![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক মানুষ অজু করার জন্য পুকুর ঘাটে গেল,
অজু করতে গিয়ে হটাৎ লোকটি পুকুরে পড়ে গেল,
কিন্তু লোকটি সাঁতার জানতো না !!!
তাই লোকটি পানিতে ডুবে যাচ্ছিল দেখে চিত্কার করে বলতে লাগলো,
"ইসলাম ডুবে যাচ্ছে", "ইসলাম ডুবে যাচ্ছে"........
ঠিক তখনি মসজিদে জামাত চলছিল,
লোকজন জামাত ভঙ্গ করে দৌড়ে বাহির হয়ে দেখল যে "ইসলাম" নয় নুরুল ইসলাম ডুবে যাচ্ছে (লোকটির নাম ছিল নুরুল ইসলাম),
জামাতে ইসলামী ও এখন চিত্কার করতেছে "ইসলাম ডুবে যাচ্ছে" বলে,
তবে ওই লোকটির মত নিজেকে বাঁচাতে, সত্যিকার অর্থে "ইসলাম" বাঁচাতে নয়।
শুধু একটু মাথা খাটিয়ে চিন্তা করে দেখেন,
যে দেশে জামাতে ইসলামী নেই, সেই দেশে কি প্রকৃত ইসলাম নেই ???
আপনি যদি আমাদের ধর্মের দিক নির্দেশনা (পবিত্র কোরান শরীফ) মেনে চলেন তাহলে তো এখানে অন্য কারো চাপের দরকার নেই !!!
আর যে ধর্ম মানবে না তাকে তো আপনি মেরে ও বুঝাতে পারবেন না,
আল্লাহতা'আলা যেদিন ওকে চাইবেন সেইদিন ঠিক ই উনি শুধরে নিবেন।
আল্লাহ ছাড়া কারো কোনো শক্তি নেই যে মানুষ কে মারতে পারে।
কিন্তু ইসলামের নাম দিয়ে মানুষ হত্যা কি ইসলাম বলে ?
তাই ধর্মীয় অনুশাসন মেনে চলব,
দেশকে ভালোবাসবো।
দেশ থাকবে হৃদয়ে।
দুটো এক করার কোনো মানে নেই,
ধর্ম লালন করতে হবে, ধর্মকে পুঁজি করে ব্যবসা নয়।
আসুন দেশকে ভালোবেসে একটি দেশদ্রোহীমুক্ত সুন্দর স্বাধীন রাষ্ট্র গড়ে তুলি,
আমাদের লড়াই দেশের জন্য, যারা ধর্মকে পুঁজি করে মানুষের মনে ভুল ধারনার বীজ বপন করে তাদের বিরুদ্ধে।
অপপ্রচারগুলো থেকে নিজেকে সরিয়ে রাখুন,
যেই দেশে আপনের বসবাস সেই দেশের প্রতি কি আপনার কোনো দায়িত্ব নেই ?
অন্ততপক্ষে এই দেশকে রাজাকারমুক্ত দেশে পরিনত করুন, আপনের কাছে কেউ ব্যাঙ্ক ব্যালান্স চায়না, শুধু চায় একটু সাপোর্ট।
২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪
রোদেলা দুপুর বলেছেন: ১ নাম্বার কমেন্টের সাথে সহমত।
৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪১
পুংটা বলেছেন: আল্লাহ আমাকে উঠাই নাও। নইলে উপর থেকে একটা দড়ি ফেলাও আমি বেঁয়ে উঠে যাই।
৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪১
বাদল দিনের গান বলেছেন: ইসলাম ডুবে গেল
৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫
আরিফ১৯৭৮০০৭ বলেছেন: রাজাকার মুক্ত করা আওয়ামী লীগের আর শাহবাগী দের দ্বারা সম্ভব নয়। জনসাধারনের চলাচলের রাস্তা দখল করে সাধারন মানুষকে ভোগান্তিতে ফেলে সম্ভব নয়। শাহবাগীরা রমনা পার্কে চলে গেলেই তো পারে।
৬| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩৮
মোঃআতিকুর রহমান বলেছেন: শাহবাগীরা রমনা পার্কে চলে গেলেই তো পারে।
৭| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪০
এই আমি সেই আমি বলেছেন: আরিফ১৯৭৮০০৭ বলেছেন: রাজাকার মুক্ত করা আওয়ামী লীগের আর শাহবাগী দের দ্বারা সম্ভব নয় ।
বিএনপির দ্বারাই সম্ভব কিন্তু জেল খানা থেকে গুয়াজম বিশেষ ম্যাসেজ পাঠিয়েছে , আওয়ামীলীগ বিএনপি কাউকে বিশ্বাস করা যায়না, দুই দলই মোনাফেক। তারা কথা দিয়ে কথা রাখেনা । আগামীতে ভোট দিয়ে জামাতকে ক্ষমতায় পাঠালে তারা ১০০% নিশ্চয়তা সহকারে যুদ্ব অপরাধীর বিচার করবে । বিফলে ভোট ফেরত ।
৮| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪৭
মিশনারী বলেছেন: এই বাংলায় নাস্তিক / আওয়ামিলীগের রক্ষা নাই । যেখানে আল্লাহ ও রাসুল কে খারাপ ভাষায় গালি দিলে ও আওয়ামী নাস্তিকদের গায়ে লাগে না । আল্লাহ এদেরকে হেদায়াত করুক । আবার কুলাংগার রাজীব শহীদ উপাদি দিয়ে ভুষিত করে । আমার ২য় মুক্তিযোদ্ধের প্রথম শহীদ বলে । যে কিনা ইসলামের উপর এত মারাত্বক কথা বলল, তাকে আবার শহীদ বলে । শহীদ তো ইসলামের পরিভাষা, সেটা কিভাবে একটা নাস্তিককে দেওয়া হয় ।
মাথায় গিলু থাকলে এইসব অপ্রচার বন্ধ করে, জামাত রোগে না ভোগে, ইসলামের পতাকা তলে আসেন । জামাত ই একমাত্র ইসলামের এজেন্ট না ।
©somewhere in net ltd.
১|
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৭
পরিবেশ বন্ধু বলেছেন: রাজাকার মুক্ত করা নিরীহ দের মেরে নয়
আইন দিয়ে , ধন্যবাদ