নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবে মাত্র চিত্রা অনার্স শেষ করে এক চাকরি শুরু করেছে। চিত্রার একটা শখ ছিল সে কোন এক দিন কুকুর পালবে। পুশুপ্রমী সে, তাই সব সময় চাইতো আসে পাসে পশু দেখলে সাহায্য করতে। চিত্রার ছোট ভাই আছে নাম তার রাতুল। রাতুলের এক পাড়ার বন্ধু একদিন চিত্রাকে বলেছিল আপু তুমি ককুর ছানা নিবে? উত্তরে চিত্রা বলেছিল যদি এনে দিতে পারো নিব। অমনি সত্যি একদিন ছেলাটা ছোট কুকুর ছানা নিয়ে বাসায় আসলো। চিত্রা সে সময় অফিস ছিল, বাসা থেকে হঠাত ফোন আর সেই ফোনে মা বলছে তুই কুকুর আনতে বলছিস? চিত্রা বললো, হ্যা মা ওকে রাখো আমি বাসায় এসে দেখব। মা খুব রাগ করে ফোন রেখে দিল। এর পর চিত্রা অফিসে মন টিকছে না এই খবরে, ওদিকে রাতুলের বন্ধু কুকুর ছানাকে নিয়ে চলে গেল। এর কিছু স্ময় পর, চিত্রার এক খালাতো বোন ফোন দিল। খালাতো বোন আর চিত্রার বাসা একি পাড়ায়। সে জানালো যে কুকুরটা বাসায় রেখে আসতে গিয়েছিল তাকে ওদের বাসার সামনে রাখে গেছে আর ওকে কেউ মেরেও ফেলতে পারে কেননা চিত্রার খালাতো বোন শুনছে নিচে কেও কানা গুসা করছে। চিত্রার মাসি ও ছিল পশুপ্রমী, চিত্রাকে বললো, মামনি তুমি কি সত্যি ওকে নিবা, আমি তাহলে নিচে থেকে নিয়ে আসবো তুমি অফিস ফেরার পথে বাসায় নিয়ে যেও। চিত্রা খালাকে বললো, তুমি ওকে রাখো আমি এসে নিয়ে যাব। খালা অতি যত্নের সাথে কুকুরকে বাসায় এনে ফিডার কিনে দুধ খাওয়ালো। এদিকে চিত্রা অফিস থেকে ফেরার পথে কুকুর ছানা কে সঙ্গে করে বাসায় ফিরলো। চিত্রার মা, দরজা খুলে কুকুর ছানা হাতে দেখে কুব বিরক্ত আর বললো আমি না এটাকে বের করে দিলাম তুই আবার আনছিস সঙ্গে করে। যা ওকে বাইরে রেখে আই। চিত্রা করুন আওয়াজে বললো, মা প্লিজ ওকে রাখো দেখবা ভালো লাগবে। মা অবশেষে রাজি হলো আর বললো, যদি বাসা নংরা করে রাস্তায় ফেলে দিব। যাক কুকুর ছানার বাসায় জায়গা হলো, দিনটা ছিল ৩১শে ডিসেম্বর । প্রথম রাতে কুকুরটা অনেক কাপছিল ভয়ে, মা বাবা তাই ভেবেছিল মারা যাবে। ওই রাতে কুকুর টাকে পরিষ্কার করে স্নান করানো হলো। পরদিন সকালে কুকুরটাকে চিত্রা তার ঘরে একটা ছোট কার্টনে রেখে অফিস গেল। ফিরে এসে দেখে মা কুকুর ছানাকে আদর করছে। আর সেই দিন থেকে আস্তে আস্তে কুকুরটা বাসায় সবার মনে আপন হতে লাগলো । চিত্রা কুকুরটার নাম দিল জলি।
©somewhere in net ltd.
১| ২৮ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:৪৫
খায়রুল আহসান বলেছেন: ভালোবাসা অবুঝ প্রাণীও বোঝে। ভালোবাসা মানুষ, প্রাণী নির্বিশেষে কবোষ্ণতা ছড়ায়।