নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন মেডিক্যাল টেকনোলজিষ্ট। তিতাস শিশু ও জেনারেল হসপিটালে কর্মরত আছি। রোগীদের সেবা করতে ভালবাসি। রোগ নির্ণয়ে এক্স রে,সিটি স্ক্যান,এম আর আই করে থাকি । রেডিয়েশনে মারাত্তক ঝুকি নিয়ে রোগীদের সেবা করছি। সবাই আমার জন্য দোয়া করবেন, যাতে সারা জীবন এভাবেই রোগীদের সেবা করতে পারি।
Heart:
হৃদয় হচ্ছে একটি বন্ধ করা মুষ্টি এর আয়তন-এর ব্যাপারে একটি পেশীয় অঙ্গ যে Bodyas হিসেবে কাজ ব্যবহার সঞ্চালনজনিত
পাম্প করে । এটা অক্সিজেনপুরণ এর জন্য ফুসফুসে এটা Deoxygenated রক্তে নেয় ধমনী এর মধ্য দিয়ে আর দেয় এটা পাম্প করতে বিভিন্ন ধমনীতে যা শরীর কলা (টিস্যু) অক্সিজেন আর পুষ্টি উপাদান দেয় শরীর জুড়ে রক্ত আনা-নেয়া করা আগে । হৃদয় বক্ষঃ-এর গর্ত Medial স্থাপন করা হয় ফুসফুসে আর পশ্চাৎভাগে sternum পর্যন্ত থাকে ।
Piricardiam
হৃদয় একটি fluid-filled গর্ত-এর pericardial গর্ত ডাকা মধ্যে বসে । pericardial গর্ত-এর দেয়াল আর আন্তরণ হচ্ছে একটি বিশেষ ঝিল্লি যা জানা হছ্ছে pericardium হিসেবে । pericardium হচ্ছে serous ঝিল্লি-এর একটি টাইপ যা serous তরল হৃদয় পিচ্ছিল করতে আর কখনো বাজা হৃদয়-এর আর এটার বেষ্টিত করা অঙ্গ-এর মধ্যে সঙ্ঘর্ষ ঠেকাতে উৎপাদন করে । পিচ্ছিল করণ বাদে , pericardium অবস্থানে হৃদয় ধারণ করতে আর হৃদয়-এর প্রসারিত করতে যখন এটা হচ্ছে পুরো একটি ফাঁপা স্পেস বজায় রাখতে সেবা দেয় । pericardium-এর সে 2 layers-a আন্ত্রিক স্তর আছে যা হৃদয় আর একটি পার্শ্বীয় স্তর-এর বাইরে কভার করে ।
০৫ ই মে, ২০১৮ দুপুর ১২:৩৫
রোকনুজ্জামান খান বলেছেন: শুভ কামনা রইল
আপনার জন্য ......
আমরা হার্ট নিয়ে তেমন একটা সচেতন না ..।
জনসচেতনায় আনা টা জরুরী.
২| ০২ রা জুন, ২০১৮ দুপুর ২:৪১
সনেট কবি বলেছেন: আমি মেজর হার্ট স্ট্রোক করে ছিলাম। আমার বুকে চাপ ও কারেন্টের হিট দিতে হয়েছে।
৩| ০২ রা জুন, ২০১৮ দুপুর ২:৪৯
রোকনুজ্জামান খান বলেছেন: এখন কেমন আছেন জানাবেন ।
৪| ০২ রা জুন, ২০১৮ রাত ৯:৪৬
রাজীব নুর বলেছেন: এই রকম লিখতে হবে না।
বুদ্ধি করে পাঠক ধরতে হবে। শুধু মনে রাখবেন আপনাকে সাকসেস হতেই হবে।
০৩ রা জুন, ২০১৮ দুপুর ১২:৫২
রোকনুজ্জামান খান বলেছেন: আপনার কথা শুনে মনটা ভরে উঠল ।
আপনাদের অনুপ্রেরনাই আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা মে, ২০১৮ বিকাল ৪:৪৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: হার্টের সমস্যার কারণে ২৪ এপ্রিল IJ N ( Institut Jantung Negara - National Heart Institute of Malaysia) হাসপাতালে ভর্তি হয়েছিলাম। বিরাট সমস্যা। শেষ পর্যন্ত ছাড়া পেয়েছি।