্শন করা উচিৎ। এভাবে গালিগালাজ করে কিংবা অন্যকে দোষারোপ না করে। বিপ্লব একদিনে হয় না। আমার বিশ্বাস আজ হয়ত আমার পথে আমি একা কিন্তু একদিন আসবে যেদিন আমি না থাকলেও অনেকে থাকবে আমার মূল্যবোধকে সঙ্গে নিয়ে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.