নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আর ভি

আমি ভালো ছেলে ... লোল

রিজভি মাহমুদ

আমি দুনিয়ার সবচাইতে বড় আজাইরা মানুষ। কারন কিছু করতে গেলেই বাঁশ খাই

রিজভি মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

ডিজেল ইলেকট্রিক ট্রেন

১৭ ই মার্চ, ২০১৩ রাত ৮:৫২

চট্টগ্রামে চালু হলো ডিজেল ইলেকট্রিক ট্রেন,



দেশে প্রথমবারের মতো চালু হলো ডিজেল ইলেকট্রিক মাল্টিপল ইউনিটস (ডেমু) ট্রেন। শনিবার চট্টগ্রাম-কুমিল্লা রুটে এ ট্রেনটি যাত্রা শুরু করে। সকাল সাড়ে ৯টায় ট্রেনটি চট্টগ্রামের পাহাড়তলী স্টেশন ত্যাগ করে।



সূত্র জানায়, ডেমু ট্রেন বাংলাদেশে প্রথম চালু করা হলো। এটা সফলতার মুখ দেখলে দেশের অন্য রুটেও ডেমু ট্রেন চালু করা হবে। মূলত দ্রুত ও আরামদায়ক ভ্রমনের জন্য টেনটি খুবই উপযোগী। এছাড়া এ ট্রেন রাস্তায় চাপ সৃষ্টি করবে না।



এই ডেমু ট্রেন একের অধিক ডিজেল ইঞ্জিনে চালিত হয়। এ ধরনের প্রতিটি ট্রেন কমলাপুর-নারায়ণগঞ্জ রুটের ২০ কিলোমিটার পথে একদিনে ছয়বার যাওয়া আসা করতে পারবে।



সূত্র আরও জানায়, ঢাকা থেকে নারায়ণগঞ্জ যেতে বাসে যদি দুই ঘণ্টা লাগে তবে এই ট্রেনে তা ২০ থেকে ২৫ মিনিটে যাওয়া সম্ভব। প্রতিটি ট্রেন একবারে ৩শ’ যাত্রী বহন করতে সক্ষম যার গতি থাকবে ঘণ্টায় ৬০ কিলোমিটার।



সম্প্রতি পরিবেশ ও বনমন্ত্রী ড. হাছান মাহমুদ মার্চ মাসেই চট্টগ্রামের যানজট নিরসনের জন্য সার্কুলার ট্রেন চালু করার কথা জানিয়েছিলেন।



মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ৯:০৬

আমি ব্লগার হইছি! বলেছেন: আজ পুরানি রাহো সে
কোয়ি মুঝে আওয়াজ না দে।

১৮ ই মার্চ, ২০১৩ রাত ৩:২৮

রিজভি মাহমুদ বলেছেন: তরজমা করেন ভাই । বুঝি নাই :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.