![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি রাশেদ-উজ-জামান ঠাকুরগাঁওয়ের একজন অধিবাসী। নিজের খুব সাধাররণ চিন্তাগুলো আমি এই ব্লগের মাধ্যমে তুলে ধরতে চাই
কাঠবিড়ালীর ঠোঁটে
বৃষ্টির প্রার্থনা আর
কচ্ছপের পিঠে বিশ্বভ্রমণে
কবিতার মধ্যবিত্ত ছন্দগুলো
তখনও বৃষ্টি নিদ্রায়।
এদিকে, বৃষ্টির অপেক্ষায়
উর্বর কামনা জাগানো
সেলুলয়েড নায়িকাদের মহাপ্রতীক্ষা।
বৃষ্টির সিক্ততায় শেষ মৌসুমের
পাপগুলো রোপন করে
জারজ প্রজন্ম।
বৃষ্টির ফোঁটায় কাঁটাতারে
চুঁইয়ে পড়া নিংড়ানো আর্তনাদে
কাঠবিড়ালী আর প্রার্থনা...
সরীসৃপের গর্তে শিয়ালের উঁকি
ডানপিটে ইঁদুরগুলোরও
কর্পোরেট খোলস মিকি মাউস।
ডাইনোসরের ফসিলে
চন্দুবিন্দুর লোভ দেখিয়ে
ধেয়ে আসে হ্যামিলনের
ভূঁইফোড় বিষওয়ালা,
হলুদ ফাঁদ কিংবা নীল বিষটোপে
মিকি মাউসদের নির্ঘাত
আত্মঘাতি হওয়া।
অথচ নরম প্যাডে
ডিজিটাল মিকি মাউসগুলি
দিব্যি মধ্যস্বত্বের নীল আড়তদার,
তখনও স্বরবর্ণের...
স্বপ্নগুলো ভাঁসে, স্বপ্নের ভেলায়
নোঙর জমায়
রূপকথার বালুচরে,
স্বপ্নগুলো ফেরী হয়
লোনা কাবুলীওয়ালার হাতে
অথবা লুণ্ঠিত মুক্তিপণে।
স্বপ্নেরা আজ কাঁদে
গহীন অরণ্যের অচিন গণকবরে
স্বপ্নেরা ধর্ষিত হয়
জারজ পৌরুষত্বে,
অথচ বিশ্বায়নের সরীসৃপেরা
তখনও মানবতার উল্কি আঁকে।
স্বপ্ন গড়ে স্বপ্ন ভাঙ্গে
স্বপ্নের ইমারতে
তৃপ্তির ঢেঁকুর,...
টেঁরাকোটা মানচিত্রে
মুখোশের প্রলেপ
নপুংসক শক্তিতে
সেরার আস্ফালন।
অথচ ঘুণে ধরা চেতনায়
বিকৃত দানবের উঁকি,
জৈবিক কারুকার্যে
বহুগামী সরীসৃপ কিংবা চতুষ্পদ
বিবর্তনিক পরম্পরায়
তাই, অনাসৃষ্টি সেরা জীব (মান+হুঁশ)।
বিবর্তিত লিবিডোর নীল রসায়ন
অথবা নিয়মের শঙ্খচূঁড়ে
অনাহূত ভ্রুণ,
প্রথা কিংবা পঙ্কিলতায়
আচমকা সৃষ্টির ব্যতিচারে
তৈরী হয়
পিতল রঙের মানুষ।
ছেঁড়া পান্ডুলিপি
খন্ডিত কয়েকটি গল্পের ইতিহাস
স্মৃতির বাষ্পীয় প্রলেপে
নীল ভেলায় জেগে উঠে
পাতালপুরীর রূপকথা
বিমূর্ত চেতনায় যুদ্ধ যুদ্ধ খেলা,
ধ্বংস লীলা
নিযুত দুরত্বে স্রষ্টার
নিস্ফল উঁকি অথবা নির্লিপ্ততা
রক্তাক্ত হিংস্রতায় পান্ডুলিপি
কিশোরী আলতায় সিক্ত,
প্রলয়ের মুক্তি
রূপকথার বহির্নোঙ্গরে
স্রষ্টা...
প্রত্নতাত্ত্বিক ব্যবচ্ছেদে
খসে পড়া পলেস্তারাদের
লুকোচুরির ইতিহাস
দেয়ালের পরতে পরতে
রিনিঝিনি নূপুরের ঢেউ
সর্পিল আলোয় মাদকতার উন্মত্ততা
নীল দংশনে ক্ষত-বিক্ষত
কুমারী নর্তকীর সম্ভ্রম
পলেস্তারাদের আবরণে ঢেঁকে যায়
হিংস্র কামুকতা
নিদর্শন প্রাগৈতিহাসিক
নির্লিপ্ত জলসা ঘর।
বিজ্ঞাপনের উপত্যকায়
বিশ্বায়নের পতাকা উড়ে
সভ্যতার ব্যবচ্ছেদে
দেহের ভাজে
অশ্লীলতার প্রলেপ ভাসে।
তোমাকে দেখব বলে
অনেক প্রতীক্ষায় আছি
তুমি এক্ষণে হাজির হবে
মাউসের এক ক্লিকে
ফেসবুকে অথবা স্কাইপিতে।
©somewhere in net ltd.