নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা বুঝে গেছি আমাদের অবস্থান, ১৯৪৮ সালেই টেরপাই, ১৯৫২ তে বহিঃপ্রকাশ। সময়ের ধারায়, আমাদের মনও মননে সেটা প্রতিফলিত। গল্প কবিতা সাহিত্য '৫২ পর থেকেই পরিবর্তিত।
আমরা খুবই শান্তিপ্রিয়, ভাল থাকতে ভালোবাসি, সময়ে হই প্রজ্বলিত।
'৫২ তে বুকের রক্তদিয়ে রেখেছি মায়ের ভাষা, '৬৬ ছয় দফা দিনে দিনে আমাদের প্রাণের দাবী হয়ে উঠলো। ১৯৬৯ সালে সর্বদলীয় ছাত্র সংগ্রাম কমিটির ১১ দফায় যোগ হলো, মুজিবের ৬ দফা।
শেখ মজিবর রহমান ১৯৪৮ সালেই গড়ে তুলেন ছাত্রলীগ, তাঁর দূরদর্শিতা সেখনেই, যে বীজ রোপণ করেছিলো ৪ জানুয়ারি '৪৮ সালে সেই ছাত্ররাই এখন এদেশের রাজনীতির মূল চালিকা শক্তি। '৫২, '৬২, '৬৬ ছাত্ররাই গড়ে তুলে প্রতিরোধ, প্রতিবাদ।
১৯৬৯ সালে গণআন্দোলন জাতিকে এক মিছিলে নিয়ে এলো ছাত্ররা হলো পুরোধা।
হোসেন শহীদ সহরোরয়ার্দী, মাওলানা আবদুল হামিদ খান ভাষানী, শেখ মুজিবর রহমান প্রমুখ, ১৯৪৯ সালে আওয়ামী লীগের সূচনা করেন।
শেখ মুজিবর রহমান, এখন আওয়ামী লীগের সভাপতি।
বাংলাদেশকে পশ্চিমা উপনিবেশ থেকে মুক্ত করতে হবে, এই কথাটা বাংলার মানুষের চেতনায় তিনিই প্রতিষ্ঠিত করেন, সফল ভাবে।
আমরা প্রজ্বলিত, আমরা সংগঠিত, আমরা প্রত্যয়ী, আমরা মুক্ত হবোই, আমাদের আছে ঐতিহ্য।
একটা পোষ্টার
'সোনার বাংলা শ্বশান কেন?
আাওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম সাহেবের ভাবনা প্রসুত, অসাধারণ সব তথ্য দিয়েে চিত্র শিল্পী হাসেম খানের ডিজাইনে, ১৯৭০ সালের নির্বাচনের জন্য আওয়ামী লীগ প্রচার করে, সেই ঐতিহাসিক পোষ্টার।
একটি পোষ্টার দেয়ালে, বাঁশের ঘরে, বাজারে, স্টেশনে, পতিতালয়ে, সুরিখানায়, স্কুল কলেজে, প্রান্তিক মানুষের ঘরে, শহরের অট্টালিকা, দেয়ালে দেয়ালে, সব খানে ছেয়ে গেলো।
সবাই দাঁড়িয়ে গেলো সেই পোষ্টরের পেছনে, এত শক্তি একটা পোষ্টরের হতে পারে। সত্যি অকল্পনীয়, কোথাও হয়েছে বলে আমার জানা নেই, সাত কোটি মানুষ বুঝে গেলো সহসাই একটি পোষ্টারে।
লিডার ততোদিনে বঙ্গবন্ধু হয়ে গেছেন, সারা দেশে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত, আমরাও রাতদিন প্ররিশ্রম করছি, অথচ একটি পোষ্টার সহসাই জাতীকে একতা বদ্ধ করেদিলো।
আমার জানা মতে এতো শক্তিময় পোষ্টার নেই বিশ্বময়। লিডারের কাজ অনেকটাই করে দিলো। সেই পোষ্টার এখন নির্বাচনে বাংলার লিডার। চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে, পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তানের বৈসাদৃশ্য।
সারা দেশের জনগণ একটা পোষ্টারের পেছনে হয়েছে একতা বদ্ধ।
শওকাত
#যে_স্মৃতি_ধূরস_হয়নি
২| ১২ ই জুন, ২০১৯ সকাল ১০:১৮
রাজীব নুর বলেছেন: সল সমস্যা হয়েছে দেশভাগ হয়ে।
দেশভাগ বাঙ্গালীদের কপাল পুড়েছে।
১৩ ই জুন, ২০১৯ দুপুর ১২:৩৯
তানজীর আহমেদ সিয়াম বলেছেন:
৩| ১২ ই জুন, ২০১৯ সকাল ১১:৪৮
মা.হাসান বলেছেন: ১৯৭০ সালে পূর্ব বাঙলার মোট বাজেট আমার জানা মতে ১০০ কোটি টাকার কম ছিল। রাজস্ব ও উন্নয়ন উভয় মিলে পূর্ব বাঙলার বাজেট ৪৫০০ কোটি টাকা হওয়া আমার কাছে সত্য মনে হচ্ছে না। ৯০ এর দশকে স্বাধীন বাংলাদেশের বাজেট ছিল ৩০ হাজার কোটি টাকার কাছাকাছি। এছাড়া আপনার বর্ননায় মনে হয় সে সময় দেশে পতিতালয় আস সুরিখানার ছড়াছড়ি ছিল যা সত্য না।
১৫ ই জুন, ২০১৯ দুপুর ১:০৪
তানজীর আহমেদ সিয়াম বলেছেন: আপনাকেও পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ
৪| ১২ ই জুন, ২০১৯ দুপুর ২:২৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম
তবে নিচের লাইনে স্মৃতি ধূসর হবে
১৩ ই জুন, ২০১৯ দুপুর ১২:৩৮
তানজীর আহমেদ সিয়াম বলেছেন:
৫| ১২ ই জুন, ২০১৯ বিকাল ৫:৪১
চাঁদগাজী বলেছেন:
ঐতিহাসিক পোষ্টার!
১৩ ই জুন, ২০১৯ দুপুর ১২:৩৯
তানজীর আহমেদ সিয়াম বলেছেন:
©somewhere in net ltd.
১| ১২ ই জুন, ২০১৯ সকাল ১০:১৮
রাজীব নুর বলেছেন: সল সমস্যা হয়েছে দেশভাগ হয়ে।
দেশভাগ বাঙ্গালীদের কপাল পুড়েছে।