নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বদলে যাও, বদলে দাও বল্লেই কি বদলানো যায়। আপ্রাণ চেষ্টা করেও পারিনি আমার ভাগ্যকে বদলাতে

কেউ আমায় দুঃখ দিলেও কষ্ট পাই না, কারন দুঃখের সাথেই এখন আমার বসবাস। প্রতি নিয়তই হয় বাসর, আমার দুঃখ প্রেয়সীর সাথে।

রবিউল ফকির

আমি ভাল কিনা জানি না তেব আমি মন্দ নই।

রবিউল ফকির › বিস্তারিত পোস্টঃ

এটা বিচার কার্য না বাঙ্গালীর সাথে পরিহাস

২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০৫

বাচ্চু রাজাকার বাংলাদেশের রাজাকারদের অন্যতম। আজকে তার বিচার কার্যের রায় হবে। কে জানে তার অদৃশ্য ভাগ্যে কি আছে। ফাঁসি না যাবৎ জীবন। কার উপর রায় ঘোষনা হবে। মাঝে মাঝে দেখা যায় কতিপয় কিছু জনগন বিভিন্ন সময় বিভিন্ন ব্যাক্তির বিপক্ষে আন্দোলন করে থাকেন। এমনও দেখা যায় তার পুষকুত্তলিকা বানিয়ে তাকে ফাঁসি, অগ্নিদগ্ধ, লাঠি পেটা, এমনকি পাদুকা মাল্য পরিয়ে গন মিছিল করা হয়ে থাকে। তাদের মধ্যে আমি কারো নাম প্রকাশ করব না যেমন আমেরিকার সাবেক প্রেসিডেন্ট, ডিএসসির উচ্চপদস্থ কর্মকর্তা, ভার্সিটির ভিসি এমনকি বাংলাদেশের প্রেসিডেন্ট এর নামেও ভিবন্নি আন্দোলনের সময় এরকম অনেক কিছুই করেছে। তাদের কি আসলেই কিছু করতে পেরেছে। তারা সবাই যার যার অবস্থানেই আছে। প্রশ্ন হলো যেই বাচ্চু রাজাকারকে বন্দী করে জেল হাজতেই প্রেরন করতে পারলোনা তার বিচার কার্য সম্পন্ন হয়েছে গেলে আজ রায় প্রকাশ হবে। অথচ সরকার নিজেও যানে না এই বাচ্চু রাজাকার কোথায় আছে? সে কি দেশে আছে না বহিবিশ্বে আছে তা আজ দেশ ও জাতী জানতে চায়। আজ জাতী আরো জানতে চায় এই বাচ্চু রাজাকার গৃহবন্দি থাকা কালিন সময়ে তিন স্তরে নজরদারী রাখার পরে কিভাবে উদাও (পলাতক) হলেন এটা আমারও বোধগম্য নহে। উদাও হবার পরে তিন স্তরের নিরাপত্তা বাহিনির কি কোন জবাবদিহি করতে হয়েছিল? আসলেই কি সে উদাউ হয়েছে নাকি তাকে উদাও করা হয়েছে না তাকে ঘুম করে একটা নাটক বানানো হয়েছে। সত্যিই যদি বাচ্চু রাজাকার উদাও হয়ে থাকেন তাহলে আমি বলব সে প্রকৃত পক্ষেই সরকারের চেয়েও শক্তিসালী। সরকার রাষ্ট্র পরিচালনার কোনপ্রকারেই উচিৎ নয়। যেখানে একটি লোকের সাথেই পারছে না সেখানে কিভাবে দেশ পরিচালনা করবে। তা ছাড়া দেশের আরো অনেক রাজাকার রয়েছেন যাদের বিচার কার্য বাদ দিয়ে যিনি পলাতন রয়েছেন তার বিচার নিয়ে মহাব্যস্ত। শুধু রাজাকার আর বঙ্গ বন্ধু শেখ মুজিবুর রহমান এর হত্যার বিচার নিয়ে কি দেশ নাকি ১৫-১৬ কোটি মানুষের দেশ। আমি বুঝিনা। সারা দেশের সব কিছু বাদ দিয়ে এখন শুধু রাজাকার আর পিতার বিচার। দেশটাকে একটু রক্ষা করেন। দেশটা রক্ষা হলে সব কিছুই হবে। দয়া করে দেশটার দিকে সত্যিকার অর্থে দেশের প্রকৃত মানুষগুলোর দিকে নজর দিন নয়তো দেশের মানুষগুলো সরকারের দিক থেকে নজর ফিরিয়ে নিবে। তখন বুঝবেন জনগন কি জিনিস যা বিগত সকল সরকারই বুঝতে পেরেছিলো এবং বর্তমান ক্ষমতাসীন সরকারও বুজতে পূর্বেও একবার বুঝতে পেরেছিল দেশের সাধারন জনগন ইচ্ছা করলেই সব করতে পারে কাউকে বসাতেও পারে আবার টেনে হিচরে রাস্তায় ছুড়ে ফেলতে পারে। কোন অপশক্তিই অন্যায়কে রক্ষা করতে পারে না, কোনদিন পারেনি আর ভবিষ্যতে কোনদিন পারবেও না।

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০৯

িফেরাজ আহেমদ ভুইয়া বলেছেন: বাচ্চু রাজাকার কি আটক না পলাতক? বাচ্চু কি ১নম্বর আসামি না ১০ নম্বর? যারা আটক আছে তাদের রায় দিতে সমস্যা কোথায় ? সাইদির মামলাতো শেষ পর্যায়, রায় দেয় না কেন ? এটা প্রকৃত বিচারের উদ্দেশ্য না, এটা আওয়ামীলীগের

২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৬

রবিউল ফকির বলেছেন: আমার মাথায় আেস না আপনার মাথায় আসেল আমাের একটু কইেয়ন আপনার কােছ েজার দাবী রইল।

২| ২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১৮

কলাবাগান১ বলেছেন: রাজাকার সাপোর্টারদের আজ ঘুম হারাম যেমন আপনার

২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫০

রবিউল ফকির বলেছেন: আমার ঘরে একজন মুক্তিযোদ্ধা আছেন? সুতরাং বুঝতে পারতেছেন কার ঘুম কি কারনে হারাম হচ্ছে। আর আমার এই লেখাটি মনে হয় ভাল করে পড়েনকি আপনি দয়া করে আরেকটু ভাল করে পড়ে নিবেন।

৩| ২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৩

বাউল! বলেছেন: ট্রাইব্যুনাল স্বাধীন ও মুক্তভাবে কাজ করছে বলেই সরকার এই ট্রাইব্যুনালের বিচারের ক্রম ঠিক করে দিতে পারেনি আর ট্রাইব্যুনাল যেই মামলার সাক্ষ্য-যুক্তি তর্ক আগে হয়েছে, রায় দেওয়ার উপযুক্ত হয়েছে সেই মামলার রায় দেবে। এখানে ক্রম ঠিক করার কিছু নাই। আপনে কোথায় জ্বলে বুঝতেছি, ওয়েট করেন জ্বলুনী থেমে যাবে।

২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৪

রবিউল ফকির বলেছেন: ঠিক আছে

৪| ২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৪

রবিউল ফকির বলেছেন: আমার মাথায় আেস না আপনার মাথায় আসেল আমাের একটু কইেয়ন আপনার কােছ েজার দাবী রইল।

৫| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৪

কান্না হাসি বলেছেন: Every Day is not Sunday.

২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৭

রবিউল ফকির বলেছেন: ভাল বলেছেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.