নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডেমোক্রেসি

ডেমোক্রেসি

গণতন্ত্র চাই,গণতান্ত্রিক রাজতন্ত্র বা রাজতান্ত্রিক গণতন্ত্র চাই না

ডেমোক্রেসি › বিস্তারিত পোস্টঃ

একটি চড়/থাপ্পড় বিষয়ক গল্প B-):D

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৯

কয়েকজন মিলে চায়ের দোকানে চা খাচ্ছিল। এর মধ্যে শাহবাগের প্রসঙ্গ উঠতেই একজন বলে উঠল: আরে দেশে এতো সমস্যা থাকতে এইটা নিয়ে আন্দোলনের কি আছে? আগে দুর্ণীতি, সাগর-রুনী,বিশ্বজিৎ এগুলোর বিচার করেন।



এই কথা শুনে একজন কষে একটা চড় মারলেন তার গালে। হইচই পড়ে গেল। বিচার বসলো ঐখানে।



বিচারক: আপনি কেন তার গালে চড় মারলেন? এর বিচার হবে।

চড় মারা ব্যক্তি : দেশে এতো সমস্যা। ঐগুলো আপনাদের চোখে পড়ে না ? আগে ঐ সমস্যা গুলো সমাধান করেন তার পর এটার বিচার করেন।



বিচার কাজ এখানেই সমাপ্ত হলো.. B-)B-)

মন্তব্য ৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৪

মামুণ বলেছেন: জটিল

২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪১

অজানাবন্ধু বলেছেন: সত্য সত্য নাকি?
তবে যারা এসব যদি, কিন্তু, অথবা, তবে, কিংবা বলে
তাদেরকে এভাবেই শিক্ষা দেওয়া দরকার।

৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৫

ইন্সিত বলেছেন: ভালো লাগল

৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬

জাহিদ গাছবাড়ী বলেছেন: valo laglo,

৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬

জাহিদ গাছবাড়ী বলেছেন: valo laglo,

৬| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮

বাদল দিনের গান বলেছেন: থাপ্পর টা জোরে মারছিল তোঁ ?

৭| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২০

আরিফ১৯৭৮০০৭ বলেছেন: বিচারক: আপনি কেন তার গালে চড় মারলেন? এর বিচার হবে।
চড় মারা ব্যক্তি : দেশে এতো সমস্যা। ঐগুলো আপনাদের চোখে পড়ে না ? আগে ঐ সমস্যা গুলো সমাধান করেন তার পর এটার বিচার করেন।



হিসাব মতে ৪৩ বছর পর এর বিচার হবে।

সাংবিধানিক সংশোধন:

বাদি ,বিবাদি যে কেউ অথবা উভয়ের দুই মরে গেলে কবর থেকে উঠিয়ে বিচার হবে।
নো টেনশন। জয় বাংলা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.