![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্লগারদের ফাঁসি আমিও চাই তবে তা হতে হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানের। তাছাড়া ব্লগারদের ফাঁসি দিলেই কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? আপনারাই বলেন। এই যে দেশে এত এত সমস্যা "গ্যাস নাই-পানি নাই-বিদ্যুৎ নাই", সীমান্তে সমস্যা, সাগর-রুনী হত্যা, বিশ্বজিৎ, শেয়ার বাজার, ডেস্টিনি, হলমার্ক, পদ্মা সেতু, আমার বাড়িতে তেল নাই, ডাইলে নুন হয় নাই, বাথরুমে পানি নাই, মর্জিনার বিয়া হইতেছে না, রুস্তম চাকরি পাইতেছে না - এগুলার সমাধান কী ব্লগারদের ফাঁসি দিলে হয়ে যাবে??"
"জামাত ও তার "সমমনা" দলগুলির বিক্ষোভ মিছিলে আমিও যেতাম যদি তারা ব্লগারদের পাশাপাশি দেশের এইসব সমস্যার কথাও বলতো। কিন্তু তারা শুধু ফাঁসি চায়, জবাই চায়। এভাবে কি সবকিছু পাশ কাটিয়ে আন্দোলন করা সম্ভব?
উপরের কথাগুলি শুনতে কেমন লাগছে
(একটি ত্যানা প্যাচানি প্রকাশনা )
২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩৪
দায়িত্ববান নাগরিক বলেছেন: কার যেনো স্ট্যাটাছে দেখছিলাম ফেবুতে ! চরম হইছে !
৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৪৩
রুদ্র মানব বলেছেন: ত্যানা পচা প্রকাশনা জোস হইছে
+++
৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:২৩
মুহাই বলেছেন: হেহে
৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৪৬
তিলন বলেছেন: ছাগুদের ওষুধ ছাগুদেরই দিলেন!!
৬| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:২১
হাঁড় = ঘাঁড় বলেছেন: সাব্বাস!
মজাই মজা।
লাইক কই?
কমেন্ট কই>
শেয়ার কই?
৭| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:২২
হাঁড় = ঘাঁড় বলেছেন: ছাগুগুলা কিন্তু আবার এক সপ্তা আগের মুডে গেছেগা। খিয়াল কৈরা।
এহন অরা সামুতে তিন লাইন ল্যাদায়া ফেবুতে তেততিরিশ বার ষেয়াড় মারে।
যেই পুস্ট দেখবেন বেশি ষেয়াড়, হেইডারে পইড়া লন।
তারপর ডাবায়া দেয় ভাইয়েরা।
©somewhere in net ltd.
১|
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২৭
জি.সি বলেছেন: জটিল ভাই, আরও কিছু যোগ করেন...
ব্যাপক মজা পাইলাম।