নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাসেল মেহেদী পারভেজ। পরিচিত হতে: web.facebook.com/rmparves

র ম পারভেজ

স্বপ্নময় পথিক। দেখা, শোনা ও জানাগুলিকে ব্লগের পাতায় রেখে যেতে চাই।

র ম পারভেজ › বিস্তারিত পোস্টঃ

মাননীয় মন্ত্রীর নসিহত - ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতা দেশের ঐতিহ্য, নারীর অগ্রযাত্রা তুলে ধরবে!!!

৩১ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:০৭



২০১৮ সালের ১৮ নভেম্বর চীনের সানাইয়া শহরে ‘মিস ওয়ার্ল্ড’ এর ৬৬তম আসরটি অনুষ্ঠিত হবে। একটু দেখে নেয়া যাক এর ইতিহাস, মিস ওয়ার্ল্ড হচ্ছে পৃথিবীর সবচেয়ে পুরনো ও প্রধান আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতা। যুক্তরাজ্যের এরিক মোর্লে ১৯৫১ সালে এই প্রতিযোগিতাটির গোড়াপত্তন করেছেন ও অদ্যাবধি ধারাবাহিকভাবে বিশ্বের বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হয়ে আসছে। ২০০০ সালে এরিকের মৃত্যুর পর থেকে তাঁর স্ত্রী জুলিয়া মোর্লে প্রতিযোগিতার প্রধান হিসেবে দায়িত্বে নিয়োজিত আছেন।প্রতিযোগিতা আয়োজনকারী কর্তৃপক্ষ হিসেবে মিস ওয়ার্ল্ড অর্গানাইজেশন সুন্দরী প্রতিযোগিতার বিজয়ীকে পরবর্তী এক বছরের জন্য ভ্রমণ ও সংশ্লিষ্ট অন্যান্য ব্যয়ভার প্রদান করে থাকে।

এবার বাংলাদেশ থেকেও এই প্রতিযোগিতায় প্রতিনিধি পাঠানো হবে আর সেজন্য শুরু হচ্ছে ‘লাভেলো মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’। ‘লাভেলো মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় বিজয়ী যাবেন চীনের সানাইয়া শহরে ‘মিস ওয়ার্ল্ড’ এর ৬৬তম আসরে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে। এ উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, “এই প্রতিযোগিতা বাংলাদেশের জন্য অবশ্যই প্রাসঙ্গিক। মেধা, উৎকর্ষতা, মনন, পোশাকে নারীরা বাংলাদেশেরই প্রতিনিধিত্ব করবে, এতে কোনো অসুবিধা নাই। তারা দেশের ঐতিহ্য, নারীর অগ্রযাত্রার কথা তুলে ধরবে।”

নিচে একটি ছবি দিচ্ছি ‘মিস ওয়ার্ল্ড’ নির্বাচনের একটি পর্বের-


ছবি দেখেই বোঝা যাচ্ছে দেশের ঐতিহ্য, নারীর অগ্রযাত্রা কিরূপে পরিস্ফূট হবে। এদেশের নারীরা অফিস, কারখানা সব স্থানে পুরুষদের সাথে সমানতালে কাজ করছে; শিক্ষা-দীক্ষায় এগিয়ে যাচ্ছে। এসব অশ্লীল, মাংস ব্যবসার প্রতিযোগিতায় প্রতিনিধি পাঠিয়ে দেশের ঐতিহ্য, নারীর অগ্রযাত্রার কথা তুলে ধরতে হবে কেন সেটা অামার প্রশ্ন।

মন্তব্য ২৬ টি রেটিং +০/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ৩১ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:২৬

বারিধারা বলেছেন: ছাত্রলীগের নারী কর্মীদেরকে পাঠানো উচিত। তারা কি জিনিস ব্যবহার করে দেশের ভাবমূর্তিতে ফেয়ার এন্ড লাভ্লি মেখে উজ্জ্বল করে চলেছে, সেটা বিশ্ববাসীকে দেখানো উচিত।

৩১ শে জুলাই, ২০১৭ দুপুর ২:১০

র ম পারভেজ বলেছেন: X(( X(

২| ৩১ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:২৭

ধুতরার ফুল বলেছেন: লেপের একটা প্রতিযোগিতা হলে বাংলাদেশ হয় ২য় আর ভারত ১ম। মিস ওয়ার্ল্ড লাগবেই না।

৩১ শে জুলাই, ২০১৭ দুপুর ২:১১

র ম পারভেজ বলেছেন: :P =p~

৩| ৩১ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:২৮

সাখাওয়াত জুলফিকার বলেছেন: মন্ত্রী সাহেবের নিজের মেশিন এখন নিস্তেব। তাই বউয়ের সাথে কিছু করতে পারেনা। এখন যদি কচি কচি মেয়েদের বিকিনি পড়া দেহের ভাজ দেখে নিজের শরীরটাকে একটু জাগাতে পারে......

৩১ শে জুলাই, ২০১৭ দুপুর ২:১২

র ম পারভেজ বলেছেন: ;)

৪| ৩১ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:৪৮

ঢাকাবাসী বলেছেন: এই সুবাদেমন্ত্রী বাগাদুর একটু চাইনিজ স্বাদ পেতে পারেন!

৩১ শে জুলাই, ২০১৭ দুপুর ২:১২

র ম পারভেজ বলেছেন: ;)

৫| ৩১ শে জুলাই, ২০১৭ দুপুর ১:১০

বিজন রয় বলেছেন: বাংলাদেশের মতো ইসলামিক কান্ট্রিতে এসব ভাল দেখায় না।

জামাত, হেফাজত ও অন্যান্য ইসলামিস্টরা এই ইস্যুতে চুপ আছে কেন বুঝতে পারছি না।

৩১ শে জুলাই, ২০১৭ দুপুর ২:১৩

র ম পারভেজ বলেছেন: জামাত, হেফাজতের সাথে গোপন চুক্তি হইছে নাকি খোঁজ নেয়া দরকার!!!

৬| ৩১ শে জুলাই, ২০১৭ দুপুর ১:৪৯

কাউয়ার জাত বলেছেন:
ইনুর সেক্স উঠে গেছে। বুঝাই যাচ্ছে ভাদ্র মাস নিকটবর্তী। খচ্চরটারে সামনে পাইলে.........

৩১ শে জুলাই, ২০১৭ দুপুর ২:১৪

র ম পারভেজ বলেছেন: =p~ :P

৭| ৩১ শে জুলাই, ২০১৭ দুপুর ১:৫৩

মুচি বলেছেন: শহরের অনেক মেয়েই আজকাল হাফ প্যান্ট, হাতাকাটা গেঞ্জি, আঁটসাট পোষাক পড়ে ঘুরে বেড়াচ্ছে। তো বিদেশ-বিঁভূইয়ে যেয়ে তারা যদি বিকিনি পড়ে ঘুরে বেড়ায় তো আমাদের কি? যার ইচ্ছা যাবে, যার ইচ্ছা যাবে না। না জেনে তো আর কোন মেয়ে যাচ্ছে না। বাংলা সিনেমার নায়িকাদের অবস্থাই দেখুন না!!

এ নিয়ে অযথা বাক্যব্যয় করার মানে হয় না। যে পরিবারে ধর্মীয় ও বাঙালি সংস্কৃতি আছে, তারা নিশ্চয়ই এসবে যাবে না।

৩১ শে জুলাই, ২০১৭ দুপুর ২:১৬

র ম পারভেজ বলেছেন: অন্যায়-অবমাননাকর কার্যকলাপ সব-সময় নিন্দাযোগ্য।

৮| ৩১ শে জুলাই, ২০১৭ দুপুর ২:৪১

প্রোলার্ড বলেছেন: বিশ্বের সাথে তাল মিলিয়ে দেশ এগিয়ে যাচ্ছে , ভাবতে ভালই লাগছে।

৩১ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:২৫

র ম পারভেজ বলেছেন: :#)

৯| ৩১ শে জুলাই, ২০১৭ দুপুর ২:৪৯

লর্ড অফ দ্য ফ্লাইস বলেছেন: নায়লা নাইমের মতো আরো অনেক মেয়েই আছেন যারা সুযোগের অভাবে নিজেদের প্রতিভা বিকশিত করতে পারছে না। তাদের একটা গতি হবে। নুসরাত ফারিয়া, ছ্যাব্লা নূরেরা বহির্বিশ্বে বাংলাদেশের নারীদের প্রতিনিধিত্ব করবে ভাবতেই ভালো লাগছে।

৩১ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:২৫

র ম পারভেজ বলেছেন: :#)

১০| ৩১ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:২৮

রাজীব নুর বলেছেন: বাংলাদেশের কোনো মেয়ে যদি মিস ওয়াল্ড হয়- তাহলে আমাদের দেশের কি কি লাভ হবে?
চালের দাম কি কমবে?
রাস্তার জ্যাম কি কমবে?
ধর্ষণ কি কমবে?

৩১ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:২৭

র ম পারভেজ বলেছেন: :#) :D

১১| ৩১ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:৪২

ধুতরার ফুল বলেছেন: বেশ! চমৎকার পদক্ষেপ। :-P

০১ লা আগস্ট, ২০১৭ সকাল ১০:১১

র ম পারভেজ বলেছেন: :P

১২| ৩১ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:৪৪

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: দেশে গিনিপিগদের সংখ্যা আশংকা জনকভাবে বৃদ্ধি পাচ্ছে। এই গিনিপিগরা এই এখন ফ্রন্ট লাইনে আছে।

০১ লা আগস্ট, ২০১৭ সকাল ১০:১২

র ম পারভেজ বলেছেন: :-P

১৩| ০১ লা আগস্ট, ২০১৭ সকাল ৯:৪৯

রুহুল আমিন খান বলেছেন: বাংলাদেশে মিডিয়া এখন যারা আছে এবং আপকামিং যারা আসবে তাদের অনেকেই সতী সাবিত্রী হবে না সো মিডিয়াতে বিকিনী নাটক সিনেমায় বেড সীন এই সব সেক্টরে বেহুদা পিছিয়ে থাকার কোন মানে হয় না। অলরেডি র্যাম্প মডেলিং জগতে হাটুর উপরে মিনি স্কার্ট চলে আসছে। বিকিনী বাদ রেখে কি লাভ

০১ লা আগস্ট, ২০১৭ সকাল ১০:১২

র ম পারভেজ বলেছেন: X(( X(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.