| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রবি_জল
প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ। ধন্যবাদ সামু সাথে আছি বাঁধভাঙায়।
বাল সরকারের অন্ধ সমর্থকদের মিথ্যাচারের আগে তরুণ ভাইদের বলছি নিচে কি লিখলাম একটু দেখেন।
খালেদা জিয়ার প্রেস ব্রিফিং এর মুল বক্তব্যগুলো আমি যেভাবে দেখলাম সেটা তুলে ধরলাম নিচেঃ
১। জনগণের ভোটে জেতা একটি সরকার কখনই তার জনগণের ওপর এমন বর্বর হামলা করতে পারেনা।দেশে আইন আছে বিচার আছে, নির্বিচারে গুলি কেন? এমনটা স্বৈরাচার এরশাদও করতে সাহস পাননি।তাই এই হত্যা গণহত্যার শামিল।
২। গোটা জাতিকে আজ বিভক্ত করে ফেলা হয়েছে। দেশের বিপুল সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্ম পবিত্র ইসলাম এবং আমাদের মহান স্বাধীনতাকে আজ পরিকল্পিতভাবে প্রতিপক্ষ বানিয়ে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। ইসলাম এবং স্বাধীনতায় কোনো বিরোধ নেই। কুচক্রি মহল পবিত্র ইসলাম, মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর বিরুদ্ধে নোংরা কুৎসা রটনায় লিপ্ত , ধর্মপ্রাণ মানুষ এর বিরুদ্ধে যখন শান্তিপূর্ণ পন্থায় প্রতিবাদ জানাবার উদ্যোগ নিয়েছে, অপরাধীদের সনাক্ত করে বিচারের দাবি তুলেছে তখন সরকার তাদের উপর চালিয়েছে নির্মম হত্যাযজ্ঞ। শুধু তাই নয়, এইসব ধর্মপ্রাণ সাধারণ মানুষকে স্বাধীনতা বিরোধী, যুদ্ধাপরাধী ও তাদের দোসর হিসাবে চিহ্নিত করে সীমাহীন জুলুম-নির্যাতন চালাচ্ছে।
৩। সরকার বিভিন্ন ব্যাংক, বীমা, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুরে উৎসাহিত করছে। এসব তৎপরতার মাধ্যমে আমাদের জনজীবনে শান্তি, স্থিতিশীলতা ও জাতীয় অর্থনীতিকে যারা নৈরাজ্যের দিকে ঠেলে দিচ্ছে সরকার তাদেরকে বাঁধা দেওয়ার পরিবর্তে সার্বিক সহযোগিতা করে যাচ্ছে। সরকারের মন্ত্রীরা তাদের কাছে গিয়ে এসব কর্মকাণ্ডে সমর্থন যোগাচ্ছে।
৪। বিচারের ট্র্যাইবুনাল গঠন, বিচারক নিয়োগ, প্রসিকিউশন গঠন, তদন্ত পরিচালনা ও আইনজীবী নিয়োগ সবকিছুই এই সরকার করেছে।তার পরেও জনগণ কেন ট্রাইব্যুনালের রায়ে খুশি না? প্রশ্নবিদ্ধ কোনো বিচার জাতিকে ঐক্যবদ্ধ করার বদলে বিভক্তির দিকেই ঠেলে দিতে পারে।কাজেই এব্যাপারে একটি জাতীয় ঐক্যমত গঠন খুবই প্রয়োজন ছিলো।
৫। জনগণের গণতান্ত্রিক আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করার হীন উদ্দেশ্যে সরকার ইতিমধ্যেই পরিকল্পিতভাবে ধর্মীয় সংখ্যালঘুদের বাড়ি-ঘরে আক্রমণ চালিয়ে দেশে বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি ধ্বংসের অপচেষ্টা চালাচ্ছে। এর আগেও এরা একই উদ্দেশ্যে শান্তিপ্রিয় বৌদ্ধধর্মাবলম্বীদের উপরও হামলা চালিয়েছিল।
৬। নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের গণদাবি, জাতীয় সংকট এবং তাদের সীমাহীন ব্যর্থতা ও দুর্নীতি থেকে জনগণের দৃষ্টিকে ভিন্নখাতে প্রবাহিত করার অসৎ উদ্দেশ্যে তারা দেশকে চরম অনিশ্চয়তা ও অস্থিতিশীলতার দিকে ঠেলে দিচ্ছে। গুম, খুন, সন্ত্রাস, গণহত্যা, হামলা-মামলা ও মিথ্যাচারের আশ্রয় গ্রহণ করেছে।ছলে-বলে-কলে-কৌশলে প্রচার মাধ্যমকে নিয়ন্ত্রণ করে এরা প্রকৃত জনমতকে আড়াল করতে চাইছে।
৭। জাতিকে বিভক্ত করে সংঘাতের পথে ঠেলে দিয়ে এবং নিজের দেশের নাগরিকদের ওপর বর্বর হত্যাকা- চালিয়ে এই সরকার ক্ষমতায় থাকার সকল নৈতিক অধিকার হারিয়ে ফেলেছে। তারা ক্ষমতায় থাকলে দেশ আরো ভয়ংকর বিপর্যয়ে দিকে ধাবিত হবে। সে কারণে আমরা অনতিবিলম্বে এই রক্তপিপাসু খুনী সরকারের পদত্যাগ দাবি করছি।
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
@
@
হাম্বাদের বলি সেতো সাইদির ফাঁসির বিপক্ষে বা জামাতের বিশৃঙ্খলা কারিদের পক্ষে কিছু বলে নাই।সে বলছে নিরীহ আন্দোলনকারী ইসলামি দলগুলার কথা যাদেরকে খামোখাই স্বাধীনতা বিরোধী বইল্লা পুলিশ পিঠাইতাছে।নিজ বাড়িতে গৃহবধূকে পর্যন্ত গুলি করে হত্যা করা হয়েছে। সেও কি স্বাধীনতা বিরোধী ??? আর সেই মহিলার নিশ্চয় দাড়িও ছিল না !!! এই নোংরা খেলা বন্ধ করেন। কাওরে ফাঁসি দিতে মন চাইলে ধইরা ট্রাইব্যুনালে নিয়া যান, রাস্তাই পুলিশ দিয়া গুলি করাইয়েন্না! এটা গণহত্যাই !!!!!!!! এরেই কই গণহত্যা ।
বাংলাদেশ জিন্দাবাদ। ( রবি জল)
০১ লা মার্চ, ২০১৩ রাত ৮:৪৪
রবি_জল বলেছেন: আসুক বাট ইস্যু দিয়ে না যেই ইস্যুতে মানুষ মরে।
২|
০১ লা মার্চ, ২০১৩ রাত ৮:৩৯
আলুমিয়া বলেছেন: তুই রাজাকারের চামচা।
০১ লা মার্চ, ২০১৩ রাত ৮:৪৬
রবি_জল বলেছেন: নিকের বয়স আগে তাই ছাইড়া দিলাম নেক্সট টাইম।
৩|
০১ লা মার্চ, ২০১৩ রাত ৮:৪০
আখিলিস বলেছেন: চাইলে তোমার প্রতিটি পয়েন্টের উত্তর দিতে পারতাম কিন্তু ভাবলাম দিয়ে কোনও লাভ নাই - কারণ তোমাদের মগজ অনেক আগেই মেশিন আব্বাদের কাছে বেচে দিছ। ম্যাডাম আজকে প্রমাণ করেছেন তিনি জামাতের আমীর হবার যোগ্য। সামনের ইলেকশনে দেখবা তোমাদের রাজাকার আব্বাদের কি অবস্থা হয়!
০১ লা মার্চ, ২০১৩ রাত ৮:৪৯
রবি_জল বলেছেন: প্রতিটি পয়েন্টের উত্তর না দিয়ে তুই আর কোন কথা কবি না যা ভাগ।
গালাগালি মেইন নিকে কর।
৪|
০১ লা মার্চ, ২০১৩ রাত ৮:৪২
পীর বাবা বল িছ বলেছেন: BNP নামতে নামতে এত নেমেছে, যে এরপর আর নামার জায়গা নাই। BNP-জামাতের নতুন নাম হওয়া উচিত "ঐক্যবদ্ধ জামাতে ইসলাম"। এখন পরিস্কার এদের কাছে "জনগণ নয়, বন্দুকই সকল ক্ষমতার উতস"।
০১ লা মার্চ, ২০১৩ রাত ৮:৫২
রবি_জল বলেছেন: কই একটা বন্ধুক ওতো দেখলাম না ! বি এন পি সহিংস রাজনীতি করেনা এটাই কি দুষ ?
৫|
০১ লা মার্চ, ২০১৩ রাত ৮:৪৫
নায়করাজ বলেছেন: জামাতকে ১৮ দল থিকা বাদ দিয়া তারপর কথা বলতে বলেন।
০১ লা মার্চ, ২০১৩ রাত ৮:৫৪
রবি_জল বলেছেন: জামাতের কেউ আর আছে নাকি ? সবইতো জেলে। এমনি এমনি ই বাদ যাবেনে।
তয় হাসিনা কেন আইন করে বাদ দেয় না???
৬|
০১ লা মার্চ, ২০১৩ রাত ৮:৪৫
বিষক্ষয় বলেছেন: awami league to ar power emne emne sarbo na. so BNP chaitase emon ekta situation hok jeno armi ase, jeita gotobar awami league korsilo. ar ei bar armi aile BDR-er 52 dead army officer-er jhal awami leaguer upor jhara hobe
০১ লা মার্চ, ২০১৩ রাত ৮:৫৫
রবি_জল বলেছেন: মনে হয় না।
৭|
০১ লা মার্চ, ২০১৩ রাত ৮:৪৭
এস আর সজল বলেছেন: গোলাপি বানুঃ "ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা
ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা ম্যা । ম্যাশিন ম্যাশিন এভাবে নষ্ট হতে পারে না। মঙ্গলবার হরতাল।"
০১ লা মার্চ, ২০১৩ রাত ৮:৫৬
রবি_জল বলেছেন: কান্দোস কা ? ফিটার খা যা
৮|
০১ লা মার্চ, ২০১৩ রাত ৮:৪৮
অপু ওপি বলেছেন: ভাই আপনি টুইটার আসেন, সুন্দর ব্লগ হয়েছে
০১ লা মার্চ, ২০১৩ রাত ৮:৫৬
রবি_জল বলেছেন: সামু কি দুষ করলো?
৯|
০১ লা মার্চ, ২০১৩ রাত ৮:৪৮
ভাঙ্গাচুরা যন্ত্রপাতি বলেছেন: মনের আনন্দে আবোল তাবোল নয়ছয় বুঝ দিয়া যা ইচ্ছা বলে যান কোন সমস্যা নাই। মাহমুদুর রহমান কথা বলতে পারলে আপনারা কেন পারবেন না? যা খুশী বলে যান, কোন সমস্যা নাই। যা হান্দানির আজকে খালেদা জিয়াই হান্দাইয়া দিছে, হান্দানির আর বাকি কিছু নাই।
০১ লা মার্চ, ২০১৩ রাত ৮:৫৮
রবি_জল বলেছেন: ভাইরে সে কি ভুল টা বলছে? ঝালতো খালি একটাই যে সে কেন জামাত ছাড়ে না? তাই না?
এখন আমিওতো কই হাসিনা কেন জামাত নিষিদ্ধ করেনাই ৪ বছরেও ????
১০|
০১ লা মার্চ, ২০১৩ রাত ৮:৫১
যেড ফ্রম এ বলেছেন: মহান নেত্রী বেগম খালেদা জিয়া বিএনপিকে জামাতে বিলীন করে ছাড়বেনই ইনশাল্লাহ্!
০১ লা মার্চ, ২০১৩ রাত ৯:০০
রবি_জল বলেছেন: আর হাসিনাও জামাতকে টিকিয়ে রাখবেন " বলেন নাউজুবিল্লাহ"
১১|
০১ লা মার্চ, ২০১৩ রাত ৮:৫৪
কালীদাস বলেছেন: পয়েন্টগুলা সত্যি হইলে, এগুলা একটাও তো আজকে নতুন না গত চাইর বছরে। প্রতিবাদে এতদিন হরতাল না দিয়া সাঈদীর রায়ের পরেরদিন হরতাল দেয়ার কারনটা কি? আর জাতিরে কোনদিক দিয়া বিভক্ত করছে? যুদ্ধাপরাধীর বিচার প্রসংগে তো নাকি? তাইলে বিএনপির দৃষ্টিভংগী কোনটা??
মনে হইতাছে হুদাই কমেন্ট কইরা টাইমপাস করলাম
০১ লা মার্চ, ২০১৩ রাত ৯:০৯
রবি_জল বলেছেন: না টাইম পাস করেন নাই। আপনি খেয়াল করে দেখেন বি এন পি চাইলে এর বিরোধিতা করে মিটিং মিছিল করে সারা দেশে জ্বলাও পুড়াও করতে পারতো বাট তারাও চাই বিচার হোক।তাই চুপ । যা করার সরকার করুক। বাট এখন সরকারই চান্স দিলো এই ধরনের হামলা ইমাম মুসল্লিদের উপর করে যাতে বি এন পি মাঠে নামুক আবার।
এখন বলেন সরকার তথা পুলিশ কেন ধৈর্যশীল হচ্ছেনা এখন? বি এন পি তো চুপই ছিলো মাঠে নামাইতেছে কারা? কি দরকার সাধারন মুসল্লিদের উপর পুলিশি হামলার? জামাতিদের বাড়ি বাড়ি গিয়া ধর। ধরে জেলে ভর, তা না শুধু শুধু পুলিশ দিয়ে উস্কানি।
১২|
০১ লা মার্চ, ২০১৩ রাত ৯:০৩
বাংলা আমার প্রাণ বলেছেন: চমৎকার লিখেছেন। অন্ধদের অন্ধ উল্লাস দেখে মানে হচ্ছে দেশকে তার ধ্বংস করেই ছাড়ব। গুটি কয়েক অন্ধ বিশ্বাসীদের মোকাবেলায় আমাদের সবাইকে সাহসের সাথে জবাব দিতে হবে।
০২ রা মার্চ, ২০১৩ সকাল ৮:০৮
রবি_জল বলেছেন: দেশ আর ধ্বংসের বাকি কি? হাম্বা ছাগু মিল্লা দেশ খাইলো গিল্লা!
১৩|
০১ লা মার্চ, ২০১৩ রাত ৯:০৪
saamok বলেছেন: সাঈদীর বিরুদ্ধে ২ টি হত্যার অভিযোগ প্রমানিত হওয়া তাকে মৃতু্যদণ্ড দেওয়া হয়ছে। এর আগে কাদের মোল্লার বিরুদ্ধে ৩৪৪ জনকে হত্যার অভিযোগ প্রমানিত হয়েছে। এ প্রমাণের কথা বলেছেন ট্রাইবু্যনাল। তার পরেও কেন তাকে মৃতু্যদণ্ড দেওয়া হলো না? This is Aamulg politics.
০২ রা মার্চ, ২০১৩ সকাল ৮:১১
রবি_জল বলেছেন: শুনছি ৭১ এ কাদের মোল্লার নাকি হাসিনার বেয়াইর সাথে বেশ খাতির ছিল, তাই হয়তো তারেও হাসিনা নিজের বেয়াই মনে করছে !!!!
ফাঁসি কেমনে দিবো কন?
১৪|
০১ লা মার্চ, ২০১৩ রাত ৯:০৭
দিকভ্রান্ত*পথিক বলেছেন: এতোদিন পারশিয়ালি ছাগ্লামি করা বিএনপি আজ হার্ডকোঁড় ছাগিয়তাবাদ হিসেবে আত্মপ্রকাশ করল মাত্র। অর্থের মূল উৎস যে জামায়াত! নুন খেয়ে গুন না গাহিলে কেমনে কি?
সন্ত্রাসীরা হামলা করলে পুলিশ ওদের সাথে সফট পর্ণ খেলবে ভাবলে কিছুই করার নাই। সরকার খারাপ, আপনাদের মস্তিষ্ক উর্বর।
০২ রা মার্চ, ২০১৩ সকাল ১০:২৮
রবি_জল বলেছেন: "সন্ত্রাসীরা হামলা করলে পুলিশ ওদের সাথে সফট পর্ণ খেলবে ভাবলে কিছুই করার নাই।"
তাইলে বিশ্বজিতেরে হাম্বা সন্ত্রাসিরা যখন চাপাতি দিয়া কুপাইতেছিল পুলিশ কি তখন হার্ড পর্ন সানি লেওনি দেখতাছিল ??????
নাকি হাম্বা সন্ত্রাসিরা পুলিশের আব্বা লাগে?
১৫|
০১ লা মার্চ, ২০১৩ রাত ৯:০৯
মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: পুলিশ নির্বিচারে মানুষ মারছে ?????????
দেশে থাকেন তো,নাকি পাকিস্তানে থাকেন ???
০২ রা মার্চ, ২০১৩ সকাল ১১:১৩
রবি_জল বলেছেন: কথাই কথাই ফাকিস্তান জপেন কা? ফাকিস্তানে কি বইন বিয়া দিছেন নি যে দেখলেই দুলাভাইয়ের খুঁজ নিতে চান?
পুলিশ না খালি পুলিশের লগে হাম্বালীগও রাস্তাই। যারে মারতে চান ধইরা লইয়া কোর্টে দেন বিচার করেন।এটা স্বাধীন দেশ।
১৬|
০১ লা মার্চ, ২০১৩ রাত ৯:১০
শিরোনাম বলেছেন: আপনার পোস্টের সাথে সহমত জানাচ্ছি।
মন্তব্যের জবাব গুলোও সেইরকম।
মাননীয় বিরোধীদলীয় নেত্রী নতুন প্রজন্মের একজন বিবেকবান জাতীয়তাবাদী সৈনিক হিসাবে আপনার আজকের অবস্থানের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করলাম
০২ রা মার্চ, ২০১৩ সকাল ১১:৪৮
রবি_জল বলেছেন: যেমন লীগ তেমন ধীক !
১৭|
০১ লা মার্চ, ২০১৩ রাত ৯:১৩
ত্রাহী বলেছেন:
আজকে বিএনপির অনেক উপদেষ্টার আবির্ভাব হইছে। হেতারা নাকি বিএনপির ভোট দিত। কিন্তু আজকে খালেদা জিয়া গনহত্যার বিপক্ষে কথা বলায় রাগ করছে।
একটা কথা নিশ্চিত বলতে পারি.. পুলিশ বাম আর রাম ছাড়া সরকারের পক্ষে আর কেও নেই। খালেদা জিয়া প্রথমবারের মত সঠিক সিদ্ধান্ত নিতে পেরেছেন।
০২ রা মার্চ, ২০১৩ সকাল ১১:৫১
রবি_জল বলেছেন: বিএনপি ধ্বংস হয়ে গেলে লীগের লোকজনদের খুশীতে বিরিয়ানী খাওয়ার কথা...সেইখানে তারা সবাই হায় আপচুস কইরা ব্লগ-ফেসবুক মাতাইতেছে ক্যান সেইটা একটা গভীর চিন্তার বিষয়... (রাহাত খান)
১৮|
০১ লা মার্চ, ২০১৩ রাত ৯:২৪
মন্তব্যকারী বলেছেন: ১। তিনি বলেছেন, মানবতার বিরুদ্ধে অপরাধের বিচার আমরা চাই। ২বার প্রধানমন্ত্রী হয়েও তো বিচার করলেন না।
২।কাল যে মন্দির পুড়লো, সে সম্পর্কে তো তিনি কিছু বললেন না।
.
.
.
০২ রা মার্চ, ২০১৩ সকাল ১১:৫২
রবি_জল বলেছেন: দেখুন নিচে :
৫। জনগণের গণতান্ত্রিক আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করার হীন উদ্দেশ্যে সরকার ইতিমধ্যেই পরিকল্পিতভাবে ধর্মীয় সংখ্যালঘুদের বাড়ি-ঘরে আক্রমণ চালিয়ে দেশে বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি ধ্বংসের অপচেষ্টা চালাচ্ছে। এর আগেও এরা একই উদ্দেশ্যে শান্তিপ্রিয় বৌদ্ধধর্মাবলম্বীদের উপরও হামলা চালিয়েছিল।
১৯|
০১ লা মার্চ, ২০১৩ রাত ৯:৩৪
ধ্রুব মহাকাল বলেছেন: আম্বা লীগ আর ভাঁড়তের দালালেরা এখন বিএনপির শুভাখানকী সাজছে ।খালেদা জিয়া ও বিএনপি এর সময়োপযোগী সিদ্ধান্তকে স্বাগত জানাই । বাংলাদেশ জিন্দাবাদ ।
আদা ভাদা রাজাকার
এই মুহুর্তে বাংলা ছাড় ।।
০২ রা মার্চ, ২০১৩ দুপুর ১২:০৩
রবি_জল বলেছেন: বিডি আইডল বলেছেন: বিএনপি ধ্বংস হয়ে গেলে লীগের লোকজনদের খুশীতে বিরিয়ানী খাওয়ার কথা...সেইখানে তারা সবাই হায় আপচুস কইরা ব্লগ-ফেসবুক মাতাইতেছে ক্যান সেইটা একটা গভীর চিন্তার বিষয়.
২০|
০১ লা মার্চ, ২০১৩ রাত ৯:৪১
পিওর গাধা বলেছেন: অনেকের কমেন্ট দেখে মনে হচ্ছে মুক্তি যুদ্ধ যেন কারো বাবার সম্পত্তি।
০২ রা মার্চ, ২০১৩ দুপুর ১২:০৪
রবি_জল বলেছেন: রক্ত দিয়ে কেনা এই মুক্তিযুদ্ধ কারো বাপের একার না
২১|
০১ লা মার্চ, ২০১৩ রাত ৯:৪১
পিওর গাধা বলেছেন: অনেকের কমেন্ট দেখে মনে হচ্ছে মুক্তি যুদ্ধ যেন কারো বাবার সম্পত্তি।
০২ রা মার্চ, ২০১৩ দুপুর ১২:০৪
রবি_জল বলেছেন: রক্ত দিয়ে কেনা এই মুক্তিযুদ্ধ কারো বাপের একার না
২২|
০১ লা মার্চ, ২০১৩ রাত ১০:৫১
ঘুমকাতুর বলেছেন: একটা বক্তব্যরে যে যেভাবে ইচ্ছা দেখতে পারে। যার যেদিকে সূখ আরকি। কথায় আছে কারো সুখ গোদে কারো সূখ পোে ।
উপরে একজন দিন দুনিয়া সম্পর্কে অজ্ঞ প্রিয় ব্লগার দেখলাম বলছেন সাঈদীর রায়ের পরেরদিন হরতাল দেয়ার কারনটা কি?
এই প্রশ্ন করে বড় ভাই বড়ই বিনোদন দিলেন। বিএনপির হরতাল ৫ তারিখ। এখন কথা হইলো মেশিনম্যান সাঈদীর রায় দেয়া হয়ে গেছে, নাকি আবার ৪ তারিখে নতুন রায় দেওয়া হবে? বিএনপির বিরোধাতার জন্য বিরোধীতা হইলে কথা নাই। তখন যুক্তির প্রয়োজন পড়ে না।
০২ রা মার্চ, ২০১৩ দুপুর ১২:০৬
রবি_জল বলেছেন: হরতাল আওয়ামীলীগ যা দিছে তার আধাও বি এন পি দেই নাই।
২৩|
০১ লা মার্চ, ২০১৩ রাত ১১:০৯
কালীদাস বলেছেন: @ঘুমকাতুর : নাম ধইড়া কালীদাস বললে কোন সমস্যা ছিলনা, পিছন থিকা ছুরি মারার অভ্যাস আমার নাই। আমি পাঁচ তারিখের কথা বলি নাই, বলছি রায়ের পরেরদিন হরতাল ডিক্লায়ার দেয়ার কথা। আপনি বুঝতে কিছুটা ভুল করছেন। আর আমার ব্লগিং ক্যারেক্টার সম্ভবত দেখেন নাই কখনো- আমি এন্টি জামাতি কিন্তু লীগার না!! কারো বিরোধিতা করার ঠেকা আমার পড়ে নাই।
২৪|
০১ লা মার্চ, ২০১৩ রাত ১১:১১
বিডি আইডল বলেছেন: বিএনপি ধ্বংস হয়ে গেলে লীগের লোকজনদের খুশীতে বিরিয়ানী খাওয়ার কথা...সেইখানে তারা সবাই হায় আপচুস কইরা ব্লগ-ফেসবুক মাতাইতেছে ক্যান সেইটা একটা গভীর চিন্তার বিষয়.
০২ রা মার্চ, ২০১৩ দুপুর ১২:০৮
রবি_জল বলেছেন: comment of the year....
২৫|
০১ লা মার্চ, ২০১৩ রাত ১১:২৩
ভুল উচ্ছাস বলেছেন: হায় হায়রে আমারে ধর বি এন পি তো বিলীন হইয়া জাইবেক জামায়াতের মধ্যে, আহারে, দুস্ক পাইলাম, দেশে একমাত্র দল হিসেবে লীগের আবির্ভাব এখন সময়ের ব্যাপার মাত্র। এই দেখেন আমিও ঠিক করছি লীগে যোগ দিমু। কি আর করা সেঞ্চুরী মানিক আমার আইডল।
০২ রা মার্চ, ২০১৩ দুপুর ১২:১৩
রবি_জল বলেছেন: আর দরবেশ বাবা, সুরন্জিত, দেশপ্রেমিক আবুল ? হেতেরা কি দুষ করলো? তাগোরেও বাংলার আইডল বানানোর জোর দাবি নিয়া শাহবাগ যান।
২৬|
০১ লা মার্চ, ২০১৩ রাত ১১:৩৪
ঘুমকাতুর বলেছেন: @কালীদাস আপনারে জানি বলেই সম্মান করে নাম নিলাম না
অন্য কারো কথাও হিসাবে নিই নাই। আপনারে বিএনপির রায়ের পর দিন হরতাল ডিক্লায়ার করা নিয়া কিচ্ছু বলার আগে আপনার কছে জানতে চাই গত শুক্রবার ও রবিবার যে ১২টি ইসলামি ও সমমনা দল প্রতিবাদ করছে তা আপনে কোন দৃষ্টিতে দেখেন? যদি বলেন ঐটা জামাত শিবিরের কাজ তাইলে আপনারে কিচ্ছু বলে লাভ নাই। আর যদি বলেন না ঐটা ১২টি ইসলামি ও সমমনা দলের কাজ এবং জামাতও ষেখানে ছিলো তাইলে আমি বলবো সেই দিন যে হত্যাকান্ড ঘটেছে তার প্রতিবাদে কি বিএনপি হরতাল ডাকতে পারে? যদি পারে তবে তা কোন দিন ডাকলো সেইটা তো বিষয় হওয়ার কথা না।
০২ রা মার্চ, ২০১৩ দুপুর ১২:১৫
রবি_জল বলেছেন: @ কালীদাস
২৭|
০১ লা মার্চ, ২০১৩ রাত ১১:৪৩
রামন বলেছেন:
আইডল ভাই@
রাজনৈতিকভাবে সচেতন কোনো ব্যক্তি রাজনীতির স্বার্থে বি এন পির মত বিরোধীদলের ধ্বংস চায় না। কিন্তু দলের শীর্ষ পদে আসীন খালেদা নিজেই বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়ে দলের সর্বনাশ ডেকে আনছেন। আজ তার বক্তব্যে প্রমান হয়েছে স্বাধীনতা যুদ্ধে আত্মত্যাগকারীদের জন্য তার বিন্দুমাত্র শ্রদ্ধা নাই। যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধীদের সর্বোচ্চ শাস্তি আদায়ের জন্য যারা ঐক্যবদ্ধ হয়েছেন তাদেরকে তিনি নাস্তিক ও কাফের বলে আখ্যায়িত করেছেন। এই দলে নিবেদিত কর্মীদের বুঝা উচিত খালেদার অদুরদর্শীতা ও বিবেক বর্জিত কর্মকান্ডের কারণে দলটি জনগনের কাছ থেকে বিচ্ছিন্ন হতে চলছে।
০২ রা মার্চ, ২০১৩ দুপুর ১২:২৮
রবি_জল বলেছেন:
কেন? কেন?
২৮|
০১ লা মার্চ, ২০১৩ রাত ১১:৪৬
কালীদাস বলেছেন:
@ঘুমকাতুর: আমি আগেই বলছি বিরোধিতা করার ঠেকা আমার নাই। আমি পোস্টের লেখকরে প্রশ্ন রাখছিলাম এই পারপাস হরতাল দিলে আগে আরো অনেকবার দেওয়া যাইত। আর শুক্রবার রবিবার বাকি ইসলামি দলগুলারে জামায়েত উসকানি দিছে এই ব্যাপারে আমার কোন ডাউট নাই। জামায়েত নিজেও দাবি করছে যে ৫৫জন মারা গেছে তার মধ্যে ৪৩ জন জামায়েত কর্মী। এখন এরা সবাই সাধারণ মানুষ হয়া গেল কেমনে?!
সেক্ষেত্রে বিএনপি এদের জন্য নীরব অবস্হান থেকে হঠাৎ সরে আসল কেন? শাহাবাগ নিয়ে নীরবতাটা খারাপ ছিল না আমার চোখে!! ঢাকা ভার্সিটির পরিচিত অনেক ছাত্রদল নেতা এই ব্যাপারে ক্ষুব্ধ ছিল, তাও মেনে নিয়েছিল। আজকে তাদেরই অনেককে দেখলাম এই প্রশ্নে আমার কথাগুলোই বলল!!
০২ রা মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৪
রবি_জল বলেছেন: আপনারা ২-৩ দিনের হরতালে বেশ চিন্তিত হয়ে পড়েন বাট নির্বিচারে কোন মিছিল দেখলেই গুলি করে মানুষ মারা নিয়ে একটুও চিন্তিত না ! অবাক!! আর তাইলেতো ইজরাইলের হামলাও সঠিক কারন তারাও ফিলিস্তিনিদের জংগী মনে করে।
যে কোন খুন হত্যা বিনা বিচারে করলেই সেটা খারাপ । আগে এইটা বুঝেন দয়া করে।
২৯|
০১ লা মার্চ, ২০১৩ রাত ১১:৫৪
ভুল উচ্ছাস বলেছেন: সব থেকে মজার বিষয় হচ্ছে নিবন্ধিত একটি দলের সাথে বি এন পি জোট করেছে তাতে কার কি সমস্যা? আর বি এন পি তো সরকারকে একবারো মানা করে নাই যে যুদ্ধাপরাধের বিচার মানিনা কিংবা এর বিরুদ্ধে আন্দোলন হবে, বি এন পি নেত্রী না জামায়াতের হয়ে কথা বলছে না লীগের হয়ে। বি এন পি নেত্রি তার অবস্থান ক্লিয়ার কাট করছে, সে স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছে অথবা বুঝিয়ে দিয়েছে দেশের স্বার্থে লীগ যাই করুক তাতে সে বাধা দিবে না, আর আজকে লীগ যে বি এন পি নেত্রীকে পাশে চাচ্ছে, তারা কিভাবে ভুলে যায়? দেশে বিডিয়ার বিদ্রোহ এবং রাজাকার বিচারের মতো একটি জনগুরুত্তপুরন কাজে বি এন পি কে একবারো সরকারের পক্ষে থেকে অংশগ্রহনের জন্যে ডাকা হয় নাই, তাদের কোন মতামত নেয়া হয় নাই, আজকে বগা ফান্দে পড়ছে, এখন বি এন পি নেত্রীরে নিয়া টানাটানি। আবাল কুনহাঙ্কার।
না বিএনপি জাম্যাত রে সমর্থন দিলো,
না লীগের ইচ্ছামাফিক বিচার নাকচ করলো।
এতোদিন বি এন পি যে পজিটিভ রাজনীতি করলো, দেশের মানুষের স্বার্থে এতোদিন কোনও হরতাল দেয় নাই, লীগ সপ্তাহে দুইবার করে হরতাল দিয়েছে।
আবার এদিকে যারা আমরা বি এন পি সাপোর্ট করি তারাও কিন্তু সরকারকে সাপোর্ট দিয়েছে রাজাকারদের বিচারের ব্যাপারে। এইই আমিই তো অনেকবার গেছি শাহাবাগে রাজাকারদের বিচারের দাবীতে।
সেখানে বিনা কারনে ওরা চিকুর দল যেভাবে পুরো বি এন পি কে এটাক করতেছে তাদের জন্য শুধু করুনা হয়, লীগ ভক্তি ভালো কিন্তু অন্ধ ভক্তি কখনোই ভালো নয়।
মায়াকান্না দেখতে দেখতে খালি চিন্তা করি ভাই তাল গাছ তো সেই কবে থেকেই তোমাদের হাতে দিয়ে দেয়া হয়েছে তারপরেও যদি তোমরা আরো কান্না করো, আর কি নেয়ার বাকি আছে? ২৬৭ টা আসন সংসদে। আর কি কি লাগে তোমাদের?
আসলে তোমাদের চাই আরেকটা বাকশাল, আসলে তোমাদের চাই নিশ্চয়তা এতোদিনের চুরি করে কামানো টাকা ধরে রাখার নিশ্চয়তা। ছোটলোকের বাচ্চারা।
০২ রা মার্চ, ২০১৩ দুপুর ১২:৪১
রবি_জল বলেছেন: সুন্দর মন্তব্য। +
৩০|
০২ রা মার্চ, ২০১৩ রাত ১২:০৬
জিয়া চৌধুরী বলেছেন: মিছিলের নামে পুলিশের উপর হামলা প্রথমে শুরু করেছিল কারা?
সাঈদিঃ "তুমি কে, আমি কে…"
খালেদাঃ "জামাতি জামাতি"
০২ রা মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৪
রবি_জল বলেছেন: আগে তুমি কও- তুমার ব্লগে জীবনে একটাই কমেন্ট করছিলাম তৈ সেইটা মুঁছে ব্লক মারছিলা কেলা?????
ভিতু!
৩১|
০২ রা মার্চ, ২০১৩ রাত ১২:১২
আিম আকাশ হবো বলেছেন: ও ম্যাডাম লাল গুলাবী কি কইলেন রে
নিজের রুপটা আর কেমনে দেখাইবেন রে
** উনি আজকে সাংবাদিকদের কোন প্রশ্নের উত্তর দেন নাই ... বলেছেন আজ কোন প্রশ্নউত্তর না , মাত্রতো শুরু হইলো । এখন থেকে প্রায় প্রতিদিনই পাবেন প্রশ্ন করার জন্য , তার পর কিউট করে ভেটকি দিয়ে চলে গেলেন ...
০২ রা মার্চ, ২০১৩ দুপুর ১২:৫০
রবি_জল বলেছেন: নিজের নামটাও ঠিক মত লিখতে পারোস না ! আবার রাজনীতি কি বুঝতে আইছে
৩২|
০২ রা মার্চ, ২০১৩ রাত ১২:১৩
আিম আকাশ হবো বলেছেন:
Vai, Apnar KHALEDA ZIA ekjon BIRONGONA hoyeo kon lojjay Juddho-poradhir support kore
BNP- 1.Bangladesh Nengta Party (BNP)
2. Baper Nam Pakistan (BNP)
বাংলাদেশ জিন্দাবাদ না বলে আপনারা পাকিস্তান জিন্দাবাদ বললে ভালো হয়।
ফালতু সমর্থক তেমনি তার নেত্রী। দেশের জন্য এক বেইমান পার্টি এখন বিএনপি।
০২ রা মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৮
রবি_জল বলেছেন: জাতীয় বেঈমান চিনোস??? বয়স কম হয়লে যা তুই তুর হাসিনা খালারে জিগা গিয়া যে " আপনেরে মানুষ জাতীয় বেঈমান কৈ কেলা ??"
যা জলদি যা এক্খন যাবি ..। গেছস ?
৩৩|
০২ রা মার্চ, ২০১৩ রাত ১২:২৫
সেচ্ছাসেবক বলেছেন: একদল অন্ধকে যতই সঠিক রাস্তা দেখাও না কেন, সে সেখানেই যাবে যেখান তার লিডার যেদিকে নিয়ে যাবে, বাই দি ওয়ে "গোলাপী এখন ড্রেনে" ...
০২ রা মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৪
রবি_জল বলেছেন: হাছিনা এখন ধ্যানে, জনগন ভোট দিবে কি জেনে?
৩৪|
০২ রা মার্চ, ২০১৩ রাত ১২:৩০
এস আর সজল বলেছেন: 'চিকিৎসা শেষ হওয়ার আগে সিঙ্গাপুর থেকে বিরোধীদলীয় নেত্রীকে দেশে ফিরিয়ে আনার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাই। ওনার ট্রিটমেন্ট শেষ হয়নি। উনি এখনো গুরুতর ভাবে অসুস্থ। ওনাকে হাতজোড় করে অনুরধ করছি, ম্যাডাম প্লিজ ঔষধ এর কোর্স শেষ করে, কয়েকদিন রেস্ট নিয়ে আসুন।' - Iresh Zaker
০২ রা মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৬
রবি_জল বলেছেন: একটা কথা আছে , নাইলা ক্ষেতে বিয়াইছে গাই সেই সম্বন্ধে মামাতো ভাই !! রাজাকারগো বিচার করতাছে দেইখাই যে হাম্বা লীগ এখন জনগণের মামাতো ভাই হইয়া যাইবো তাহা ভাবার কোন কারণ নাই । তাগো কুকীর্তি গোল্ড ফিশ ছাড়া আর কেও ভুলেনাই, ভুলবেওনা।।।
জয় বাংলা, এবার পুলিশ সামলা !
৩৫|
০২ রা মার্চ, ২০১৩ রাত ১:১৩
মাজহারুল হুসাইন বলেছেন: তথাকথিত বিএনপি প্রেমী যারা আসলে বাকশালী মন-মানসিকতার, তারা কি শুধু একটি কথার নিশ্চয়তা দিতে পারবেন ? "কাল বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের দাবি নিয়ে মাঠে নামলে তাদের হত্যা করা হবে না ?"
বিএনপি এ সরকারের আমলে ইলিয়াস আলী গুম হবার পর বড় আন্দোলন করতে চেয়েছিল আর তাতেই ইলিয়াস আলীর পিতৃভূমিতে ৫ জনকে গুলি করে হত্যা করা হয়েছিল । ভবিষ্যতেও যে করা হবে না তার নিশ্চয়তা কি আপনারা নিয়েছেন এই বাকশালী ফ্যাসিস্ট সরকারের কাছ থেকে ?
গত ১৯৯৬-২০০১ মেয়াদে বিএনপির উপর স্টিম রোলার চালানো হয়েছিল । খোকা সাহেবকে গুলি করে রক্তাক্ত করা হয়েছিল, আর সংসদে বলা হয়েছিল এগুলো গরুর রক্ত দিয়ে নাটক করে । আজ জামাতের উপর অত্যাচার করা হচ্ছে । আর তার কোল্যাটারাল ড্যামেজে সব পক্ষই ক্ষতিগ্রস্ত হচ্ছে । আপনারা কি নিশ্চয়তা দিতে পারে, জামাত নিশ্চিহ্ন হয়ে গেলে এরপর বিএনপি টার্গেট হবে না ?
বহু প্রশ্ন জাতীয়তাবাদীদের মনে জমা হয়ে আছে । তাদের ক্ষোভ প্রশমন না করে আওয়ামীলীগ আজ যখন ফাঁদে পড়ে ইয়া নফসি ইয়া নফসি করছে । তখন বিএনপির কথা মনে পড়ল ? প্রথম দিন থেকে বিএনপি সহ সকল দলকে সাথে নিয়ে অগ্রসর হলে আজকে এভাবে কথা বলতে হত না ।
০২ রা মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৮
রবি_জল বলেছেন: তারা চাই দেশে কেবল হাম্বালীগ থাকুক।
বাকশাক কি জিনিশ দেখেন আবার !
৩৬|
০২ রা মার্চ, ২০১৩ রাত ১:৪৩
আব্দুল্লাহ আল নোমান বলেছেন: হাম্বাদের বলি সেতো সাইদির ফাঁসির বিপক্ষে বা জামাতের বিশৃঙ্খলা কারিদের পক্ষে কিছু বলে নাই।
কই ভাই বিপক্ষেও তো তিনি কিছু বলেন নাই,আরো স্পষ্ট করে যদি বলি-এখন পর্যন্ত যে তিনজনের রায় হলো সেই আসামীদের বিএনপি রাজাকার হিসেবে স্বীকৃতি দেয় কিনা সেই সম্বন্ধে কোন বিবৃতি দেয় নাই -এ্বই ব্যাপারে তাদের কিসের এত দ্বিধা এবং বিএনপির এই দ্বিধা আর ভুলের সুযোগ তো হাম্বারা নিবেই। আসা করি সদুত্তর দিবেন।
০২ রা মার্চ, ২০১৩ দুপুর ১:০৬
রবি_জল বলেছেন: দুষী হলে বিচার হবে এতে বিবৃতি দেবার কি হৈল?
৩৭|
০২ রা মার্চ, ২০১৩ রাত ২:১৯
ঘুমকাতুর বলেছেন: @কালীদাস আপনি বলেছেন জামায়েত নিজেও দাবি করছে যে ৫৫জন মারা গেছে তার মধ্যে ৪৩ জন জামায়েত কর্মী
জামাতের দাবী ঠিক হইলেও তো ১২ জন থাকে। আর আম্বালীগ ও জামাতের লাশের রাজনীতি তো আপনার জানা থাকার কথা। এরা যে কেউরে নিজেদের কর্মী বানাই দেয়। যাই হোক এই ১২ বা ৫৫ যেটাই হোক না কেন এইটা কি মেনে নেয়া যায়?
আপনার মনে রাখা উচিত নাস্তিকদের শাস্তির দাবী শুধু ১২টি ইসলামি ও সমমনা দল এবং জামাত করে নাই। আওয়ামী উলামা লীগও করছে। এরা কিন্তু জামাতের প্ররোচনায় করে নাই। মানে নাস্তিকদের শাস্তির দাবীতে শুধু জামাত ছিলো এইটা বলা ভুল।
৩৮|
০২ রা মার্চ, ২০১৩ রাত ২:২৩
দায়িত্ববান নাগরিক বলেছেন: ছাগলের দল !
০২ রা মার্চ, ২০১৩ দুপুর ১:১৬
রবি_জল বলেছেন:
এবার ক যে তোরাই ছাগল
৩৯|
০২ রা মার্চ, ২০১৩ সকাল ৮:২৭
রুদ্র মানব বলেছেন: আমার বালের দল বিএনপি জামাতের সাথে থাইকা কুন বাল ফালায় তা সময় আসলে দেখা যাবে ।
জয় বাংলা ।
০২ রা মার্চ, ২০১৩ দুপুর ১:৩৫
রবি_জল বলেছেন: এখন যা BAL এর বালে বালতি দিয়া পানি ঢাল !
আর শুন বাল রে ঠিক মত পরিচর্চা করিস নৈলে বালের বালেরা তুরে বালতি দিয়া পিঠাইবো !!
৪০|
০২ রা মার্চ, ২০১৩ সকাল ১০:০১
রাফা বলেছেন:
বিএনপি মনে করে এগুলো জামাতের গণতান্ত্রীক অধিকার!!! ফ্যাসিবাদ মহাজোট সরকারের পদত্যাগ চাই।খালেদা জিয়াকে ক্ষমতায় বসানো হোক যুদ্ধাপরাধের সঠিক বিচার করার জন্য।স্বচ্ছ আতস কাচের মত ঝকঝকে বিচার চাই।ব্যা....ব্যা....ব্যা।
০২ রা মার্চ, ২০১৩ দুপুর ১:৪০
রবি_জল বলেছেন:
ভালা কৈরা দেখো সে কোন জোটের আর কি কৈবার চায় ???
ওরে রাজাকার কওনা কা এখন???
০২ রা মার্চ, ২০১৩ দুপুর ১:৪৩
রবি_জল বলেছেন:
৪১|
০২ রা মার্চ, ২০১৩ সকাল ১১:১৮
রাহী আবদুল্লাহ বলেছেন: পোস্টের সাথে সহমত জানাচ্ছি।
০২ রা মার্চ, ২০১৩ রাত ১১:৩৯
রবি_জল বলেছেন: ধন্যবাদ রাহী।
৪২|
০২ রা মার্চ, ২০১৩ দুপুর ১২:২০
ক্ষুধিত পাষাণ বলেছেন: যাদের চুলকানীর অসুখ তাদেরকে খাউজাইতে দেন-ররকার হলে ওদের ১৬ গুষ্ঠী মিলে চুলকাউক। চুলকানীর খ্যেশ নামিটলে আমার পাছুও এসে চুলকাক।
০২ রা মার্চ, ২০১৩ রাত ১১:৪১
রবি_জল বলেছেন:
৪৩|
০২ রা মার্চ, ২০১৩ দুপুর ১২:৩১
গেদু চাচা বলেছেন: আচ্ছা বিএনপি জামাতে বিলীন হয়ে গেলে আওয়ামী ঘেটু পূত্রদের হোগা জ্বলে কেন?
হাম্বালীগ যে এখন রাজনৈতিক এতিম বাতিল বামদের দ্বারা পরিচালিত হয় কই বিএনপি তো মাথা ঘামায় না।
০২ রা মার্চ, ২০১৩ রাত ১১:৪২
রবি_জল বলেছেন: কঠিক প্রশ্ন ! লা জবাব!
৪৪|
০২ রা মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৩
আদম সুরত বলেছেন: লীগের জ্বলুনি দেখলে আমার হাসি পায়।
কালকে আওয়ামী জাগরণ মঞ্চে দেখলাম ঘুঘু ছড়তেছে।
০২ রা মার্চ, ২০১৩ রাত ১১:৪৪
রবি_জল বলেছেন: আদম সুরত বলেছেন: লীগের জ্বলুনি দেখলে আমার হাসি পায়।
৪৫|
০২ রা মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৭
একজন ঘূণপোকা বলেছেন: যেড ফ্রম এ বলেছেন: মহান নেত্রী বেগম খালেদা জিয়া বিএনপিকে জামাতে বিলীন করে ছাড়বেনই ইনশাল্লাহ্!
০১ লা মার্চ, ২০১৩ রাত ৯:০০
লেখক বলেছেন: আর হাসিনাও জামাতকে টিকিয়ে রাখবেন " বলেন নাউজুবিল্লাহ"
হাম্বালিগ দের এত চুলকানি কেন
আগে পরিখা দিয়ে আয়
Click This Link
০২ রা মার্চ, ২০১৩ রাত ১১:৪৬
রবি_জল বলেছেন: তাহারা দাসত্বের পরীক্ষায় ১০০তে ০০ পাইছে !
৪৬|
০২ রা মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৯
আদম সুরত বলেছেন: বালের ছানা পোনারা দিশেহারা।
বালর ছানা পোনারা মানুষ হত্যা করার লাইসেন্স হাসিনাকে কোন সংবিধান দিয়েছে?
ষ্পষ্ট করে বলে যাও
০২ রা মার্চ, ২০১৩ রাত ১১:৪৮
রবি_জল বলেছেন: আরে এই গুলা আন্ধা হাম্বা।
৪৭|
০২ রা মার্চ, ২০১৩ দুপুর ১২:৪০
আদম সুরত বলেছেন: জামাত ইস্যু আর যুদ্ধাপরাধী ইস্যু নিুয়ে আওয়ামিলীগের গেম প্ল্যান নষ্ট হয়ে যাচ্ছে বলে হাম্বালীগের হোগা কুটকুট করতেছে।
৪৮|
০২ রা মার্চ, ২০১৩ দুপুর ১২:৫০
গ্রাম্যবালিকা বলেছেন: লেখক বলেছেন: ভাইরে সে কি ভুল টা বলছে? ঝালতো খালি একটাই যে সে কেন জামাত ছাড়ে না? তাই না?
এখন আমিওতো কই হাসিনা কেন জামাত নিষিদ্ধ করেনাই ৪ বছরেও ????
বেগম জিয়া জামাত ছাড়েননা কেন? এবং বর্তমান সরকার জামাত নিষিদ্ধ করছে না কেন?
০২ রা মার্চ, ২০১৩ রাত ১১:৫০
রবি_জল বলেছেন: নিচের কমেন্ট দ্রষ্টব্য:
৪৯|
০২ রা মার্চ, ২০১৩ দুপুর ১:১১
আদম সুরত বলেছেন: গ্রাম্য বালিকা: কেম টো দ্যা পয়েন্ট।
জামাত নিবন্ধিত রাজনৈতিক দল। কাজেই তাদের সাথে জোট করার অধিকার যে কারোই আছে। সরকার জামাত নিষিদ্ধ করে দিক তাহলেতো ল্যাঠা চুকে যায়।
কই শাহবাগী আওয়ামী ভন্ডরা সরকারকে জামাত নিষিদ্ধের ব্যাপারে আল্টিমেটাম দেয়না কেন?
অবশ্য দিবে কিভাবে শাহবাগী খলনায়কেরা তো সংলাপ আওডায় মাত্র। আর সে সংলাপ রচিত হয় শুধা সদনে।
০২ রা মার্চ, ২০১৩ রাত ১১:৫১
রবি_জল বলেছেন: হক কথা আদম ভাই।
৫০|
০২ রা মার্চ, ২০১৩ দুপুর ১:২৫
গ্রাম্যবালিকা বলেছেন: ধন্যবাদ আদম সুরত।
আপনার মতামত শুনলাম।
আমি আওয়ামী পন্থী কারো কাছে এই প্রশ্নের উত্তর পেতে পারি? প্লিজ?
বেগম জিয়া জামাত ছাড়েননা কেন? এবং বর্তমান সরকার জামাত নিষিদ্ধ করছে না কেন?
০২ রা মার্চ, ২০১৩ রাত ১১:৫৩
রবি_জল বলেছেন: তারা এখন বোবা! হাম্বা। উত্তর না দিয়া ম্যা ম্যা করে।
৫১|
০২ রা মার্চ, ২০১৩ দুপুর ১:২৮
এম.ডি জামান বলেছেন: বি এন পি'র আরো আগে প্রতিবাদ করার উচিত ছিলো। কারন আওয়ামিলীগ যে রাজনৈতিক কৌশল নিয়েছে তাতে জামাত এবং বি এন পি দুই দলের অস্তিত্ব বিলোপ হয়ে যেতো। ব্লগে যারাই লাফালাফি করুক না কেন সাধারন মানুষের কাছে বি এন পি এখন অনেক জনপ্রিয় দল। আর জামাতের সাংগঠনিক ক্ষমতা যে কত শক্ত তাতো জামাত দেখাচ্ছে। অতএব বি এন পি'র উচিত এখন পুরোদমে আন্দোলনে নেমে পড়া তা না হলে এই জালিম সরকারকে ক্ষমতা থেকে নামানো যাবেনা।
০২ রা মার্চ, ২০১৩ রাত ১১:৫৭
রবি_জল বলেছেন: বাকশাল আর বাংলার মাটিতে হবেনা যে!
৫২|
০২ রা মার্চ, ২০১৩ দুপুর ১:৩৮
দায়িত্ববান নাগরিক বলেছেন: ডাক্তার আইজু যে একটা ছাগল সেইটা তো ওরেই কইছি। স্ক্রিনশট নেয়ার কি হলো?
তুইও দেখি একটা রামছাগল !
০২ রা মার্চ, ২০১৩ দুপুর ১:৫০
রবি_জল বলেছেন: তার মানে তগো হাম্বারা সব ছাগল ?? যাক স্বীকার করলি তাইলে!
বাড়িতে জানেতো?
আর গঠনমুলক কথা না কৈলে শেষে দ্বায়িত্বশীল দৌড়ানি খাবি পরের বার।
৫৩|
০২ রা মার্চ, ২০১৩ দুপুর ১:৫৫
দায়িত্ববান নাগরিক বলেছেন: শুধু আইজুকেই ছাগল বলেছ। স্ক্রিনশট দেখে তোর আগে বোঝা উচিৎ ছিল তোর মত আমার মগজ বন্ধক দেয়া নয়। করুনা হয় তোদের জন্য। তোদের বেচে থাকা শুধুই খালেদা ম্যাডামের জন্য? নিজের সত্বা বলে কিছু নাই?
০২ রা মার্চ, ২০১৩ দুপুর ২:০০
রবি_জল বলেছেন: ব্রাভো !এভাবে আস্তে ধীরে লাইনে এসে কথা বল সন্মান পাইবা।
এখন থেকে হাসিনার জন্যও বাঁচবো থাক আর কাইন্দো না।
০২ রা মার্চ, ২০১৩ দুপুর ২:০২
রবি_জল বলেছেন:
এই ব্যাপারে কি বলো?
৫৪|
০২ রা মার্চ, ২০১৩ দুপুর ২:০৪
দায়িত্ববান নাগরিক বলেছেন: আমার নিজের একটা আদর্শ আছে যেটা কারো উপর নির্ভরশীল নয়।
এসব ছেড়ে দিয়ে দেশের জন্য ভাব। জামাত শিবির রাজাকারের বিরুদ্ধে দাড়া। নিজেকে নিজে বলতে পারবি কিছু একটা করছিস নিজের জন্য। চামচামি করে মরার আগে দেখবি কিছু নাই লাইফে।
০২ রা মার্চ, ২০১৩ দুপুর ২:২০
রবি_জল বলেছেন: কোন আদর্শ ? ইমরানের মত যে জিয়ার মত বীর উত্তমরে গালি দেয় নেতা হবার জন্য ??
আর দেখ বিবেক থাকলে মানুষ কিভাবে কথা বলে নিচে দেখ। নাকি সেও ছাগল ?
আর সব শেষে আবারো বলি যে " বিএনপি ধ্বংস হয়ে গেলে লীগের লোকজনদের খুশীতে বিরিয়ানী খাওয়ার কথা...সেইখানে তারা সবাই হায় আপচুস কইরা ব্লগ-ফেসবুক মাতাইতেছে ক্যান সেইটা একটা গভীর চিন্তার বিষয়...
জয় বাংলা পুলিশ সামলা।
৫৫|
০২ রা মার্চ, ২০১৩ দুপুর ২:০৪
স্পাইসিস্পাই001 বলেছেন: আচ্ছা সাইদীর রায়ের পর দেশে যে জানমালের ক্ষতি হচ্ছে .... যারা করছে তারা কি সাধারন নাগরিক?
০৩ রা মার্চ, ২০১৩ রাত ১২:০৫
রবি_জল বলেছেন: না, শুনছি সাঈদির লগে নাকি জ্বীন ছিল। তাহারা মনে হয়।
অসাধারণ নাগরিক আবার কেডাই??
৫৬|
০২ রা মার্চ, ২০১৩ দুপুর ২:০৯
দায়িত্ববান নাগরিক বলেছেন: আজব কাহিনী! আমার লক্ষ্য একটাই। আমার প্রোফাইলে লেখা আছে। খালেদা বা হাসিনা আমার মাথাব্যাথা নয়। তবে এখন থেকে গোলাপী বেগম আমার মাথাব্যাথা। কারন উনি জামাত শিবিরের আমির হিসেবে নিজেকে ঘোষনা দিয়ে দিয়েছেন। হাস্যকর তোদের কাজকারবার। স্ক্রিনশট পেপার কাটিং সব হাস্যকর।
তত্বাবধায়ক সরকারের ব্যাপারে আমার সমর্থন আছে।
০২ রা মার্চ, ২০১৩ রাত ১১:৫৯
রবি_জল বলেছেন: আর কে জেনো রাজাকারে বেয়াইন ???????????????
৫৭|
০২ রা মার্চ, ২০১৩ দুপুর ২:১৩
মন্তব্যকারী বলেছেন: ১। তিনি বলেছেন, মানবতার বিরুদ্ধে অপরাধের বিচার আমরা চাই। ২বার প্রধানমন্ত্রী হয়েও তো বিচার করলেন না।
.
.
৫। জনগণের গণতান্ত্রিক আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করার হীন উদ্দেশ্যে সরকার ইতিমধ্যেই পরিকল্পিতভাবে ধর্মীয় সংখ্যালঘুদের বাড়ি-ঘরে আক্রমণ চালিয়ে দেশে বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি ধ্বংসের অপচেষ্টা চালাচ্ছে। এর আগেও এরা একই উদ্দেশ্যে শান্তিপ্রিয় বৌদ্ধধর্মাবলম্বীদের উপরও হামলা চালিয়েছিল।
.
.
টক শো তে দুদু মিয়া বললেন, আমি বলেছি(ইমরান এর দাদা রাজাকার ছিলেন), সত্য কি মিথ্যা সাংবাদিকরা প্রমান করবে।খালেদা জিয়া আমাদের ঠাকুরমা। আমরা ঠাকুরমার ঝুলি শুনছি।আর কতদিন এই গল্প বানানো চলবে?
০৩ রা মার্চ, ২০১৩ রাত ১২:০৯
রবি_জল বলেছেন: খালি ঠাকুরমার ঝুলি পড়লেই হবে? সাথে "ডাইনি বুড়ির" গল্পও পড়তে হবে দাদা ।
৫৮|
০২ রা মার্চ, ২০১৩ দুপুর ২:১৯
নেয়ামূল হক বলেছেন: কালকে ভাষন যাদের কাছে পছন্দ হয়নি তাদের বলি নিজের চরকায় তেল দেও। তোমরার ভুট বিম্পির লাগব না।
০৩ রা মার্চ, ২০১৩ রাত ১১:৩২
রবি_জল বলেছেন:
৫৯|
০২ রা মার্চ, ২০১৩ দুপুর ২:২৪
দায়িত্ববান নাগরিক বলেছেন: আদর্শ কারো মত হতে হয় না। এখানেই তোদের সীমাবদ্ধতা।
আর ডা: ইমরানের জবাবের সাথে আমার সম্মতি আছে। বঙ্গবন্ধুকে মরহুম বললে সবারই লাগবে, যদি সে পাকি জারজ না হয়।
অনিক আহসানকে বিএনপিপন্থীদের মধ্যে ভালো লাগে। উনার মগজও কারো কাছে বন্ধক দেয়া নয়। একারনে।
০৩ রা মার্চ, ২০১৩ রাত ১:৪০
রবি_জল বলেছেন:
খালেদা জায়ার ভাষনে কোথাও জামাত-শিবিরের পক্ষ অবলম্বন করে একটা বক্তব্যও দেখলাম না। আর, খালেদা জিয়ার এই বক্তব্য যাদের পছন্দ হবে না, তারা কখনোই বিএনপির সমর্থক বা ভোটার ছিলেন না, ভবিষ্যতে হবেন এমন কোন সম্ভাবনাও নাই।
৬০|
০২ রা মার্চ, ২০১৩ দুপুর ২:৩৩
গেদু চাচা বলেছেন: দায়িত্ববান ছাগোল .এটাতো পেইড....
এটার গনার বাইরে রাখেন...।
০৩ রা মার্চ, ২০১৩ রাত ১১:৩৩
রবি_জল বলেছেন: রাখলাম।
৬১|
০২ রা মার্চ, ২০১৩ দুপুর ২:৫২
ভুল উচ্ছাস বলেছেন: ল্যাদাইতে ল্যাদাইতে সে ইহাই প্রমান করিলো যে সে একজন পেইড হাম্বা। আসেন তারে সবাই মিলে তালগাছ প্রদান করি।
ভাই রবি জল, দায়িত্ববান নাগরিকরে একটা দায়িত্ববান তালগাছ প্রদান করেন।
০৩ রা মার্চ, ২০১৩ রাত ১১:৩৪
রবি_জল বলেছেন: তালগাছ সে নিবেই নিবে।
৬২|
০২ রা মার্চ, ২০১৩ বিকাল ৩:০৬
নেয়ামূল হক বলেছেন: গেদু চাচা বলেছেন: দায়িত্ববান ছাগোল .এটাতো পেইড....
এটার গনার বাইরে রাখেন...
ভুল উচ্ছাস বলেছেন: ল্যাদাইতে ল্যাদাইতে সে ইহাই প্রমান করিলো যে সে একজন পেইড হাম্বা। আসেন তারে সবাই মিলে তালগাছ প্রদান করি।
ভাই রবি জল, দায়িত্ববান নাগরিকরে একটা দায়িত্ববান তালগাছ প্রদান করেন।
হ্যা জয় যুক্ত হইল। হ্যা জয়যুক্ত হইল।
০৩ রা মার্চ, ২০১৩ রাত ১১:৩৪
রবি_জল বলেছেন: তালগাছ তাঁর চায়ই চায়।
৬৩|
০২ রা মার্চ, ২০১৩ বিকাল ৫:১৩
দিকভ্রান্ত*পথিক বলেছেন: যাদের কাছে অন্যায় এর প্রতিবাদ করলেই পেইড মনে হতে থাকে, মানসিক সুস্থতা নিয়ে আমার সন্দেহ হয় তাদের। জামাতের মহিলা আমির করে গেলেন ছাগিয় বানী পাঠ, মাহচুিরভাই হলেন সেরা সাংবাদিক আর এনারা আবার আসছে তার ছাগু ব্যাখ্যা দিতে। জাতিয়বাদ নিয়া পর্যন্ত ঠিক থাকলেও থাকতে পারে, এখন সেটি ছাগিয়তাবাদ ছাড়া কিছু না।
মুক্তিযুদ্ধর পক্ষে, রাজাকার এর বিরুদ্ধে কথা বললেই কেন আওয়ামীলীগ বা ভাদা ট্যাগ দিলে মন চায় জানেন? কারন আপনাদের মন থেকে পাকিস্তান এর স্বপ্ন আজকেও বের হয়নি। আর সবথেকে বড় সত্য হল বিম্পি এবং বিম্পিই একমাত্র দল যারা কিনা মুক্তিযুদ্ধের চেতনার উল্টা হাঁটছে। নিজের দিকে তাকাও মানুষকে ট্যাগ মারার আগে।
০৩ রা মার্চ, ২০১৩ রাত ১২:১৫
রবি_জল বলেছেন: মুক্তিযুদ্ধের পর জিয়া কি কৈছিলো শুন
অর্থ বুঝো?
৬৪|
০২ রা মার্চ, ২০১৩ রাত ৮:১০
বুনো বলেছেন: আজকাল হিজড়াকেও পে করে নাকি মানুষ!! মান সম্মান একদম ডুবাইছে
০৩ রা মার্চ, ২০১৩ রাত ১:০২
রবি_জল বলেছেন: হিজড়াদের স্বভাব হয়লো দল বাইন্দা সব পোস্টে গিয়া ম্যা ম্যা আমি দেশি হাম্বা কৈয়া বেড়ানো।
অফট: ব্লগে একটিভ হোন।
৬৫|
০২ রা মার্চ, ২০১৩ রাত ৮:৩৮
মাজহারুল হুসাইন বলেছেন: টক শো তে দুদু মিয়া বললেন, ইমরান এর দাদা রাজাকার ছিলেন >>>আর আমাদের ইমরান সাহেব হিংস্র ব্যবহার করলেন । তাহলে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে রাজাকার বলেছে, তার হাত থেকে মাইক নেবে, বা তার অধিনে বসে থাকবে বিএনপির নেতারা । বিএনপি এখনও BAL বা বাম-রামদের মত এত দেউলিয়া হয়নি ।
আর বঙ্গবন্ধুকে আওয়ামীলীগ শহীদ বলেছে, আমি জীবনে শুনি নাই গতকালের আগে । আগে আওয়ামীলীগ মুক্তিযুদ্ধের সোল ডিস্ট্রিবিউটর ছিল, এখন "প্রকৃত ইসলাম"(!) এবং "শহীদ" শব্দের ডিস্ট্রিবিউটর (!)(জামাতের পর) হয়েছে ।
০৩ রা মার্চ, ২০১৩ রাত ১:০৮
রবি_জল বলেছেন: কৈদিন পর শুনবেন যে, শহীদ আওয়ামীলীগ !!!
৬৬|
০২ রা মার্চ, ২০১৩ রাত ৯:০৩
ক্লান্ত দুচোখ বলেছেন: যুদ্ধাপরাধীদের পক্ষে আপোষহীন নেত্রীর আপোষহীন অবস্থান। সংবাদ সম্মেলনে দেওয়া তার বক্তব্যই এর প্রমাণ:
১. সংবাদ সম্মেলনে নাটকীয় কায়দায় খালেদা জিয়া ‘স্তম্ভিত, ক্ষুব্ধ, মর্মাহত’ বললেও জামায়াত-শিবির যে পুলিশ হত্যা করেছে, ছাদ থেকে ফেলে দিয়ে প্রকৌশলীকে খুন করেছে, কলেজ শিক্ষককে হত্যা করেছে, সাধারণ ফল বিক্রেতা-রিকশাঅলার জীবন কেড়ে নিয়েছে, বন্দুক ও ধারালো অস্ত্র নিয়ে পুলিশ-র্যাবের ওপর ঝাপিয়ে পড়েছে সেই বিষয়ে একটি কথাও বলেননি।
২. সাঈদীর ফাঁসির রায় মানতে না পেরে জামায়াত-শিবির যে তার কর্মীদের পুলিশের সঙ্গে এমন সংঘর্ষে নিয়ে গেছে যেখানে আইন-শৃঙ্খলা বাহিনী নিজেদের জীবন রক্ষার্থে গুলি করতে বাধ্য সেই নৈরাজ্যমূলক পরিস্থিতি সৃষ্টি করা নিয়ে একটি শব্দও উচ্চারণ করেননি খালেদা জিয়া।
৩. গণজাগরণ মঞ্চের আন্দোলন শুরুর এক সপ্তাহের মাথায় তার দল বিএনপি চোখের লজ্জায় স্বাগত জানালেও এখন জামায়াতের মতোই ওই আন্দোলনকে ফ্যাসিবাদ বলেছেন খালেদা জিয়া।
৪. শুধু তাই নয়, সাঈদীর রায়ের পর সারাদেশে জামায়াত-শিবিরের যে তা-ব তাকে ফ্যাসিবাদের বিরুদ্ধে জনগণের প্রতিরোধ বলে তার সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন খালেদা জিয়া।
৫. একাত্তরে পাকিস্তানী আর তাদের দোসররা যেভাবে ধর্মের অজুহাত দিতো সেই একই কায়দায় অসত্য উচ্চারণে ইসলাম এবং স্বাধীনতাকে পরিকল্পিতভাবে প্রতিপক্ষ বানানোর কল্পিত অভিযোগ এনেছেন খালেদা জিয়া।
৬. মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের নামে পবিত্র ইসলাম, মহান আল্লাহ এবং মহানবী (স.) এর বিরুদ্ধে কুৎসা রটানোর কল্পিত অভিযোগও এনেছেন খালেদা জিয়া।
৭. বাইশে ফেব্রুয়ারি ইসলামী দলগুলোর ভেতরে ঢুকে জামায়াত-শিবির যে মসজিদের ভেতর ভাংচুর করেছে, জায়নামাজে আগুন দিয়েছে, সাংবাদিকদের পিটিয়েছে, পুলিশকে রক্তাক্ত করেছে সেই কথা বেমালুম চেপে গিয়ে সরকারি দলের বিরুদ্ধে মসজিদে ঢুকে মুসল্লি, খতিব ও ইমামদের হেনস্তা করার অভিযোগ এনেছেন খালেদা জিয়া।
৮. ওইদিন জামায়াত তাদের ভেতর ঢুকে নাশকতা করেছে সেই কথা বুঝতে পেরে ইসলামী দলগুলো যে আজ কোনো কর্মসূচি দেয়নি সেই কথাও একবারের জন্য বলেননি খালেদা জিয়া।
৯. ইসলামী দলগুলো যে ঘোষণা দিয়ে বলেছে, শাহবাগ আন্দোলনের সঙ্গে তাদের কোনো বিরোধিতা নেই, তাদের বক্তব্য শুধু দুই-একজন বিপথগামী ব্লগারের বিরুদ্ধে, তারা যুদ্ধাপরাধীদের বিচারের পক্ষে এবং জামায়াত কোনো ইসলামী দল নয়, সেই কথাও জানার চেষ্টা করেননি খালেদা জিয়া।
১০. বাইশ ফেব্রুয়ারি ইসলামী দলগুলোর কর্মসূচি আর বৃহস্পতিবার সাঈদীর ফাঁসির রায়ের পর সারাদেশে জামায়াতের যে তা-ব তার মধ্যে যে কোনো সম্পর্ক নেই তা উল্লেখ না করে বৃহস্পতিবার জামায়াতের সহিংসতাকেও ধর্মপ্রাণ মুসলমানদের শান্তিপূর্ণ প্রতিবাদ বলেছেন খালেদা জিয়া।
১১. দুই সপ্তাহ আগেও তার দল অন্ততঃ পত্রিকায় বিবৃতি দিয়ে হলেও যে গণজাগরণ মঞ্চের আন্দোলনকে স্বাগত জানিয়েছিলো তা ভুলে গিয়ে ওই আন্দোলনে সমর্থন জানানোতে মন্ত্রীদের দোষ খুঁজে পেয়েছেন খালেদা জিয়া।
১২. আবারো মানবতাবিরোধী অপরাধের বিচারে সেই পুরনো আন্তর্জাতিক মানের কথা উল্লেখ করে ন্যায়বিচারের পরিবেশ সম্পূর্ণ নষ্ট হয়ে যাওয়ার অভিযোগ এনেছেন খালেদা জিয়া।
১৩. আবার তার দলও যুদ্ধাপরাধীদের বিচারের পক্ষে দাবি করে এই বিচারের মাধ্যমে জাতিকে বিভক্ত করে দেওয়া হচ্ছে বলে মনে করছেন খালেদা জিয়া।
১৪. তার দল যখন জামায়াতকে নিয়ে নির্বাচনী জোট করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করেছে তখন আওয়ামী লীগ তার নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে যুদ্ধাপরাধীদের কথা বললেও এখন তাতে জাতীয় ঐকমত্য গঠন জরুরি ছিলো বলছেন খালেদা জিয়া।
১৫. সরকার তাদের কথায় কান দেয়নি, কারো সঙ্গে আলোচনা করেনি উল্লেখ করে কি বোঝাতে চেয়েছেন খালেদা জিয়া? বিচার কিভাবে হবে, আইনের সংশোধনী কি হবে, তদন্ত কারা চালাবেন, প্রসিকিউশনে কে থাকবেন, বিচারক কারা হবেন; কাদের বিরুদ্ধে বিচার হবে, এসব বিষয়ে কি জামায়াতের সঙ্গে জোটবদ্ধ থাকার পরও বিএনপি এবং এমনকি জামায়াতের সঙ্গেও আলোচনা আশা করেছিলেন কি খালেদা জিয়া?
১৬. যদি যুদ্ধাপরাধীদের বিচারের পক্ষেই থাকবেন তাহলে জাতীয় সংসদে প্রস্তাব পাসের দিন সংসদে কেনো ছিলেন না খালেদা জিয়া?
১৭. যদি মান এবং নির্ভুল আইন নিয়ে এতোই চিন্তিত থাকেন তাহলে আইন পাস এবং সংশোধনীর দিন কেনো সংসদে ছিলেন না খালেদা জিয়া?
১৮. ‘আমরাও চাই, স্বচ্ছ হতে হবে, আন্তর্জাতিক মানের হতে হবে’, এতোদিন এসব কথা বলার পর এখন ট্রাইব্যুনালের সব রায়কেই প্রশ্নবিদ্ধ বলেছেন খালেদা জিয়া।
১৯. সাঈদীর ফাঁসির রায়ের পর থেকে সারাদেশে জামায়াত-শিবিরের যে তা-ব সেই ধারাবাহিকতায় জামায়াতের সঙ্গে তাল মিলিয়ে গণজাগরণ মঞ্চের বিরুদ্ধে শনিবার প্রতিবাদ মিছিল এবং মঙ্গলবার হরতাল আহ্বান করেছেন খালেদা জিয়া।
২০. যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করতে জামায়াত-শিবিরের যে সন্ত্রাস তার বিরুদ্ধে যে কোনো ব্যবস্থাকে জুলুম-নির্যাতন দাবি করে রাজপথে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন খালেদা জিয়া।
২১. অনেক প্রশ্নের উত্তর দিতে হবে তাই সংবাদ সম্মেলনে একটি প্রশ্নেরও উত্তর দেননি খালেদা জিয়া।
০৩ রা মার্চ, ২০১৩ রাত ১২:২২
রবি_জল বলেছেন: বাহ্ ! খালেদা জিয়া যা কৈলো আপনি জাস্ট উল্টাইয়া দিলেন খালি ! মিথ্যাচার আর কৈরেননা।
৬৭|
০২ রা মার্চ, ২০১৩ রাত ৯:০৫
ওই চোরা বলেছেন: ব্লগীয় হাম্বাদের কিছু বলে লাভ নাই, তাগো মাথায় কিছুই ঢুকবেনা। তাদের বাললীগের বালে ভর্তি
০৩ রা মার্চ, ২০১৩ রাত ১১:৩৫
রবি_জল বলেছেন: ঢুকাইলেই ঢুকে !
৬৮|
০২ রা মার্চ, ২০১৩ রাত ১১:৫৯
আখিলিস বলেছেন: লকে ম্যাডাম পরিষ্কার করে দিলেন এইদেশে কারা উনার চোখে 'মানুষ' । উনি স্থম্ভিত, ক্ষুব্ধ ও গভীরভাবে মর্মাহত ! কিন্তু কাদের জন্য ? পল্লীবিদ্যুতের যে ইনজিনিয়ার কে ছাদ থেকে ছুড়ে ফেলে মারা হল তার জন্য ? নাকি মেয়ের বাসার বেড়াতে আসা ৭০ বছরের যে বুড়োমানুষকে মিরপুরে বোমা মেরে মারা হল তার জন্য ? নাকি যে তারেকুল ইসলাম নামের যে পুলিশকে বাশখালিতে খুচিয়ে খুচিয়ে হত্যা করা হল এবং মৃত্যু নিশ্চিত করতে মাথায় লোহার খন্তা ঢুকিয়ে দেয়া হল তার জন্য ? না এদের কারও জন্যই না ! ম্যাডাম স্থম্ভিত, ক্ষুব্ধ ও গভীরভাবে মর্মাহত হচ্ছেন জামাত-শিবিরের কর্মীবৃন্দের জন্য যারা মানুষ মারতে গিয়ে পুলিশের বাধায় মরেছে । ম্যাডাম স্থম্ভিত, ক্ষুব্ধ ও গভীরভাবে মর্মাহত তাদের জন্য যারা রাষ্ট্রের উপর আক্রমন করতে গিয়ে, সাধারণ মানুষের জীবন ছিনিয়ে নিতে গিয়ে প্রতিরোধের মুখে মারা গেছে । তার মানে ঐ ইনজিনিয়ার, ঐ বুড়ো লোকটি, ঐ পুলিশ সদস্যটি কী মানুষ ছিল না ! ছিল শুধুই 'পাবলিক' । হায়, এই মহিলাকেই আমরা ২ বার প্রধানমন্ত্রী বানিয়েছিলাম ! হায় বাংলাদেশ !
জানি এরপরও কিছু ছাগলের হুস হবে না কারণ ব্রেইন নামক পদার্থ এই শুয়োরগুলা অনেক আগেই মেশিন আব্বার কাছে বেচে দিছে /।
০৩ রা মার্চ, ২০১৩ রাত ১২:২০
রবি_জল বলেছেন: তগো বিবেক সব হাম্বা হাম্বা করে নাইলে নিচে দেখ :
১. বিডিআর বিদ্রোহে ৫৭ জন সেনা কর্মকর্তা হত্যা।
২. জিয়া বিমানবন্দরের নাম পরিবর্তন। ফলাফলে কয়েকশত কোটি টাকার শ্রাদ্ধ।
৩. নিজেরগুলোসহ আওয়ামী নেতা-কর্মীদের খুন-গুম-ধর্ষন-ডাকাতি-লুটপাটের হাজার হাজার মামলা প্রত্যাহার।
৪. গোপন চুক্তির মাধ্যমে অথবা কোনো চুক্তি ব্যতীত ভারতকে রাষ্ট্রবিনাশী করিডোর প্রদান।
৫. টিপাইমুখ বাঁধ নির্মাণের বিরোধিতার পরিবর্তে সরবে তার পক্ষে ওকালতি।
৬. বিসমিল্লাহ গ্রুপ কেলেংকারী
৭. পদ্মা সেতু কেলেংকারী
৮. রেলওয়ের কালও বিড়াল কেলেংকারী
৮. দেশের জনগণকে তিস্তা পানি চুক্তির আশা দিয়ে ভারতের ইচ্ছার কাছে আত্মসমর্পণ।
৯. ভারতকে বাংলাদেশের জমি একতরফা প্রদান।
১০. বিচারবিভাগসহ প্রতিটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নগ্ন দলীয়করণ।
১১. শেয়ারবাজার থেকে সাধারণ বিনিয়োগকারীর লাখো-কোটি টাকা ডাকাতি।
১২. বিশ্বজিৎ হত্যা
১৩. সংবিধান থেকে আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস উঠিয়ে দেয়া।
১৪. কথিত ইসলামী জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নামে সারা দেশে ইসলাম বিরোধী আবহ তৈরি।
১৫. ক্ষুদ্র জাতিগোষ্ঠীদের জোর করে বাঙালি বানিয়ে পুনরায় পার্বত্য অঞ্চলকে অশান্ত করা।
১৬. তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল।
১৭. বিরোধী মতাবলম্বীদের বিরুদ্ধে রাষ্ট্রযন্ত্রের ভয়াবহ নির্যাতন।
১৮. মানবাধিকারের চরম লঙ্ঘন।
১৯. সংবাদ মাধ্যমের স্বাধীনতার ওপর আক্রমণ।
২০. সরকারে সর্বগ্রাসী দুর্নীতির ভয়াবহ বিস্তার।
২১. ড. ইউনূসসহ সমাজের সম্মানিত ব্যক্তিবর্গকে অপমান ও নিগ্রহ।
২২. পারিবারিক জমিদারির মতো করে রাষ্ট্রকে ব্যবহার।
২৩. জাতীয় সংসদকে অকার্যকর, একদলীয় করে তোলা।
২৪. বিরোধী দলীয় চিফ হুইপকে প্রকাশ্য রাজপথে অর্ধউলঙ্গ করে লাঠিপেটা এবং পুলিশের গাড়ি থেকে লাথি মেরে ফেলে প্রাণনাশের চেষ্টা করা।
২৫. নাটোরের বাবু, নরসিংদীর লোকমান, ঢাকার চৌধুরী আলমের মতো জনপ্রতিনিধিদের সরকারি পেটোয়া বাহিনী কর্তৃক প্রকাশ্যে হত্যা অথবা গুম-খুন।
২৬. দ্রব্যমূল্যের অসহনীয় বৃদ্ধি।
২৭. আইন-শৃঙ্খলার ভয়াবহ অবনতি।
২৮. দেশের সার্বিক অর্থনীতিতে ধস সৃষ্টি।
২৯. দেউলিয়া পররাষ্ট্র নীতির মাধ্যমে বাংলাদেশকে ইসলামী বিশ্ব থেকে বিচ্ছিন্ন করা।
৩০. আমাদের গর্ব ও ঐতিহ্যের রাজধানী ঢাকা ভাগ।
৩১. ডেস্টেনি কেলেংকারী
৩২. হলমার্ক কেলেংকারী
৩৩. একদিনে ৬০ জন মানুষ হত্যার রেকর্ড
৩৪. রামুতে বৌদ্ধবিহারে আগুন কেলেংকারী
৩৫. ইলিয়াস আলী সহ বিরোধী দলের অনেক নেতা গুম
৩৬. সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজে আগুন। যা দেখতে গিয়ে শিক্ষাপ্রতিমন্ত্রীর চোখেও পানি।
৩৭. ৩ দিনে শতাধিক মানুষকে পাখির মতো গুলী করে হত্যা...
৬৯|
০৩ রা মার্চ, ২০১৩ রাত ১২:০১
আমার স্বপ্নগুলি বলেছেন: আপনার পোষ্টের ১ নং পয়েন্টের রেফারেন্স হতে পারে এই লিঙ্কটা ।
০৩ রা মার্চ, ২০১৩ রাত ১:৩৫
রবি_জল বলেছেন: ধন্যবাদ। ভিডিওটা নির্মম।
৭০|
০৩ রা মার্চ, ২০১৩ রাত ১২:২৫
আখিলিস বলেছেন: আগেই বলছিলাম ছাগলের হুস হবে না কারণ ব্রেইন নামক পদার্থ এই শুয়োরগুলা অনেক আগেই মেশিন আব্বার কাছে বেচে দিছে । বিএনপি এখন জামায়াতের রক্ষিতা !
০৩ রা মার্চ, ২০১৩ রাত ১২:৩০
রবি_জল বলেছেন: তুর ম্যাশিন বাপ সাঈদির ফাঁসি নিয়া খালেদা কিছু কৈছে রে বান্দর?
আর তুর আম্মা হাসিনা কেন জামাত নিষিদ্ধ করেননা ? সেও কি ম্যাশিনরে খুব পছন্দ করে নাকি?
৭১|
০৩ রা মার্চ, ২০১৩ রাত ১২:৩৩
আখিলিস বলেছেন: ল্যাদাইতে থাক রে ছাগু - তোর মাথা এখন খারাপ হবারও কথা - আব্বারা সব একে একে ঝুইলা যাইতেছে, আহারে
! সময় থাকতে পাকিস্তানে পালা - পরে আর সিট পাবি না, সওব ফ্লাইট তোর আব্বারা বুকিং দিয়া রাখতাছে কফিন বহনের জন্য। এখনই পালা রে ।
০৩ রা মার্চ, ২০১৩ রাত ১২:৫২
রবি_জল বলেছেন: তুর ম্যাশিন বাপ সাঈদির ফাঁসি নিয়া খালেদা কিছু কৈছে রে বান্দর?
আর তুর আম্মা হাসিনা কেন জামাত নিষিদ্ধ করেননা ? সেও কি ম্যাশিনরে খুব পছন্দ করে নাকি?
৭২|
০৩ রা মার্চ, ২০১৩ রাত ১২:৪৮
আমি তুমি আমরা বলেছেন: প্রশ্ন হল বিএনপি জামাত একসাথে মার্জ হওয়ার পর খালেদা জিয়া কি পুরো দলের আমির হবেন নাকি খালি মহিলা শাখার আমির হবেন?
০৩ রা মার্চ, ২০১৩ রাত ১২:৫৮
রবি_জল বলেছেন: হাম্বা মার্কা প্রশ্ন !
হাসিনাকি বাম দলের মুনমুন ময়ুরি?
৭৩|
০৩ রা মার্চ, ২০১৩ রাত ১:০১
আখিলিস বলেছেন: ল্যাদাইতে থাক রে ছাগু - তোর মাথা এখন খারাপ হবারও কথা - আব্বারা সব একে একে ঝুইলা যাইতেছে, আহারে
( !
০৩ রা মার্চ, ২০১৩ রাত ১:১৫
রবি_জল বলেছেন: শুন তোর সব ম্যাশিন আব্বাগো ঝুলাইতে থাক ,এতে বিএনপির বালও ছিড়বেনা বরং লাভ।
আর শুন যদি হাম্বালীগের আন্ধা বলদ না হৈয়া থাকস তাইলে খালেদা নিয়া তুর চুলকানি থাকতো না।
৮/১০ ফিট দেয়ালের ঘরে বৈসা কী-বোর্ড চাপড়াইয়া তুই রাজনীতির কি বুঝবি? যা বাংলার সব গ্রামে -মফস্বলে যা, গিয়া দেখ খালেদা জিয়া কত জনপ্রিয়।ইলেকশন আইতে দে।
এর পরেও যদি ল্যাদাস তাইলে বুঝবো তুর মাথায় আমার বাড়ির কুত্তার গু।
৭৪|
০৩ রা মার্চ, ২০১৩ রাত ১:২০
আখিলিস বলেছেন: হা হা হা ! বিএনপি এখন জামাতের রক্ষিতা ! ইলেকশন আইতে দে - গতবার তো তাও টাইন্না-টুইন্না ১৮ সিট পাইসোস, এবার দেখ ৮ টা থাকে কিনা ।
৭৫|
০৩ রা মার্চ, ২০১৩ রাত ১:৩১
নীল রাতের জোছনা বলেছেন: পোষ্ট চরম হইচে ভচ।
তয় আম্বালীগের বহুত দালাল সোগায় যে চুলকানী আছে এইডা প্রমান করতে আইচে।তাগো সোগায় একটু ভালো কইরা মরিচের গুড়া মাইখ্খা দিয়েন।
০৩ রা মার্চ, ২০১৩ রাত ১১:৩৬
রবি_জল বলেছেন: দেশি না ইন্ডিয়ান মরিচ ?
৭৬|
০৩ রা মার্চ, ২০১৩ রাত ১:৩৯
দীপু ০ দীপু বলেছেন: সহমত
০৩ রা মার্চ, ২০১৩ রাত ১১:৩৭
রবি_জল বলেছেন: ধইন্না
৭৭|
০৩ রা মার্চ, ২০১৩ রাত ১:৫৫
সিউল রায়হান বলেছেন: আজকে ৭৬টা হিন্দু পরিবারের বাড়ি পুড়ায় দিসে জামাত-শিবিররা। কয়দিন আগে জাতীয় পতাকা পুড়াইসে ওরা।
একজন বাংলাদেশী কিভাবে এদের সমর্থন করে?
ফুটনোটঃ এখন তো শুরু হবে আওয়ামী লীগ কি কি করসে। ওগুলোর প্রতিটাই বিএনপি ক্ষমতায় থাকতে করছে এবং সামনে ক্ষমতায় আসলেও করবে। এই ২টা দলই মুদ্রার এপিঠ-ওপিঠ ছিলো।
কিন্তু বিএনপি এখন জামাতে বিলীন। থু থু দিলাম এই বিএনপি ও তার সাপোর্টারদের
০৩ রা মার্চ, ২০১৩ রাত ১১:৩৯
রবি_জল বলেছেন: জামাত-শিবির খুব খারাপ! আওয়ামীলীগের মত।
৭৮|
০৩ রা মার্চ, ২০১৩ রাত ২:১৫
আখিলিস বলেছেন: বিএনপি এখন জামাতের রক্ষিতা !
০৩ রা মার্চ, ২০১৩ রাত ২:২৬
রবি_জল বলেছেন: শুন বেটা , জলদি থানা স্বাস্থ্য কমপ্লেক্সের কাছে যে পশু হাসপাতাল আছে ওখানে যা। এখানে বার বার হাম্বা হাম্বা মেতকার কৈরা ব্লগের পরিবেশ নষ্ট করিস না।
আর শুন যদি হাসপাতালে নাই যাইতে পারোস তাইলে একটা গামলাতে ১০ লিটার মার নিবি,৫ কেজি ভুসি , ২কেজি লাব, আর ১০কেজি লবণ নিয়ে ভাল মত শিং দিয়ে নাড়বি তাঁর পর সেইটা পান করবি দিনে ৩বার।
আর ঠিক মত ঘাস খাবি।কেউ গুঁতা দিলেও কিন্তু খাওয়া বন্ধ করবিনা ,সাবধান!
শরীর ভাল না হইলে এবার ডাক্তার( পশুর) দেখাইস যা।
৭৯|
০৩ রা মার্চ, ২০১৩ রাত ২:৩০
প্রল্ল্যেখ বলেছেন: আওয়ামীলীগের নিস্ফল আক্রোশ দেখিয়া ব্যপুক বিনোদিত হইতেছি
০৩ রা মার্চ, ২০১৩ রাত ১১:৪১
রবি_জল বলেছেন: বিনোদন আর বিনোদন!
৮০|
০৩ রা মার্চ, ২০১৩ রাত ২:৩২
প্রল্ল্যেখ বলেছেন: ভাইরে ভাই !!! সারকাজম যে কি জিনিস !!! আপনারে না দেখলে জানা হইত না !!!
"১০ লিটার মার নিবি,৫ কেজি ভুসি , ২কেজি লাব, আর ১০কেজি লবণ "
০৩ রা মার্চ, ২০১৩ সকাল ৮:০৪
রবি_জল বলেছেন:
৮১|
০৩ রা মার্চ, ২০১৩ রাত ৩:১৩
ভুল উচ্ছাস বলেছেন: এরশাদের জারজটারে এখনো ব্লক করেন না ক্যান? এইগুলার চুলকানী একটু বেশি।
আর প্রচলিত কথা হচ্ছে যারা যুক্তিতে পারে না তারাই গলাবাজি আর গালিবাজি করে, ইহাই তাদের শেষ সম্বল। এদের কে ল্যাদাইতে না দিয়া কমেন্ট ব্যান করেন, নাইলে আপনার সুন্দর পুস্টে গোবর নির্গত করিবে।
জানেন তো ছাগু আর চিকু দুইটাই জানোয়ার। তবে ইহারা চিকু প্রজাতির। আরো নিন্ম জাতের, ছাগুদের তাও একটা চেইন অফ কমান্ড আছে। এদের তাও নাই। কীবোর্ড না থাকলে এরা না খেয়ে মরবে। বেচারারে একটা তালগাছ প্রদান পূর্বক মন্তব্য ব্যান করে দেন।
০৩ রা মার্চ, ২০১৩ সকাল ৮:০৪
রবি_জল বলেছেন: যখন দেখবেন হাম্বারা আমাদের বিরোধিতা করছে তখন বুঝবেন যে আমরা সঠিক পথেই আছি...
When your opponents support you, you need to understand you are in the wrong path. When your opponents criticise you, you are in the right track.
৮২|
০৩ রা মার্চ, ২০১৩ রাত ১১:৩৮
২০১৩ বলেছেন: গুড জব ব্রো,
©somewhere in net ltd.
১|
০১ লা মার্চ, ২০১৩ রাত ৮:৩৯
এম আর সুমন বলেছেন: ভাই অনেকের টার্গেটই হল বিএনপি বিরোধীতা । কোনো যুদ্ধাপরাধী ইস্যু টিস্যু তাদের টার্গেট না। আওয়ামী লীগকে আবার ক্ষমতায় জোর করে আনতে চায় আর কি।