নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ রোকনুজ্জামান খান রোকন।পেশাঃ মেডিকেল টেকনোলজিষ্ট।রোগীদের সেবা দানে দৃঢ় প্রত্যয়।অল্পতেই বিশ্বাসী, প্রতিটি মানুষকেই মন উজাড় করে ভালবাসতে চেষ্টা করি?নতুন লেখক।

রোকনুজ্জামান খান

আমি একজন মেডিক্যাল টেকনোলজিষ্ট। তিতাস শিশু ও জেনারেল হসপিটালে কর্মরত আছি। রোগীদের সেবা করতে ভালবাসি। রোগ নির্ণয়ে এক্স রে,সিটি স্ক্যান,এম আর আই করে থাকি । রেডিয়েশনে মারাত্তক ঝুকি নিয়ে রোগীদের সেবা করছি। সবাই আমার জন্য দোয়া করবেন, যাতে সারা জীবন এভাবেই রোগীদের সেবা করতে পারি।

রোকনুজ্জামান খান › বিস্তারিত পোস্টঃ

লেখটি আপনার জীবন বদলে দিবে !!! This Wright Might Change Your Life. পর্ব -০১

০২ রা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:১৪


আপনি কি কখনো ভেবে দেখেছেন, যে ব্যস্ত জীবনে চলতে চলতে আপনার বয়স হবে ৮০ , হয়তো সেদিন আপনি কোন এক হসপিটালের বেডে সুয়ে আপনার সাড়া জীবনের স্মৃতি চারণে মগ্ন থাকবেন । আপনি সাড়া জীবন কিভাবে কাটালেন হয়তো তাই ভাববেন, হয়তো আপনার জীবনের সেই আনন্দ ঘন মূহর্তগুলো বা হয়তো সেই দু:খ জনক ক্ষন গুলো আপনার চোখের সামনে ভেসে উঠবে।

আপনি যেদিন প্রথম বারের মতো স্কুলে গিয়েছিলেন সেদিন হয়তো আপনি খুব কেদে ছিলেন । অনেকেরই হয়তো সে দিনটার কথা মনেও নেই । ক্লাস ফাইভে থাকতে আমরা আমাদের জীবনটা কতটাই না উপভোগ করতাম। সে সময় আমাদের মধ্যে বেশির ভাগি পরীক্ষায় ভালো করার চিন্তাও থাকতো না । শুধু খেলা ধূলা খানিক টা পড়াশুনা করে , একেকটা দিন বেশ আনন্দেই কেটে যেতো।

এর পরে যাওয়া হয় হাই স্কুলে , এ সময়টা আমাদের জীবনের স্মরণীয় দিন গুলোর মধ্যে স্থান করে নেয়। কেননা এই সময়েই আমাদের জীবনে এমন কিছু বন্ধু আসে যাদেরকে আমরা কখনোই ভূলতে পারি না । সেসময় আমাদের মধ্যে অনেক ক্লাস ব্যান করে বন্ধুদের সাথে এনজয় করতো । আনন্দের লাইফের প্রথম বোর্ড এক্সাম ও এই সময় কালেই দিতে হয়েছিলো। আর বেশির ভাগ মানুষেরাই প্রথম বারের মতো এই সময় টাতেই প্রেমে পড়েছে । আর দেখতে দেখতে সময় কিভাবে যেন ডানা মেলে উড়ে গেলো। তারপড় আসলো স্কুল লাইফের শেষ দিনটা। আপনার জীবনের ১২ বছরের লম্বা সফর এখানেই শেষ হয় । এর পরে আর কখনো টিফিনের খাবার ভাগ করে খাওয়া হবে না । ব্রেক টাইমের খেলা ধূলাও হবে না । সেই ছুটির ঘন্টা আর কোন দিনই বাজবে না । বিদায় নেওয়ার সময় বন্ধুদের কাছে থাকার মিথ্যা প্রমিজ কখনো পূরণ হবে না ।

তারপর শুরু হবে কলেজ লাইফ, নতুন জীবন, নতুন বন্ধু বান্ধব, নতুন অধ্যায় কোন বাধা নেই। এসময় আপনার জীবনে আসবে কিছু প্রকৃত বন্ধু, হয়তো কিছু খারাপ বন্ধু । জীবনের সব চাইতে বেশী এই সময় টাতেই আনন্দ ফূর্তি হয় । তবুও আপনার সেই স্কুল লাইফের সুন্দর সেই মূহর্ত হুলো কে কখনোই ভূলতে পারবেন না । কলেজ লাইফ শেষ হলেই শুরু হবে আপনার জীবনেই সবচেয়ে লম্বা সফর জব লাইফ । কলেজ শেষ হতে না হতেই আমাদের মধ্যে অনেকেই চাকরি বা নিজস্ব কোন কাজে লেগে যাবেন। আবার অনেকেই পড়া শুনাতেই থাকবে, কিন্তু ২৩ বা ২৪ বছর বয়সে আমাদের মধ্যে বেশির ভাগ মানুষেই জীবিকা নির্বাহের জন্য কোন না কোন কাজ খুজেই নেবে ।

আর সেই ৯টা ৫টা র ব্যাস্ত অফিস লাইফ, খরচ করার জন্য আপনার প্রচুর পরিমাণ টাকা থাকলেও সেই টাকা নিয়ে এনজয় করার মতো সময় থাকবে না । এই বয়সে আপনার মতো বেশির ভাগ মানুষই টাকার পেছনে ছুটবে । আর টাকার লোভে জীবনের আসল অর্থ ভূলে যাবে । আর এরই মধ্যে আপনার জীবনে একজন জীবন সঙ্গীর বিচরণ ঘটবে । আপনি আপনার জীবন টাকে নতুন করে শুরু করবেন । আর তার পর থেকেই জীবনের ভাল খারাপ সময় দুজনের এক সাথেই পথ চলতে হবে । আর এরই মধ্যে আপনি মা ও বাবা হওয়ার আসল অর্থ বুজতে পারবেন । বাবা মায়ের নিঃস্বার্থ ভালবাসা আর দায়িত্ব বোধ আপনি তখনি বুঝতে পারবেন । সন্তানের সুখেই আপনি সুখি থাকবেন ।

আর এরই মধ্যে আপনার জীবনের সবচেয়ে খারাপ সময়টি চলে আসবে , সেসময় সেই দুজন মানুষ যারা এই পৃথিবীতে যারা আপনাকে সব থেকে বেশি ভালোবাসে তারা এই পৃথিবী ছেড়ে আজীবনের মতো চলে যাবে । এটি আমাদের জীবনের কঠিন সত্য যা আমাদের সবাই কে আজ নয়তো কাল মেনে নিতেই হবে।তবে যাদের মা বাবা বেশী দিন বেঁচে থাকে তারা অনেক ভাগ্যবান । আর এভাবেই সুখ দুঃখের সংমিশ্রনে কেটে যাবে । আর এক সময় আপনার রির্টামেন্টের ও সময় এসে যাবে । আপনার বয়স তখন ৬০ বছরের বেশি হয়তো আপনি বুঝতেও পারবেন না যে আপনার ৬০ বছর কিভাবে কেটে গেল। আর এ সময় আপনার সন্তান ও হ্যতো আপনারই মতো জব করবে ? তারাও ঠিক এমনটাই ফিল করবে যেমনটা একসময় আপনি করেছিলেন । হয়তো সেদিন আপনার সন্তান কে বোঝানোর চেষ্টা করবেন? টাকার পেছনে এতো না ছুটে নিজের জন্য সময় বের করে উপভোগ করাটা কতটা জরুরী। কেননা জীবনের শেষ মূহর্তে আপনার এটি মনে থাকবে না আপনি জীবনে কত টাকা কামালেন । বরং আপনি জীবনে কতটা আনন্দ করলেন সেটাই মনে থাকবে।

তারপর একসময় আপনার বয়স ৭০ থেকে ৮০ বছরে হয়ে যাবে। হয়তো সেদিন আপনি কোন একটা কোণায় বসে ভাববেন সারা জীবন আমি কি করলাম, আমি সেটাই করেছি যেটা আর পাঁচটা মানুষে করেছে। প্রথমে স্কুল,কলেজ তার পর জব পাওয়ার জন্য ছুঁটাছুঁটি,
তার পর টাকা কামানো আর তার পর একদিন সব শেষ হয়ে যাবে। সারাজীবনে আপনি কতো টাকা কামালেন ১ কোটি, ১০ কোটি অথবা ১০০ কোটি জীবনের কাছে এই টাকার মূল্য কি? জীবনের শেষ দিনটাতে এই টাকা গুলা কি আপনার কাছে গুরত্ব পূর্ণ মনে হবে । এই পৃথিবীতে আমরা খালি হাতে এসেছিলাম আবার খালি হাতেই চলে যাবো ............!!!!!
চলবে...................

মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০২ রা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:১৯

সনেট কবি বলেছেন: কিছুটা পড়লাম।

০৩ রা অক্টোবর, ২০১৮ দুপুর ২:২৩

রোকনুজ্জামান খান বলেছেন: ধন্যবাদ

২| ০২ রা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৩০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমরা সবাই বুঝি, জানি কিন্তু মানিনা।
এই বয়সে যে কোন সময়ে বিনা নোটিশে
মৃত্যু আমার দরজায় হানা দেবে আমি জানি
তার পরেও কিন্তু কোন কিছুই নষ্ট করতে
চাইনা। পরের ধন পাহারা দিয়ে যাচ্ছি
বিনা বেতনে!

০৩ রা অক্টোবর, ২০১৮ দুপুর ২:২৪

রোকনুজ্জামান খান বলেছেন: একদম ঠিক বলেছেন ।
ধন্যবাদ

৩| ০২ রা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৩

শেখ মফিজ বলেছেন: পৃথিবীর নিয়মে সময় এগুতে থাকবে ।
সৃষ্টি এবং ধ্বংস এটা স্বাভাবিক ।
আমরা সবাই জানি বলে কেউই মাথা
ঘামাই না ।এখানে চলার জন্য যা কিছু
দরকার আমরা তাই করি ।
জন্ম মৃত্যু এখানে স্বাভাবিক ।

০৩ রা অক্টোবর, ২০১৮ দুপুর ২:২৫

রোকনুজ্জামান খান বলেছেন: কথা সত্য

৪| ০২ রা অক্টোবর, ২০১৮ রাত ৮:০১

রাজীব নুর বলেছেন: পড়লাম।
তবে এই লেখা আমার জীবন সামান্যও বদলাবে না।

৫| ০২ রা অক্টোবর, ২০১৮ রাত ৮:২৯

আকতার আর হোসাইন বলেছেন: Full
many a flower is born to blush
unseen/ And washed its
sweetness in the desert air .

৬| ০২ রা অক্টোবর, ২০১৮ রাত ৯:৩০

আরোগ্য বলেছেন: খুব সুন্দর লিখেছেন।

৭| ০২ রা অক্টোবর, ২০১৮ রাত ১০:২৮

উদাসী স্বপ্ন বলেছেন: তিনবার পড়লাম। পড়ার আগে চেয়ারে বইসা আছিলাম, পড়ার পর ঐ একই চেয়ারে চ্যাগাইয়া আছি। কিছু তো চেন্জ নাই

৮| ০২ রা অক্টোবর, ২০১৮ রাত ১০:৩৮

কলাবাগান১ বলেছেন: What is a Wright???????

৯| ০২ রা অক্টোবর, ২০১৮ রাত ১০:৪১

স্বপ্নডানা১২৩ বলেছেন: উদাসী স্বপ্ন বলেছেন: তিনবার পড়লাম। পড়ার আগে চেয়ারে বইসা আছিলাম, পড়ার পর ঐ একই চেয়ারে চ্যাগাইয়া আছি। কিছু তো চেন্জ নাই

=p~ =p~

১০| ০৩ রা অক্টোবর, ২০১৮ সকাল ১০:৪৯

আরজু পনি বলেছেন: আপনি ভালো লিখেছেন। আমরাই আসলে খারাপ হয়ে গেছি। তাই কিছুই বদলায় না :(

১১| ০৩ রা অক্টোবর, ২০১৮ দুপুর ২:৪১

মহসিন ৩১ বলেছেন: কি করেছি-- এটা সব জীবনেই প্রশ্নবোধক, এবং বৃহৎ পরিবেশে অব্যক্ত ; আমরা জানতে চাই আর মানতেও হচ্ছে তাই ; সমস্ত অসঙ্গতিকে সঙ্গী করেও । তাই বলে ভবিষ্যৎ জীবনের ভাবনা আগেই ভাবা অবশ্যই একটা 'বিশাল' সমস্যা--- সম্ভবত সামাজিক সমস্যা। উল্টো পথে জীবনকে বোঝা যায় না।---- সৃতি চারনের ঘুনেপোকেরা উপদ্রুত হবে না কোনোদিনই।

১২| ০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ৮:৪৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন: This Wright Might Change Your Life

May this will: This writ might change your life

১৩| ০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ৯:০৪

কলাবাগান১ বলেছেন: নূর মোহাম্মদ নূরু বলেছেন: This writ might change your life. Writ is law related word

No this is also wrong. The correct sentence should be
" This writing might change your life"

১৪| ০৫ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৯

তারেক ফাহিম বলেছেন: তবুও জিবন যাচ্ছে কেটে জিবনের নিয়মে।


সবি বুঝি, আমলে কয়জনে নি?


দুনিয়াতে আসার সিরিয়াল আছে, বিনা সিরিয়ালে, বিনা নোটিশে কখন সামনে এসে দাঁড়ায়।

১৫| ২২ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৩২

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আসলে জীবন কেটে যাচ্ছে জীবনের নিয়মে, কিন্তু আমাদের ধ্যান ধারনার পরিবর্তন হয় না, এটা কিছুটা ইচ্ছা করেই আমরা নিজেদেরকে পরিবর্তন করি না---যেমন অন্যকে খুঁচিয়ে কষ্ট দেয়া, চাকুরীতে ঘুষ নেয়া, অন্যের সম্পত্তি দখল আরো কত কি। হায়রে মানুষ !!! অথচ কখন যে আজরাইল এসে হাজির হবে তা কেউ বলতে পারে না ---- নিজেকে বদলাতে সময় লাগে না, শুধু দরকার একটু নিজেকে প্রশ্ন করা এবং এর উত্তর নিজে নিজেই খুঁজের বের করা--যে কাজটা আমি করছি তা কি ভাল করছি ! তা কি অন্যের জন্য ক্ষতির কারণ হচ্ছে ইত্যাদি !!!
যাইহোক পোস্টটির জন্য অনেক অনেক ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.