| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রবি_জল
প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ। ধন্যবাদ সামু সাথে আছি বাঁধভাঙায়।
এক পাল সুশীল সবাইরে বুঝ দেয় যে জামায়াতে ইসলাম আর ইসলাম এক না, মাইনা নিলাম। কিন্তু এই হারামির বাচ্চাগুলাই এখন সাধারণ মুসলমানদের জামাতে ইসলাম বানাচ্ছে। ৭১ টিভিতে কারওয়ান বাজারের রিপোর্টার জাহিদ বলে মুসল্লিদের মিছিল বের হইছে আর নিউজ রিডার চাপ দিয়ে সেইটারে বানায় জামাত শিবিরের মিছিল। কয়দিন পরে দেশে তোমাদের মত কয়েকটা সুশীল আবাল ছাড়া সবাইরেই জামাত শিবির মনে করবা।
এরা গ্রামের দরিদ্র পরিবারের সন্তান, তোমাদের মত লক্ষ লক্ষ টাকা খরচ করে ডাক্তার, ইঞ্জিনিয়ার হওয়ার সামর্থ্য ওদের নাই। হাফেজ-ওলামা হয়ে সমাজে একটু সম্মানের সাথে বাঁচাই তাদের লক্ষ্য।
তোমাদের মত কোটি টাকার বাড়ি, গাড়ির স্বপ্ন ওরা দেখেনা। ছেঁড়া পাঞ্জাবি গায়ে দিয়ে অভুক্ত পেটে জীবিকার সন্ধানে বের হয়। একটা মসজিদে নামে মাত্র বেতনে দু'বেলা নামাজ পড়ায়, আর ছোট বাচ্চাদের কোরআন শিক্ষা দেয়। খুব সৌভাগ্য হলে, তোমাদের মত বড় লোকের বাচ্চাদের ঘরে গিয়ে পড়ানোর সুযোগ মিলে। কলেজ পড়ুয়া প্রাইভেট টিউটর এর ডেটিং খরচ হিসেবে ৩০০০ টাকা দাও, আর ইসলামের খেদমত করা এই লোকটার দরিদ্র সংসার চালানোর জন্য ৩০০ টাকা দিতেও দ্বিধায় ভোগ।
নিজের জীবনের চেয়েও আল্লাহ-রাসুলের সম্মান অনেক বড় এদের কাছে। আজ তোমাদের নাস্তিক ভাই ওদের অনুভূতিতে আঘাত করেছে। নিজের ভাইয়ের দোষ ঢাকতে এই খোদাপ্রেমী মানুষগুলোকে জামাত শিবির বলে প্রচার করছ। ফেসবুকে স্ট্যাটাস দিয়া নিজেকে উদার মুসলিম দাবী করে অন্যদের বাহবা নাও।
কিন্তু মনে রেখ, তোমাদের মত লোককে দেখিয়ে স্ট্যাটাস দিয়ে এরা ফেসবুক থেকে ছাগু ডিলিট করে না। নিজেদের ঈমান, আকিদা দিয়ে বহু পূর্ব হতেই জামাত শিবিরকে ঘৃণা করে। আজ পার্টি করা, লিটনের ফ্ল্যাটে নিয়মিত গমনকারীরা এদের ধর্মানুভূতিকে উপেক্ষা করে জামাতি ট্যাগে আড়াল করতে চাইছ। এদের খুন করে, রাজীবকে শহীদ বানাও। কিন্তু মনে রেখ, এরা শেয়ার বাজার, পদ্মা সেতু বা বিশ্বজিতের জন্য আসেনি, ঈমানের দাবীতে এসেছে। ফেসবুকের পীরদের যুক্তি তর্ক এদের থামাতে পারবে না।
শাহবাগ আন্দোলনে সফলতা চাইলে এসব জঘন্য নাস্তিকদের বিচারের মুখোমুখি করুন এবং রাজীবকে শহীদ বানাতে তৎপর প্রধানমন্ত্রী ও তার চ্যালাদের থামান।
প্রথম আলো হতেই এদের বক্তব্য জেনে নিন;
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৮
রবি_জল বলেছেন: ভয়াবহ রকম মিডিয়া ক্যু চলছে!!!!
২|
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৬
মশিকুর বলেছেন:
সহমত।
হিন্দু, খ্রিস্টান, নাস্তিক বা অন্য কোন ধর্মের লোকজন আমাদের শত্রু না। আমদের শত্রু হল যারা ধর্ম নিয়ে রাজনীতি করে, নিজের স্বার্থে ধর্মকে ব্যবহার করে।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৯
রবি_জল বলেছেন: ধর্মে যাদের বিশ্বাস নেই তারাও ধর্ম নিয়েই রাজনীতি করে আজ।
৩|
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৫
ঘুমকাতুর বলেছেন: এদের জামাত কইয়া সুশীলরা ভুল করতাছে। এতে ক্ষতি ছাড়া লাভ হবে না
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৮
রবি_জল বলেছেন: ঘুমকাতুর বলেছেন: এদের জামাত কইয়া সুশীলরা ভুল করতাছে। এতে ক্ষতি ছাড়া লাভ হবে না
৪|
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮
বাংলাদেশি বাংগালী। বলেছেন: u r right
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৯
রবি_জল বলেছেন: ধন্যবাদ।
৫|
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৫
আরিফ১৯৭৮০০৭ বলেছেন: সহমত। সহমত। সহমত।সহমত।সহমত।
৬|
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৪৪
আশিকুর রহমান ১ বলেছেন: আমি এই ধরনের হলুদীয় সুচিল মিডিয়ার মুখ ভইরা মু*
©somewhere in net ltd.
১|
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: ভয়াবহ রকম মিডিয়া ক্যু চলছে!!!!
হলুদ ছেড়ে এখন রেড এলার্টে বসে আছে তারা চোখ বুঝে!!!!!!!!
কিন্তু সবাই তো আর অন্ধ না;
আর অন্ধ হলেই প্রলয় বন্ধ হয় না--