![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
২| ০৭ ই নভেম্বর, ২০১৭ সকাল ৮:১০
রূপক বিধৌত সাধু বলেছেন: ৯, ১০ এবং ১২ নাম্বার চরণে মাত্রা নিয়ে গোল বাঁধলো মনে হয়। দেখে নেবেন। এমনিতে কবিতা ভালো লেগেছে!
০৭ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:৩২
রিয়াজ মাহমুদ শামীম বলেছেন: এত আন্তরিকতা নিয়ে কেউ পড়লে খুব খুব ভাল লাগে! অদ্যাক্ষর মিলিয়ে বার্তা দেওয়াতে বেশি ব্যস্ত ছিলাম কি? এখনো বুঝতে পারছিনা কিভাবে গোল বাধালাম! বুঝিয়ে দিলে আজীবন কৃতজ্ঞ থাকব! সাহায্যপ্রার্থী!
০৭ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:৩৫
রিয়াজ মাহমুদ শামীম বলেছেন: নাকি হস চিহ্ন ব্যবহার জরুরী ছিল?
৩| ০৭ ই নভেম্বর, ২০১৭ সকাল ৮:৪৫
এস,এম,মনিরুজ্জামান মিন্টু বলেছেন: মদন_লাল_ঘণ্টি, এসব কি?
০৭ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:৩৩
রিয়াজ মাহমুদ শামীম বলেছেন: আকুতি!!!!!
৪| ০৭ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:০৫
রাজীব নুর বলেছেন: সহজ সরল ভাষা'ই আমার কাছে ভালো লাগে।
০৭ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪১
রিয়াজ মাহমুদ শামীম বলেছেন: চেষ্টা করব! সত্যি!
৫| ০৮ ই নভেম্বর, ২০১৭ ভোর ৪:৩৪
মলাসইলমুইনা বলেছেন: বুঝি না বুঝি শিরোনাম গোল্লায় যাক ! কবিতা মহান -মানে খুব ভালো লেগেছে |
০৮ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪০
রিয়াজ মাহমুদ শামীম বলেছেন: সবগুলো লাইনের প্রথম অক্ষর এক করে দেখুন, আকুতি কাকে বলে!
৬| ০৮ ই নভেম্বর, ২০১৭ সকাল ৮:৫৪
রূপক বিধৌত সাধু বলেছেন: মোটামুটি ৮+৬ = ১৪ মাত্রার অক্ষরবৃত্ত ছন্দে লেখা এ কবিতাটা; উক্ত চরণগুলোতে মাত্রা ছাড়িয়ে গেছে। সব জায়গায় মাত্রা সংখ্যা সমান হলে কবিতাটা আরও আকর্ষণীয় হয়ে ওঠতো।
০৮ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৮
রিয়াজ মাহমুদ শামীম বলেছেন: 'চতুর্দশীর' কয় মাত্রা হিসেব করব? কিংবা উজ্জল? হয়ত জানার ভুল আছে আমার একটু শিখিয়ে দেয়া যাবে? বা 'জোছনাকে'?
গড়মিলের জায়গাটা দেখিয়ে দিলে খুবই খুবই উপকার হত। আমি সনেট এর চেষ্টা করেছিলাম। অন্তে ক খ ক খ ক খ ক খ ক ক গ ক ক গ চেষ্টায় ছিল। আর অদ্যাক্ষরের একটা দুষ্টামি মাথায় ছিল। শিখিয়ে দিলে উপকৃত হতাম।
৭| ০৮ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৩
মলাসইলমুইনা বলেছেন: গট ইট | বলিনি কবিতা মহান ? আবার বলতে হবে ? ওকে,বললাম তাহলে |
০৮ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫১
রিয়াজ মাহমুদ শামীম বলেছেন: আপনি দিন দিন আমার প্রিয় বন্ধু হয়ে যাচ্ছেন! 'জন্মদিনে'ও আপানার সাহায্য কৃতার্থ করেছে। কি বলে ধন্যবাদ জানাবো?
৮| ০৮ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৬
মলাসইলমুইনা বলেছেন: আমাকে কেমন করে ধন্যবাদ জানাবেন ? খুবই সোজা, লিখে লিখে |আপনার কবিতা ভালো লাগছে খুব |
©somewhere in net ltd.
১|
০৭ ই নভেম্বর, ২০১৭ সকাল ৭:১৪
ব্লগ সার্চম্যান বলেছেন: বাহ! বাহ! কি অসাধারন কবিতা।