নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডেমোক্রেসি

ডেমোক্রেসি

গণতন্ত্র চাই,গণতান্ত্রিক রাজতন্ত্র বা রাজতান্ত্রিক গণতন্ত্র চাই না

ডেমোক্রেসি › বিস্তারিত পোস্টঃ

মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মাথায় আর কতদিন কাঁঠাল ভেঙ্গে খাবেন

১৮ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৪২

কিছুক্ষন আগে টিভিতে দেখলাম প্রধানমন্ত্রী অবশেষে কোটা প্রথা নিয়ে মুখ খুলেছেন।



তিনি বলেন “কোটা প্রথা নিয়ে আন্দোলনের নামে যারা ভাঙচুর করছে তাদের ছবি সংগ্রহ করে রাখা হবে। ছবি দেখে পরীক্ষার সময় তাদের শনাক্ত করে ডিসকোয়ালিফাই করা হবে।”



“যারা আন্দোলনের নামে ভাঙচুর করে তারা কিসের মেধাবী” প্রশ্ন তুলে প্রধানমন্ত্রী বলেন, “মেধাবীরা এ ধরনের কাজ করতে পারে না।”

“যারা ভাঙচুর করেছে তারা কখনোই চাকরি পাবে না” বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী আরো বলেন এরা বিসিএস দিয়ে এডমিশনে গেলেও ভাংচুর করবে।



মাননীয় প্রধানমন্ত্রী আপনার অসীম জ্ঞ্যান। বিসিএস দিয়ে কিভাবে এডমিশনে যায় ব্যাপারটা বুঝলাম না।



আপনার কাছে কিছু প্রশ্নঃ



১। সব চাকরি কি গোপালগঞ্জের লোকদের জন্য ?

২। সরকারী চাকুরী ছাত্রলীগ পাবে। ওরা পেলেই তো হয় তাই না।

৩। সরকারী চাকুরী কি আপনার বাবার সম্পত্তি?

৪।কোটার প্রতি আপনার এতো দরদ কেনো আপনি নিজে আপনার বাবার কোটাতে রাজনীতি করেন বলে।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুলাই, ২০১৩ রাত ৮:০৪

শেরশাহ০০৭ বলেছেন: কোটার প্রতি আপনার এতো দরদ কেনো আপনি নিজে আপনার বাবার কোটাতে রাজনীতি করেন বলে
;) ;) ;) ;)

২| ১৮ ই জুলাই, ২০১৩ রাত ৮:৫১

অলস_ছেলে বলেছেন: সব কিছুর জবাব পরের নির্বাচনে দেখাই দিমু X(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.