| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রবি_জল
প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ। ধন্যবাদ সামু সাথে আছি বাঁধভাঙায়।
দেখেন রাজনীতির ধরন দেশ কাল বা পাত্র ভেদে কিন্তু ভিন্ন ভিন্ন হয়। তাই সুশীল দেশ তথা উন্নত দেশের কোন রাজনৈতিক দলের সাথে আমাদের দেশের তথা ভারতীয় উপমহাদেশের রাজনৈতিক দলের নেতাদের "রাজনীতির সংজ্ঞা "টাই ভিন্ন।আমাদের দেশের নেতাদের রাজনীতি হলো "ভোটের রাজনীতি"।এখানে ভোট যে দিক থেকে আসবে দেশ প্রেমও সে দিকেই যাবে। প্রমান ৯৬" এ ই দেখেছেন( জামাতের সাথে হাসিনার জোট)।তাই আবারো বলি আওয়ামীলীগের দেশ প্রেম ভোটাভোটি/ ইলেকশন কেন্দ্রিক দেশপ্রেম। প্রমান চান ? বলি- দেশ স্বাধীন হওয়ার আগেই ১৯৭০ খ্রিষ্টাব্দের নির্বাচনে শেখ মুজিবের নেতৃত্বাধীন আওয়ামী লীগ বিপুল বিজয় অর্জন করে। তথাপি তাকে সরকার গঠনের সুযোগ দেয়া হয় নি।
শেখ মুজিব সেদিন সরকার গঠন করতে না পারাতে পাকিস্তানের নতুন সরকার গঠন বিষয়ে তৎকালীন রাষ্ট্রপতি ইয়াহিয়া খান এবং পশ্চিম পাকিস্তানের রাজনীতিবিদ জুলফিকার আলী ভুট্টোর সাথে শেখ মুজিব আলোচনায় যায় আর সেই আলোচনাও বিফলে যায়। তার পরে তো আমরা সবাই জানিই যে ৭১ এ মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হয়ছে কিন্তু ৭০'র এ ইলেকশনে জিতেও ক্ষমতা না পাওয়াই ছিলো শেখ মুজিবের জন্য মঙ্গল , কারণ তখন ক্ষমতা পেলে সে আর বাঙ্গালির এত বড় প্রিয় নেতা হয়তে পারতো কিনা জানিনা কারণ ৭২-৭৪ সাল যারা দেখেছে তারাই ভাল বলতে পারবেন!! দেশ স্বাধীন হবার আগে যে দাবি দাওয়া ছিলো শেখ সাহেবের তার বেশিরভাগই ক্ষমতা আর ভোটের লক্ষে , আর তাই বলছিলাম যে বাঙ্গালীর রাজনীতিতে ভোট তথা ক্ষমতা একটা মধুর সমতুল্য এখানে নীতি কথা হয় ভোট দেখে। বি এন পি অংশ গ্রহন না করলেও হাসিনা বেইমান হয়ে ক্ষমতার লোভে ৮৬'র নির্বাচনে সৈরাচারের সাথে ভোটাভোটি করে !! আর বর্তমান আওয়ামীলীগও তাই দেশপ্রেম ভুলে এখন ভোটের ক্যালকুলেশনে নেমে দেখছে যে জামায়াতি ইসলাম আজ বাংলাদেশের একটি ভোট ব্যাংক, তাও লাইফটাইম সিকিওর্ড ব্যাংক।আর এই ভোট সব সময় এক একাউন্টেই জমা হবে, হোক সেটি কারেন্ট অথবা সেভিংস। ভোট যাবে এক সাথেই আর সেটিই এখন হাসিনার মাথা ব্যাথার কারণ।আদা জল খেয়ে লেগেছেন ভোট যাতে বি এন পি'র এ্যাকাউন্টে না যায় কারণ ভোট বি এন পিতে গেলেই হাসিনার ক্ষমতা পাওয়ার চান্স আর ইহলৌকিক পরলৌকিক কোন কালেই সম্ভাব্যতাই নাই । সারা জীবন গেল ক্ষমতার চিন্তায় জন সেবার সময় কই তার? তাই যেভাবেই হোক জামাতের ভোট আর বি এন পি তে সে যেতে দিবে না।
এখন বি এন পির নীতি নির্ধারকদেরও বুঝতে হবে যে জামাতের ভোট ব্যাংক এ্যাকাউন্ট আর সিকিউর্ড না, এটাকে গঙ্গাজল দিয়ে স্নান করিয়ে আর সরকারি কর দিয়ে কালো কাগজটাকে সাদা করিয়ে তবেই পকেটে রাখা যাবে। আর হ্যা, পকেটে না রাখলে হায়েনারা কিন্তু ক্ষমতায় গেল বলে ! তাই হায়েনাদের উল্লাস বন্ধ করে রাখতে হলে ধুঁয়ে মুছে জামাতকে পরিষ্কার হয়ে আসতে বলেন।কিভাবে আসবে সেটি তাদের মাথা ব্যাথা। তবে তারা আসুক নতুন হয়ে।না আসলে কিন্তু উপমহাদেশের রাজনীতির ফায়দা হাসিনাই পেল । আর আমরা সুশীল রাজনীতিতে অভ্যস্থ ও না।তাই তারা মাঠে থাকবেই।কিভাবে থাকবে তারাই জানে।
আর নতুন করে জেগে উঠার জন্য বি এন পি কে আজ শাহবাগের মত জায়গায় এক সাথে বাসার বড়ই প্রয়োজন, কেননা জনগন ঠিকই আজ জেগেছে তবে তাদের ভীত মনের ফুসে উঠা একটি দাবির সাথে অব্যক্ত আরো কয়টি দাবি ( শেয়ার,হলমার্ক- দূর্নীতি ছাত্রলীগের খুন,চাদাবাজি, হত্যা, ধর্ষন, গুম, পদ্মার আবুলের) দাবিগুলোও তুলে ধরতে বি এন পির সাপোর্ট আজ তরুনদেরকে সুশীল রাজনীতির সাথে পরিচয় করিয়ে দিতে পারতো। তারা পারত এই দুর্নীতিবাজ স্বৈরাচার সন্ত্রাসী সরকারকে উৎখাতে তরুণ সমাজকে সাহস যোগাতে। আর বি এন পি ই পারতো সেই শহিদ জিয়ার দেশ গড়ার সৈনিক তরুন সমাজকে সাথে নিয়ে স্বনির্ভর সোনার বাংলা গড়তে। তরুনরা চেয়ে আছে আজ তোমার দিকে - জেগে উঠো আবার বি এন পি...
শেয়ার,হলমার্ক- দূর্নীতি ছাত্রলীগের খুন,চাদাবাজি, হত্যা, ধর্ষন, গুম, পদ্মার আবুলের দুর্নীতি এই বিষয়গুলো অনুচ্চারিত রাখা হয়েছে শুধুই এই ফাঁসির রায়ের বাস্তবায়নের উদ্দেশ্যে। কিন্তু এক সময় না এক সময় তো কাউকে এগুলো বলতেই হবে। অতি দ্রুত রাজাকারদের ফাঁসির দাবী আদায় করে, বাকশালী সরকারের এই চাপা পড়া অপকর্মগুলো জনগণের সামনে তুলে ধরতে হবে।
তাই আবারো বলি -স্বনির্ভর সোনার বাংলা গড়তে, তরুনরা চেয়ে আছে আজ তোমার দিকে - জেগে উঠো আবার বি এন পি...
সব শেষে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচনের দাবি জোরদার করতে হবে।
বাংলাদেশ জিন্দাবাদ।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:১৯
রবি_জল বলেছেন: আ. লীগ ছাড়া বাকিরা শুধু লুট করে, আমার বেয়াই রাজাকার হলেও যুদ্ধাপরাধী নয়। -শেখ হাসিনা
এইটা বুঝেনতো?
২|
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:২৭
ধীবর বলেছেন: চমৎকার লিখেছেন। পুর্ণ সহমত এবং অবশ্যই ++++
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৪
রবি_জল বলেছেন: ধন্যবাদ ধীবর ভাই। তত্ত্বাবধায়ক নিয়ে হাসিনার পূর্ব মতামতটি আপনি নিশ্চয় জানেন
আর ইনিই এখন কার দেশপ্রেমিক হাসিনা।
৩|
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫১
কামরুল হাসান শািহ বলেছেন: বিএনপির ধীরে চলা নীতি অনেক সময় উপকারী হয়। এই শাহবাগ আন্দোলন নিয়াও তারা ধীরে চলা নীতি নিছে। প্রথমে ভুল মনে হইলেও আস্তে পরিস্কার হচ্ছে এ নীতিই ঠিক আছে। তবে আপনার মত আমিও চাই বিএনপি এবার নামুক
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৭
রবি_জল বলেছেন: ধন্যবাদ কামরুল ভাই।
৪|
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৯
পথহারা সৈকত বলেছেন: লেখক বলেছেন: আ. লীগ ছাড়া বাকিরা শুধু লুট করে, আমার বেয়াই রাজাকার হলেও যুদ্ধাপরাধী নয়। -শেখ হাসিনা
এইটা বুঝেনতো?
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১২
রবি_জল বলেছেন:
৫|
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৮
কালোপরী বলেছেন: হুম কথা সত্য
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৯
রবি_জল বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:০০
সাউন্ডবক্স বলেছেন: বিএনপি মনে হয় পুরাই শে।। তাদের কোনো আগামাথা মিয়া বুইঝা পাইতাসি না। তাদের পলিটিক্স তারাই ভাল বুঝে।