নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রেজা সিদ্দিক

রেজা সিদ্দিক › বিস্তারিত পোস্টঃ

কেমন আছেন (একটি অপ্রয়োজনীয় পোস্ট)?

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৭:৫২

যদি কেউ জিজ্ঞেস করে কেমন আছেন? তাহলে পূর্বাপর না ভেবে বলে দেই ভাল আছি বা আছি এক রকম। আসলে থাকা না থাকা কি আজকাল নিজের উপর নির্ভর করে? আমরা কি নিজেরা থাকি-(ভাল বা মন্দ) নাকি আমাদের কেউ রাখে (ভাল বা মন্দ)?

আসলে আমরা এখন আসলেই থাকি না- আমাদের কেউ কেউ রাখে- ভাল বা মন্দ। তাই এই কথা জিজ্ঞাসা করাও বোকামি যে কেমন আছেন? প্রশ্নটা করা উচিত- ভাই/বোন- বলেন তো কেমন রাখছে?

আর উত্তর হওয়া দরকার- ভাই- রাখছে ভাল বা মন্দ।

অবশ্য কেউ কেউ বলেন- এইতো আপনারা যেমন রাখছেন। আবার কেউ কেউ বলে আল্লায় যেমন রাখছেন।

অবশ্য সৃষ্টি কর্তা কাউকে খারাপ রাখতে পারেন না- তাই খারাপের দায় তার উপর না দেওয়াই ভাল- যেমন এখনকার ক্ষেত্রে উত্তর হওয়া উচিত- তেনারা (সরকার ও বিরোধী দল) যেমন রাখছে।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৭:৫৬

চাঁদগাজী বলেছেন:

কেমন আছেন?
-এখনো বোমায় পুড়িনি।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৩১

রেজা সিদ্দিক বলেছেন: দারুন উত্তর জনাব

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.