![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ভাল কিনা জানি না তেব আমি মন্দ নই।
আমাদের বাপ চাচারা যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করেছে তাই আমরা বাঙ্গালী। আমরা স্বাধীন, আমরা মুক্ত। আমরা নিজেদের বাঙ্গালী বলে গর্ভবোধ করি। আসলেই কি আমরা মনে প্রাণে বাঙ্গালী হতে পেরেছি। আগে দেশটা ছিল ইংরেজদের দখলে, সেটা পরে পাকিস্তানি হানাদারের দখলে সর্বশেষে দীর্ঘ নয় মাস যুদ্ধের বিনিময়ে দেশ স্বাধীন হলো। স্বাধীন হয়েও আজ আমরা নিজেদের কাছে পরাধীন সমাজের প্রভাবশালীদের, ভিত্তশালীদের, বখাটেদের হাতে সবচেয়ে পরাধীন আজ আমরা রাজনৈতিক নেতাকর্মী ও আমলাদের হাতে। দেশটাকে তারা নিজেদের সম্পদ মনে করে নিজেদের মতো করে চালাচ্ছে নিজেদের প্রয়োজনে। তারা দেশের কথা ভাবে না, তারা ভাবেনা জনগনের কথা। কি হবে এই রাজনীতিবিদদের দিয়ে। আমরা কেন বার বার উদের হাতে দেশ পরিচালনার দায়িত্ব দেই? অথচ আমরাই পারি তাদের পরিহার করতে। কোথায় আছে নিরাপত্তা? আপনি ঘর থেকে বের হয়ে অফিসে যাবেন আপনি নিশ্চিন্তে অফিসে যেতে পারবেন না। হয়তো কোন রাজনৈতিক চক্রে পরে আপনার প্রাণটা যাবে নয়তো কোন রোড এক্সিডেন্ট নয়তো সময়মতো অফিসে যেতে পারবেন না। আর যদি কোন অপমৃত হয় তবে দেখা যাবে রাজনৈতিক কোন এক দল এসে বলবে সে আমাদের কর্মী ছিল, তাকে হত্যা করা হয়েছে তার বিচার চাই। তৈরী হয়ে গেলে রাজনৈতিক ইসু্। নয়তো যারা যনগনের জান মালের রক্ষক, সেবক সেই সব সদস্যদের দ্বারা আপনার সৈভাগ্যে বয়ে আনতে পারে কয়েক বছরের জেল। নষ্ট হয়ে যাবে আপনার জীবন। আজ আমার আপনার মা, বোন, মেয়ে রা স্কুল, কলেজে যেতে পারছে না নির্ভাবনায় গার্জিয়ানরা সব সময় দুঃশ্চিন্তায় থাকেন তার মেয়ের জীবনে যেন কোন কলঙ্গের বোজা না নেমে আসে। ভাবতে অবাক লাগে কত বড় নরপশু হলে একটি অপ্রাপ্ত বয়স্ক, ছোট্ট শিশুকে ধর্ষণ করতে পারে। অথচ যে সব শিশুদের ধর্ষন করছে সে সব শিশুদের দেখলে আদর করতে ইচ্ছে করে। অথবা মাঝে মাঝে মনে হয় ইশ এই রকম একটি ফুটফুটে শিশু যদি আমার থাকত। আজ দ্রব্য মূল্যের নাভিশ্বাসে মধ্যভিত্ত পরিপারের লোকজন চক্ষু লজ্জার ভয়ে না পারছে বাচতে, না পারছে মরতে। আজ তাদের সন্তানদের তিন বেলা খাবার দিতে রিতিমত হিমশিম খেতে হচ্ছে। পারছে না কোন ভাল স্কুলে/কলেজে শিক্ষা দিতে। সেইখানেও উচ্চভিত্ত তথাকথিত রাজনৈতিক/আমলাদের ভর্তি বানিজ্য নাজে ডোনেশন দিতে হচ্ছে সেই পরিমানটাও কোন কোন ক্ষেত্রে ৫০ হাজার থেকে ২ লক্ষ টাকা। আমাদের আর কি কি দেখতে হবে এ দেশের স্বাধীন মাটিতে। অথচ যদি একটু নজর দিই বহিঃবিশ্বের দিকে তাহলে সেই চিত্র হবে বাংলাদেশের বিপরীত চিত্র। অথচ সেই সব দেখেও আমাদের দেশ পরিচালনার দায়িত্ব যারা নেন তাদের কারোই লজ্জা হয় না। অথচ তারা কিছু দিন পর পর সেই সব বহিঃবিশ্বে ভ্রমনে যান এসে বড় বড় কথা বলেন। যত সুবিধা যেন উচ্চ বিত্তের জন্য আর বাকীরা সব যা-তা। আসুন সবাই বাচার মত বাচি। সব সময় ন্যায়ের পক্ষে থাকি, ন্যায় পথে চলি, অন্যায়ের প্রতিবাদ করি। যেমনি করেছিল পাক হানাদার বাহির উপর। আরেকবার স্বাধীন করতে হবে দেশের যত নরপিচাশ, সকল অবৈধ ক্ষমতার ব্যবহারকারী, দুচ্চোর, জুলুমবাজদের হাতথেকে। আমার/আমাদের জন্য নয় পরবর্তী প্রজ্মদের জন্য। তাই বলি "বাঙ্গালী তুমি বাচতে শিখো, নইলে মরো"
২| ০৯ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০০
মো কবির বলেছেন: ভাইয়া খুব সুন্দর লিখেছেন কিন্তু এই সহজ কথায় বাঙ্গালীর মনে ক্ষত সৃষ্টি হবে না,
কিন্তু একদিন হবেই যেই দিন বিশ্বজিৎ এর মরবে কিংবা ইলিয়াস আলীরমতো গুম হবে কিংবা গতকালের রফিকুল ইসলামের মতো মরবে।
ভাই আপনি ইচ্ছে করলে আমার আগের পোস্ট টি দেখতে পারেন ।যেখানে আমি অনেক বাস্তব কিছু দেখিয়েছি কিন্তু রেজাল্ট ঘোড়ার ডিম ।
আপনাকে অনুরোধ করছি আমার এই লেখাগুলো পড়ার জন্য
https://www.facebook.com/LikeRealPatriot
আর আমার গ্রুপ পেজ
৩| ০৯ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৪
অপর্না হালদার বলেছেন: খুব ভালো লিখেছেন । আচ্ছা ভাইয়া এদেশের সকলের ঘটনাগুলো তুলে ধরুনতো সাহস থাকলে । শুধু বর্তমান সরকারের কথাই দেখলাম আপনার লিংকে ।
বি এন পির কিছু তুলে ধরুন ।
এরপর কষ্ট হলেও জামাত শিবিরের অন্তত কিছু খারাপ জিনিস তুলে ধরে নিজের একচোখা মানুষ থেকে বাহিরে লোক হিসিবে দেখান । নইলেতো সবাই আপনাকে একচোখা, অন্ধ মানুষ হিসেবে ধরে নিবেন ।
©somewhere in net ltd.
১|
০৯ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫২
দায়িত্ববান নাগরিক বলেছেন: ভালো বলেছেন।