নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আর ভি

আমি ভালো ছেলে ... লোল

রিজভি মাহমুদ

আমি দুনিয়ার সবচাইতে বড় আজাইরা মানুষ। কারন কিছু করতে গেলেই বাঁশ খাই

রিজভি মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

শাহাবাগ নিয়ে লেখা

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৭

আন্দোলন এখন কিছুটা দলীয় করন হয়ে যাচ্ছে। যদিও মানুষ নিজের আবেগ এর টানে যাচ্ছে। কেও কাওকে জোর করে নিয়ে যাচ্ছে না।



সব রাজাকার এর ফাঁসি চাই, লীগ / বি এন পি / জামাত বাছাই না করে সব রাজাকার কে ফাঁসি দিন। আর জামাত এর রাজনীতি নিষিদ্ধ করতে পারেন কিন্তু ধর্ম ভিত্তিক রাজনীতি কে একেবারে বন্ধ করা উচিৎ না ... তবে এটা কে যারা miss use করবে তাদের প্রতি রুখে দাঁড়ানো উচিৎ ... ধর্ম নিয়ে যাতে ফায়দা লুটতে না পারে।



দুনিয়ার সব দেশেই ধর্ম ভিত্তিক রাজনীতি প্রচলিত রয়েছে ... এমনকি আমেরিকা , জার্মানি এর মত দেশ গুলো ও ব্যাপক ধর্ম ভিত্তিক রাজনীতি করে থাকে ... তবে খেয়াল রাখতে হবে ... তা যেন বেক্তি স্বার্থে না যায় ... কারন ধর্ম একটি পবিত্র জিনিস ... এটাকে নিয়ে যারা নাটক করবে তাদের বন্ধ করতেই হবে ... জামাতি দের বন্ধ করা উচিৎ কারন তারা ৭১ এ সরাসরি ভাবে যুদ্ধের বিপক্কে ছিল ... বাকিটা তো জানেন ই ... লীগ, বি এন পি ... সবাই কম বেশি খারাপ ... কিন্তু ওদের পিটাই সাইজ করা যাবে ... কিন্তু জামাত এর অস্তিত্ব রাখাই যাবে না ... জামাতি ইসলাম মানেই ইসলাম নয় ... ইসলাম একটি মহান ধর্ম ... কিন্তু এখন তা হুমকির মুখে এই ধরনের ধর্ম ছদ্মবেশী গোষ্ঠী গুলোর জন্য ... ওদের জন্য মুসলিম দের সম্মান দিন দিন ক্ষুণ্ণ হচ্ছে ... এদের কাছ থেকে সতর্ক থাকুন ... নিজের দেশকে ভালবাসুন, নিজের পরিচয় কে শ্রদ্ধা করুন , নিজের ধর্ম এর মান রক্ষা করুন ।



আমি কোন রাজনৈতিক দলের পক্ষে নই। কিন্তু বলতে চাই একটা কথা। ফাঁসি আমরা সবাই চাই। কিন্তু কেও জোর গলায় লীগ এর ভিতরের রাজাকার গুলোর ফাঁসির দাবি কেন করছে না ??? :( :( তারা ক্ষমতায় বলে কি আমরা চুপ ?

এটা ও কিন্তু ঠিক না ।



মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৯

নাঈম_নাজিউর বলেছেন: ভালো বলছেন ভাই তবে সমস্যা একটু পর টের পাইবেন ছাগু ট্যাগিং শুরু হইব :) বেস্ট অফ লাক।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৯

রিজভি মাহমুদ বলেছেন: নিরপেক্ষ থেকেও যদি ছাগু হইতে হয় তাহলে আর কি করা :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.