![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশ ও দশের মঙ্গল কামনাই আমার কাম্য। -রবি
৪/৫ লক্ষ (সর্বোচ্চ মূলধন) টাকায় ৫০ থেকে ৭০ হাজার টাকা রোজগারের কি কোন ব্যবসা আছে? পরামর্শ ও সহযোগীতা কামনা করছি।
৩১ শে আগস্ট, ২০২০ দুপুর ২:৫৩
ফকির মোঃ রবিউল হাসান বলেছেন: কি করা যায় পরামর্শ দিবেন কি?
২| ২৯ শে আগস্ট, ২০২০ রাত ৮:৩৭
শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন:
আছে। সম্ভব।
৩১ শে আগস্ট, ২০২০ দুপুর ২:৫২
ফকির মোঃ রবিউল হাসান বলেছেন: কি সেই ব্যবসা/কাজ? দয়া করে জানাবেন কি?
৩| ২৯ শে আগস্ট, ২০২০ রাত ৮:৪৭
ফকির মোঃ রবিউল হাসান বলেছেন: বিস্তারিত জানাবেন?
৪| ৩০ শে আগস্ট, ২০২০ রাত ১২:২৩
রাজীব নুর বলেছেন: আমি ঠিক জানি না।
৫| ৩০ শে আগস্ট, ২০২০ রাত ১২:৪৪
ক্ষুদ্র খাদেম বলেছেন: বৈধ পথে হওয়াতে কঠিন হবে, কারণ এতখানি ROI (Return on Investment) কোনও সাধারণ পথে আসার কথা নয়।
৬| ৩০ শে আগস্ট, ২০২০ বিকাল ৩:৪৯
অপু তানভীর বলেছেন: মাসে ৫০ হাজার টাকা আয় করতে হলে আপনাকে ব্যবসাতে কম করেই হলে ২০/২৫ লাখ টাকা ইনভেস্ট করতে হবে । কিংবা আরও বেশি । যদি কোন ডিসেন্ট ব্যবসা করতে চান এর থেকে কমে ইনভেস্ট করলে চলবে না ! ৫ লাখ টাকাতে তো নয়ই !
তবে যদি কোন কাজ করতেই প্রস্তুত থাকেন তবে একটা সেকেন্ড হ্যান্ড সিএনজি কিনতে পারেন । এই টাকাতে হয়ে যাবে আশা রাখি। ঢাকা শহরে যদি নিজে সিএনজি চালাতে তাহলে মাসে ৩০/৩৫ হাজার টকা আসবে !
এছাড়া খাবারের ভ্যান দিতে দিতে পারেন । যদি সঠিক স্থানে ভ্যান সাজিয়ে বসতে পারেন তাহলে প্রতিদিন আপনার হাজার থেকে দুই হাজার বিক্রি হবে নিশ্চিত হবে ! এটা কিন্তু নিট প্রোফিট না । বেচাকেনা হবে । সেই হিসাবে মাসে ৬০/৭০ টাকা বেচাবিক্রি হবে ! এটা হবে ঢাকার শহরের ক্ষেত্রে বললাম।
৩১ শে আগস্ট, ২০২০ দুপুর ২:৫১
ফকির মোঃ রবিউল হাসান বলেছেন: আইডিয়া খারাপ না। ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১|
২৯ শে আগস্ট, ২০২০ রাত ৮:০৬
নতুন বলেছেন: 5 লক্ষ টাকায় মাসে ৭০ হাজার আয় অসম্ভবই মনে হয়।
আপনার কি কি কাজে বিনিয়োগ করার ইচ্ছা আছে সেটা আগে ঠিক করুন।
অনেকেই ব্যবসায় অনেক লাভের কথা বলবে তবে আপনি সেই লাভের ৫০-৬০% আসবে বলে হিসাব করবেন।