নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্নময় পথিক। দেখা, শোনা ও জানাগুলিকে ব্লগের পাতায় রেখে যেতে চাই।
ছবি:সংগৃহীত।
সাম্প্রতিক সময়ে বনানী অার পরীবাগে ধর্ষণকান্ডগুলিতে জড়িত অপরাধীদের সাথে তথাকথিত অভিনেত্রী-মডেলদের দহরম-মহরমের কথা উঠে এসেছে। পত্রিকাগুলি সংবাদ প্রকাশ করেছে এই ধর্ষকগুলি প্রতিষ্ঠিত ও নামকরা অভিনেত্রী থেকে শুরু করে উঠতি মডেলদের নিয়ে তিনি দেশ-বিদেশে ঘুরতেন। এরা বন্ধুদের সঙ্গে নিয়ে নিয়মিত ফ্লাটে রুমপার্টি করতেন। পার্টির আকর্ষণ বাড়াতে সেখানে শোবিজের মডেল ও অভিনেত্রীদের অনেকেই হাজির হতেন। এক ধর্ষক বাসা কিংবা হোটেলে এসব তথাকথিত অভিনেত্রী-মডেল সাপ্লাইয়ের কাজ করতো, আর এক ধর্ষক বাংলা সিনেমায় টাকা লগ্নি করেছে। এইসব ধর্ষককে যেমন বিচারের অাওতায় আনা হয়েছে তেমনি এসব তথাকথিত অভিনেত্রী-মডেলদের আয়ের হিসাব এবং উপার্জনের উৎসের খবর নেয়ার সময় এসেছে। এসব তথাকথিত অভিনেত্রী-মডেলগুলি টিভি-চলচ্চিত্রের পর্দায় অভিনয়ের নামে যেমন বিষ্ঠা ছড়িয়ে যায় তেমনি মাংসের ব্যবসা করে মিডিয়ায় কর্মরত অন্যান্য কলা-কুশলীদের সম্পর্কেও জনমনে বিরূপ ধারণা সৃষ্টি করছে।
১০ ই জুলাই, ২০১৭ সকাল ৯:১৭
র ম পারভেজ বলেছেন: একটু-আধটু কর্মেই যে অবস্থা!!!
২| ০৯ ই জুলাই, ২০১৭ রাত ১০:০৪
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: পোলা ত নয় যেন আগুনের (লুচ্ছার) গোলারে....
১০ ই জুলাই, ২০১৭ সকাল ৯:১৭
র ম পারভেজ বলেছেন: ভালো বলেছেন।
৩| ১০ ই জুলাই, ২০১৭ রাত ১২:৩৬
আধাপাগল বলেছেন:
১০ ই জুলাই, ২০১৭ সকাল ৯:১৯
র ম পারভেজ বলেছেন: শুধু হাঁসলেই হবে না, এসব অবক্ষয়ের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।
©somewhere in net ltd.
১| ০৯ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৫৯
গড়াই নদীর তীরে বলেছেন: বড়লোকদের পোলাপাইন একটু আধটু ওরকম হবেই!