![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চ্যাপেল হিলে তিন মুসলিমকে হত্যা করা হলো।
যারা নিহত হলো- তারা মুসলিম
কিন্তু যে হত্যা করলো- তার ধর্মীয় পরিচয় কি?
সেটা কি প্রকাশ করা হলো?
কেন প্রকাশ করা হলো না বা বলা হলো না?
যদি ঘটনাটি এমন হতো তিনজনকে হত্যা করা হয়েছে-
এবং হত্যাকারী মুসলিম।
তাহলে শিরোনাম হতো:
এক মুসলিম হত্যা করেছে তিন জনকে।
আসলে গণমাধ্যমের সমস্যা এখানে-
তিন মুসলিম নিহত হয়েছেন এ কথা বলার সাথে সাথে--
উগ্রবাদী মুসলিম;দের উস্কে দেওয়া হলো
আর উগ্র হত্যাকারীর ধর্মীয় পরিচয় আড়াল করা হলো।
আসলে হত্যাকারীর পরিচয় হত্যাকারী।
সে মুসলিমকে হত্যা করুক বা অন্য ধর্মের কাউকে হত্যা করুক-
তাতে তার অপরাধ কমে না।
আসলে পাশ্চাত্যের দীর্ঘদিনের পরিকল্পনায় মুসলিম সম্প্রদায়ে উগ্রতাকে সৃষ্টি করা গেছে এবং উগ্রবাদের সংক্রমণ ঘটানো গেছে। এখনো যত খবর- সব কিছুর মধ্যে সাম্প্রদায়িকতার বীজ লুকিয়ে থাকে। এটা তারই নমুনা মাত্র।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৩৩
রেজা সিদ্দিক বলেছেন: ধন্যবাদ আপনাকে
২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৪৩
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: ভিন্ন চোখে দেখা- ভিন্নধর্মী বিশ্লেষণ
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৪৭
রেজা সিদ্দিক বলেছেন: নিজের কথাই বলেছি। যা মনে হয়েছে।
©somewhere in net ltd.
১|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:১৮
প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ