নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন মেডিক্যাল টেকনোলজিষ্ট। তিতাস শিশু ও জেনারেল হসপিটালে কর্মরত আছি। রোগীদের সেবা করতে ভালবাসি। রোগ নির্ণয়ে এক্স রে,সিটি স্ক্যান,এম আর আই করে থাকি । রেডিয়েশনে মারাত্তক ঝুকি নিয়ে রোগীদের সেবা করছি। সবাই আমার জন্য দোয়া করবেন, যাতে সারা জীবন এভাবেই রোগীদের সেবা করতে পারি।
অনেক দিন আগে এক স্বার্থপর লোক ছিলো। অন্যের সম্পদে ভাগ বসানোর জন্যে সে সবসময় সুযোগ খুঁজতো। কিন্তু সে তার নিজের সম্পদের এক আনাও কারো সাথে শেয়ার করতে রাজি ছিলো না-তার বন্ধুদের সাথেও না, গরীবদের সাথেও না।একদিন লোকটি রাস্তায় তার ত্রিশটি স্বর্ণ মুদ্রা হারিয়ে ফেললো। তার এক বন্ধু তার এই স্বর্নমুদ্রা হারানোর কথা শুনলো। সে আবার ছিলো খুব দয়ালু একজন মানুষ।ঘটনাক্রমে বন্ধুটির মেয়ে রাস্তায় এই ত্রিশটি স্বর্নমদ্রা কুড়িয়ে পেল। সে বাড়িতে ফিরে এই কথা জানালে তার বাবা বলে যে এটা নিশ্চয় তার বন্ধুর হারিয়ে যাওয়া সেই স্বর্নমদ্রা। তাই সে লোকটির কাছে গেল তাকে মুদ্রাগুলো ফিরিয়ে দিতে।
কিন্তু তার স্বার্থপর বন্ধুটি যখন শুনলো যে তার মেয়ে এই মুদ্রা কুড়িয়ে পেয়েছে তখন সে বললো যে ‘আমার মোট চল্লিশটি স্বর্ণ মুদ্রা ছিলো। তোমার মেয়ে নিশ্চয়ই এখান থেকে দশটি মুদ্রা সরিয়েছে। আমাকে তোমার চল্লিশটি মুদ্রাই দিতে হবে।’
একথা শুনে লোকটি রেগে গেল এবং মুদ্রাগুলো সেখানে রেখে চলে গেল। কিন্তু স্বার্থপর বন্ধুটি ছিলো নাছোরবান্দা। সে বিচার নিয়ে আদালতে।
বিচারক তার অভিযোগ মন দিয়ে শুনলো এবং সেই বাবা ও তার মেয়েকে ডেকে পাঠালো। যখন তাদের নিয়ে আসা হলো তখন সে মেয়েটিকে জিজ্ঞেস করলো যে সে কতটি মুদ্রা পেয়েছিলো? মেয়েটি জানালো যে ত্রিশটি স্বর্ণমুদ্রা। বিচারক আবার স্বার্থপর লোকটিকে জিজ্ঞেস করলো সে কতটি মুদ্রা হারিয়েছিল? লোকটি জানালো যে ‘মোট চল্লিশটি স্বর্ণ মুদ্রা’।বিচারক এবার লোকটিকে জানালো যে মেয়েটি যে মুদ্রা কুড়িয়ে পেয়েছে সেগুলো তার নয় কারন মেয়েটি পেয়েছে ত্রিশটি মুদ্রা কিন্তু সে হারিয়েছে চল্লিশটি মুদ্রা। সে মেয়েটিকে এই মুদ্রাগুলো তার সাথে নিয়ে চলে যেতে বললো এবং জানালো যে যদি কেউ জানায় যে ত্রিশটি মুদ্রা হারিয়েছে তবে তাকে আবার ডেকে পাঠাবে।
বিচারক লোকটিকেও বললো যে কেউ যদি খবর দেয় যে সে চল্লিশটি স্বর্ণমুদ্রা পেয়েছে তবে তাকে ডেকে পাঠানো হবে। তখন সাথে সাথে স্বার্থপর লোকটি স্বীকার করলো যে সে মিথ্যা বলেছিলো এবং আসলে সে ত্রিশটি স্বর্ণমুদ্রাই হারিয়ছে।
তাই তাকে সেগুলো ফিরিয়ে দেয়া হোক। কিন্তু বিচারক তার কোনো কথাই শুনলো না।
আমাদের যেকোনো পরিস্থিতিতে সৎ থাকতে হবে কারন আপাতদৃষ্টিতে যাই মনে হোক না কেন,
দিনশেষে অসৎ ব্যক্তির উপার্জন সর্বদাই শূন্য।
২| ২০ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৪৫
স্রাঞ্জি সে বলেছেন: স্বার্থপর রা আসলে শেষপর্যন্ত পরাজয় হয়।
২০ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৫৮
রোকনুজ্জামান খান বলেছেন: অনেক ধন্যবাদ মূল্যবান মতামতের জন্য ।
স হ জ স র ল ভাবে সারা জীবন কাটিয়ে যারা
এই দুনিয়া থেকে চলে গিয়েছে তারা কখন ও শূন্য হয়নি।
বরং তারাই সফল কাম ।
ভালো থাকবেন ।
৩| ২০ শে জুন, ২০১৮ রাত ৮:২৯
সনেট কবি বলেছেন: সুন্দর গল্প।
২০ শে জুন, ২০১৮ রাত ৮:৪২
রোকনুজ্জামান খান বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে ।
৪| ২০ শে জুন, ২০১৮ রাত ১০:৫৫
ভুয়া মফিজ বলেছেন: খুবই শিক্ষনীয় গল্প। ভালো লাগলো।
আরো লিখতে থাকুন।
২১ শে জুন, ২০১৮ দুপুর ২:৩১
রোকনুজ্জামান খান বলেছেন: আপনার অনুপ্রেরণাই মন টা ভরে উঠল।
অনেক অনেক ধন্যবাদ ।
ভাল থাকবেন ।
৫| ২১ শে জুন, ২০১৮ বিকাল ৩:১৩
মোঃ জিদান খান (অয়ন) বলেছেন: ভালো লাগলো পড়ে। নিজ স্বার্থ নিয়ে সবাই নিমজ্জিত।
ব্লগটি ঘুরে আসার নিমন্ত্রণ রইলো।
২১ শে জুন, ২০১৮ বিকাল ৫:৩২
রোকনুজ্জামান খান বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে ,,,,
এই জন্যই গল্পটির নাম স্বার্থপর।
এখনই যাচ্ছি .........।
৬| ২১ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৫৩
কাওসার চৌধুরী বলেছেন: বাহ!! চমৎকার গল্প। একজন লোভী ও মিথ্যুক মানুষের উপযুক্ত বিচার হয়েছে। মিথ্যা বলায় তার আমও গেল ছালাও গেল।
২১ শে জুন, ২০১৮ রাত ৯:১২
রোকনুজ্জামান খান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ।
মিথ্যা বাদী রা সাময়িক জয়ী হলেও অসাময়িক ভাবে তারা পরাজয়ী।
এরকম বিচারকরা সব সময় সফল কাম হয়।
ভাল থাকবেন।
৭| ২১ শে জুন, ২০১৮ রাত ১০:০৫
মাহমুদুর রহমান সুজন বলেছেন: গল্প পাঠে ভাল লাগল। শুভ কামনা রইল।
২২ শে জুন, ২০১৮ বিকাল ৩:১৪
রোকনুজ্জামান খান বলেছেন: আপনাকেও অনেক অনেক শুভ কামনা ।
আপনাদের অনুপ্রেরণাই আমার ভালো লাগা।
ভাল থাকবেন ।
@ধন্যবাদ
৮| ২১ শে জুন, ২০১৮ রাত ১০:৩১
রসায়ন বলেছেন: শিক্ষণীয় । আরো পোস্ট হোক নৈতিকতা নিয়ে ।
২২ শে জুন, ২০১৮ বিকাল ৩:১৬
রোকনুজ্জামান খান বলেছেন: অব্যশ্যই হবে ।
বেশি বেশি আপনাদের অনুপ্রেরণা আশা করছি?
ভালো থাকবেন ।
@ধন্যবাদ
৯| ২১ শে জুন, ২০১৮ রাত ১০:৪৪
অর্ক বলেছেন: বেশ লাগলো পোস্টটি। শুভেচ্ছা।
২২ শে জুন, ২০১৮ বিকাল ৩:১৮
রোকনুজ্জামান খান বলেছেন: আপনাকেও শুভেচ্ছা ।
আপনাদের ভালো লাগাই আমার
সামনের দিকে এগিয়ে যাওয়া ।
ভাল থাকবেন।
@ধন্যবাদ
১০| ২১ শে জুন, ২০১৮ রাত ১০:৪৫
রাকু হাসান বলেছেন: ছোট পরিসরে ভাল একটি গল্প পড়লাম । শুভকামনা আপনার প্রতি
২২ শে জুন, ২০১৮ বিকাল ৩:২১
রোকনুজ্জামান খান বলেছেন: আপনার প্রতিও আমার শুভ কমনা রইল।
ভাল থাকবেন ।
@ধন্যবাদ
১১| ২১ শে জুন, ২০১৮ রাত ১১:৩৩
শামচুল হক বলেছেন: চমৎকার শিক্ষনীয় কাহিনী।
২২ শে জুন, ২০১৮ বিকাল ৩:২৩
রোকনুজ্জামান খান বলেছেন: নৈতিকতা নিয়ে আমার লেখা চলছে ।
অনেক অনেক ধন্যবাদ।
ভাল থাকবেন।
১২| ০১ লা জুলাই, ২০১৮ রাত ৩:৪৮
আলী আহসান বলেছেন: খুব শিক্ষণীয়, যারা মিথ্যা বলে তারা নিজেই সেই মিথ্যার কবলে আটকে যায়।
০১ লা জুলাই, ২০১৮ সকাল ১১:৪০
রোকনুজ্জামান খান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে ঘিরে ।
অসৎ ব্যাক্তির উপার্জন সর্বদাই শূন্য।
ভাল থাকবেন ।
১৩| ০১ লা জুলাই, ২০১৮ দুপুর ১২:২২
আছির মাহমুদ বলেছেন: অতি লোভে তাঁতি জাতি সব নষ্ট....
০৩ রা জুলাই, ২০১৮ বিকাল ৪:২০
রোকনুজ্জামান খান বলেছেন: কথা সত্য।
অনেক ধন্যবাদ
ভাল থাকবেন।
১৪| ০১ লা জুলাই, ২০১৮ রাত ৮:৩৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
সুন্দর ।
০৩ রা জুলাই, ২০১৮ বিকাল ৪:২১
রোকনুজ্জামান খান বলেছেন: ধন্যবাদ
১৫| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:০৮
লোকমান আহম্মদ আপন বলেছেন: পরিচিত গল্প আরেকবার পড়ে ভালোই লাগলো। ধন্যবাদ আপনাকে।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫৩
রোকনুজ্জামান খান বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া ।
এটা বটলতা থেকে তুলে দিয়েছিলাম।
©somewhere in net ltd.
১| ২০ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:১৮
রোকনুজ্জামান খান বলেছেন: Click This Link