নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডেমোক্রেসি

ডেমোক্রেসি

গণতন্ত্র চাই,গণতান্ত্রিক রাজতন্ত্র বা রাজতান্ত্রিক গণতন্ত্র চাই না

ডেমোক্রেসি › বিস্তারিত পোস্টঃ

অনন্তর সঙ্গে পরকীয়ায় রাহার আত্মহত্যা!

২৫ শে মার্চ, ২০১৩ রাত ২:০৩





মিডিয়া পাড়ার শীর্ষ খবর এখন অনন্ত-বর্ষা! কারণ চিত্রনায়ক অনন্ত জলিল ও তার স্ত্রী চিত্রনায়িকা বর্ষার মধ্যে চলছে চরম দ্বন্দ্ব।জানা গেছে নায়ক অনন্ত জলিলের সঙ্গে পরকীয়া সম্পর্কের জের ধরে আত্মহত্যার পথ বেছে নেন মডেল ও অভিনেত্রী সুমাইয়া আজগার রাহা (২০)।



আর এ কারণেই পুলিশ ও গোটা চলচ্চিত্র পাড়ার লোকজনকে আড়াল করে গোপনে রাহার দাফন সম্পন্ন করে তার পরিবার। এমনকি আজিমপুর গোরস্থানে দাফনের সময়েও রাহা ও তার বাবার প্রকৃত নাম-ঠিকানা গোপন করা হয়।



সূত্র জানায়, ইফতেখার চৌধুরী পরিচালিত ২০১০ সালের ১৬ এপ্রিল মুক্তি পাওয়া ‘খোঁজ দ্য সার্চ’ ছবিতে নায়ক হিসেবে প্রথম অভিনয় অনন্ত। নায়িকা ছিলেন বর্ষা। ওই ছবিতে সহঅভিনেত্রী হিসেবে কাজ করেছিলেন সুমাইয়া আজগার রাহা। ছবিটিতে অভিনয়ের সূত্র ধরে রাহা এবং অনন্তের মধ্যে প্রেমের সম্পর্ক হয়।



কিন্তু পরে আকস্মিকভাবে বর্ষার সঙ্গে অনন্তর বিয়ে হয়ে যায়। এ কারণে বেশ কিছু সময় ধরে রাহা-অনন্তর যোগাযোগ বন্ধ হয়ে যায়।



জানা গেছে, গত দেড় বছর ধরে ‘পরকীয়া’ রূপে আবারো রাহা-অনন্তর প্রেম শুরু হয়। তারা বিভিন্ন শ্যুটিং স্পট এমনকি বিশেষ বিশেষ দিনে দেশের নামীদামী হোটেলগুলোতে একত্রিত হতেন। সময় পেলেই অনন্তর কাছে রাহা ছুটে যেতেন তার গার্মেন্টস ফ্যাক্টরি এলাকায়। এ খবর বর্ষার কানে গেলে তাদের দাম্পত্য জীবনে কলহ শুরু হয়।



এর আগে এক পর্যায়ে বর্ষা রাহাকে দেখে নেয়ার হুমকি দেন। এ নিয়ে অনন্ত বর্ষাকে মারধর করেন।



এর পরিপ্রেক্ষিতে শুক্রবার রাতে রাজধানীর মোহাম্মদপুর থানায় অনন্ত-বর্ষা পাল্টাপাল্টি সাধারণ ডায়েরি (জিডি) করেন।



সূত্র জানায়, স্বামী-স্ত্রীর মারামারি আর মিডিয়া পাড়ায় প্রেমের বিষয়টি ফাঁস হওয়ায় অনেকটা অভিমান করে আত্মহত্যার পথ বেছে নেন রাহা।



সুত্র

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ২:০৬

আব্দুল্লাহ নাটোর বলেছেন: মেয়ে টা ভালো অভিনয় করত

২| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ৩:০৩

পিচ্চি পোলা বলেছেন: কোথা থেকে কপি পেস্ট মারলেন সোর্স দেয়া উচিত /:)

২৫ শে মার্চ, ২০১৩ ভোর ৫:০২

ডেমোক্রেসি বলেছেন: ওই মিয়া মিডিয়া জগতের নিউজ কি আমি নিজে বানাইয়া দিমু নি। এই নিউজ টা পড়ে সবার সাথে শেয়ার করতে মন চাইল তাই শেয়ার করসিলাম।
তোমার তো চুলকানি বেশ।
এই নাও সোর্স-
http://www.dnewsbd.com/

৩| ২৫ শে মার্চ, ২০১৩ ভোর ৪:২৮

সবুজাভ উদ্যান বলেছেন: এই মাদা...রে(জইল্যা) প্রথম থেইক্কাই সহ্য করতে পারিনা!!

৪| ২৫ শে মার্চ, ২০১৩ সকাল ৯:১৫

শহীদুল্লাহ খান বলেছেন: পরকীয়ার ফল কখনোই ভাল হয় না।

৫| ২৫ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৫১

জননেতা বলেছেন: ভাই মিডিয়া পাড়ার আধিকাংশের এই পরকীয়া ইস্যু আছে। এটা নুতন কিছু না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.