নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডেমোক্রেসি

ডেমোক্রেসি

গণতন্ত্র চাই,গণতান্ত্রিক রাজতন্ত্র বা রাজতান্ত্রিক গণতন্ত্র চাই না

ডেমোক্রেসি › বিস্তারিত পোস্টঃ

এই ঘটনায় একটা প্রাচীন শিক্ষা আবার পেলাম

৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:৫৩





...এই ঘটনায় একটা প্রাচীন শিক্ষা আবার পেলাম, নুরুল কবীরের সহকর্মীর এই আচরনে প্রমানিত হলো, জানোয়ারের সাথে থাকলে মানুষ জানোয়ার হয় আর সৎ লোকের সাথে থাকলে মানুষ মহান হয়!



স্যালুট, সাংবাদিক সানাউল হক!

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:৩৫

মেনন আহমেদ বলেছেন: রাগে খোভে দেশ ছেড়ে পালাতে ইচ্ছে করছে

কিছু বোলার স্বাধীনতা নেই তো,বললে আবার রাজাকার হয়ে যাবো
দেশদ্রোহী হয়ে যাবো।

৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:৪৯

ডেমোক্রেসি বলেছেন: সহমত

২| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৩:০৬

সবুজ মানব বলেছেন: সালাম সাহসী সাংবাদিক কে

৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৩:৩১

ডেমোক্রেসি বলেছেন: সালাম সাহসী সাংবাদিক কে

৩| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৩:৪৭

েফরারী এই মনটা আমার বলেছেন: আজকে আমাদের ভাবার সময় হয়েছে কে আমাদের আপন,কে পর। কে আমাদের শুভাকাঙ্খী , কে নয়। কে বন্ধু, কে বন্ধু বেশে শত্রু।আমরা সকলেই জানি যে,
আমাদের দেশের কোন রাজনৈতিক দলের কোন নেতাই দেশ বা জনগনের জন্য রাজনীতি করে না, আদর্শে জন্য করে না ।সবাই নিজের জন্যেই রাজনীতি করে । বড়জোর নিজ পরিবারের জন্য ,দলের জন্য করে । সে বর্তমান প্রধানমণ্ত্রীই হোক আর বিরোধীদলীয় নেত্রীই হোক,এরশাদ সাহেবই হোক আর সাবেক প্রেসিডেন্ট বদরূদ্দোজা চৌধূরীই হোক। সে ৭১'রণান্গনে বীর যোদ্বা আবদুল কাদের সিদ্দীকিই হোক আর দেলোয়ার হোসেন সাইদীই (দেইল্ল্যা রাজাকার) হোক। সাকাচৌই হোক আর তেতুঁল হুজুর(যদিও এদের নামের সাথে হুজুর শব্দটি লেখা ঠিক নয )শফি সাহেবই হোক। এদের মধ্যে কেউ একত্তরের চেতনা ফেরী করে বন্ধু বেশে শত্রু প্রতিবেশী দাদাদের আশির্বাদের(!) জন্য দেশের স্বার্থ বিকিয়ে দেয়,কেউ বা জাতীয়তাবাদী চেতনা ফেরী করে বন্ধুবেশি শত্রু , বিশ্ব সন্ত্রাসী মার্কিন যুক্তরাস্ট্রের আস্থা অর্জনের জন্য সবকিছু করার অন্গীকার করে,কেউ ইসলাম রক্ষার দোহাই দিয়ে জণগনের জানমালের ক্ষতি করে বেড়ায় ইত্যাদি ইত্যাদি ।এরা সকলেই এক ও অভিন্ন আদর্শে (?) বিশ্বাসী। সেটা হলো দেশ ও জাতীর জন্য সর্ব্বোচ্চৌ ত্যগের কিছু গৎবাধাঁ বুলি আওড়াও , জণগন নামক একদল গাধাঁর সামনে একগাদা মিথ্যা আশ্বাসের মুলা ঝুলিয়ে ছলে বলে কৌশলে ক্ষমতায় যাও । তারই ফল আজকের এই জ্বালাও-পোড়াও রাজনীতি ।সুতারাং এখন সময় এসেছে আমাদের সাবধান হওয়ার। নয়তো আরো কঠিন পরিণতি আমাদের দিকে ধেয়ে আসছে।
Click This Link

৩০ শে ডিসেম্বর, ২০১৩ ভোর ৪:০৮

ডেমোক্রেসি বলেছেন: সহমত

আমরা এখন আর ম্যাঙ্গো পিপল না ; দিল্লিতে দেখলেন না আম আদমি ক্ষমতায় বসছে আমাদের দেশেও একদিন ভালো কিছু হবে ইনশা আল্লাহ্‌।

৪| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ ভোর ৪:৪০

ঢাকাবাসী বলেছেন: ইতিহাস বলে ডিকটেটররা বহু বছর শাসন করে! রবার্ট মুগাবে ৩৪ বছর হয়ে গেল! মুসোলিনি, সুহার্তো, পিনোসেট, ..সিনা(১০+)..!

৫| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:৩০

দেশপ্রেমিক পোলা বলেছেন: মানুষ কিভাবে একটি অসহায় মহিলার উপর লাঠিপেটা করতে পারে - যে কিনা মারের চোটে মাটিতে লুটিয়ে পড়েছে, বিশ্বাস করতে কষ্ট হয়। কতটা বর্বর ওরা? নাকি ওরাই সঠিক আমাদের চিন্তা করার ধরণ পাল্টাতে হবে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.