নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবার অবগতির জন্য জানাচ্ছি যে আমি কোন ব্লগার নই মন চায় তাই লিখি তথ্য-উপাত্ত সবার সাথে শেয়ার করি ।\nজব এর পাশাপাশি এয়ার টিকেট ও ট্রাভেল ভিসার ব্যাবসা করি ।\nধন্যবাদ\n

তানজীর আহমেদ সিয়াম

তানজীর আহমেদ সিয়াম

তানজীর আহমেদ সিয়াম › বিস্তারিত পোস্টঃ

মুক্তি যুদ্ধ পর্ব-২ ( মুন্সি আব্দুর রউফ)

১৯ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৫৩

১৯৭১ সালের এপ্রিল মাস। পাকিস্তান সেনাবাহিনীর এক শক্তিশালী কমান্ডো ব্যাটেলিয়ন সাতটি স্পীড বোট এবং দুটি লঞ্চে করে বুড়িঘাট দখলের জন্য অগ্রসর হয়। তাদের প্রতিরোধ করার লক্ষ্যে প্রস্তুত ছিল ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। পাকবাহিনী মর্টার ও ভারী অস্ত্র দিয়ে শুরু করে অবিরাম গোলা বর্ষন। মুক্তিযোদ্ধারা পিছনে সরে যেতে বাধ্য হয়। এমন সময় পাকিস্তানীরা প্রায় ১০০ জন বাংলার সেনাদের ঘিরে ফেলে। তবে ল্যান্সনায়েক মুন্সি আব্দুর রউফ পেছনে হটতে অস্বীকৃতি জানান। নিজের ট্রেঞ্চ থেকে নির্ভয়ে মেশিনগানের গুলিবর্ষণ শুরু করেন, আর অটল থাকেন তাঁর জায়গাতেই। তাঁর তীব্র পাল্টা আক্রমণের ফলে শত্রুদের স্পীড বোট গুলো ডুবে যায়। হতাহত শত্রুপক্ষ নিরাপদ দুরত্বে অবস্থান নেয়। সেখান থেকে আবার শুরু হয় তাদের গোলাবর্ষণ। হঠাৎ মর্টারের এক গোলা আঘাত হানে আব্দুর রউফের উপর। শহীদ হয়ে যান তিনি, থেমে যায় তাঁর মেশিনগান। তাঁর এই অপরিসীম বীরত্ব ও দেশপ্রেমের জন্য বাংলাদেশ সরকার তাঁকে সর্ব্বোচ সম্মান 'বীরশ্রেষ্ঠ' খেতাবে ভূষিত করে। বিজয়ের মাসে চলো এই বীরকে জানাই বিনম্র সালাম।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.