![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ভাল কিনা জানি না তেব আমি মন্দ নই।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে পুলিশের সামনে ছাত্রলীগ যে তাণ্ডব চালিয়েছে তা কোনো সভ্য সমাজে চলতে পারে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।
গতকাল এক বিবৃতিতে তিনি বলেন, সরকারের ছাত্র সংগঠন ছাত্রলীগের প্রকাশ্যে অস্ত্র মহড়া ও সাধারণ ছাত্রছাত্রীদের ওপর তাদের নগ্ন হামলায় একজন শিশুর প্রাণহানির ঘটনা কোনোভাবেই মেনে নেয়া যায় না। পুলিশের সামনে পিস্তলে উঁচিয়ে গুলি করার মতো কর্মকাণ্ড সচেতন অভিভাবক মহলকে ভাবিয়ে তুলেছে। ছাত্ররা প্রকাশ্যে অস্ত্রের মহড়া এবং টেন্ডারবাজি করে ছাত্রদের ইতিহাস ও ঐতিহ্যকে ধূলিসাত্ করে দিয়েছে। তিনি বলেন, যাদের কারণে শিক্ষাঙ্গনে এহেন পরিস্থিতি সৃষ্টি হলো সেই ছাত্র নামের সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। তিনি বলেন, ছাত্রলীগের তাণ্ডবে পুরো দেশ আতঙ্কিত হয়ে পড়েছে। ছাত্রলীগের লাগাম টেনে ধরে তাদের শাস্তির আওতায় আনতে হবে। ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড এবং তাদের গুলিতে আর কত মায়ের বুক খালি হবে, প্রধানমন্ত্রীকে জাতির সামনে তা প্রকাশ করতে হবে।
এদিকে ইসলামী আন্দোলন মতিঝিল থানা শাখার উদ্যোগে নবাগত সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়। শাহজাহানপুরে মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক ও মহানগর জয়েন্ট সেক্রেটারি মাওলানা আহমাদ আবদুল কাইয়ূম। বক্তব্য রাখেন নগর প্রশিক্ষণ সম্পাদক ও থানা সেক্রেটারি মাওলানা নজরুল ইসলাম, শাহজাহানপুর থানা সভাপতি মাওলানা হাফিজুর রহমানসহ থানার নেতারা।
©somewhere in net ltd.