![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ভাল কিনা জানি না তেব আমি মন্দ নই।
বিরক্ত করবো না। জানি আপনাদের সময়েম মূল্য অনেক বেশী। আমি কখনোই আপনাদের এই মূল্যবান সময়ের মূল্যের দাম দিতে পারবোনা। তবুও আপনাদের কাছে মহামূল্যবান মাত্র কয়েকটা মিনিট সময় চাচ্ছি। আমার আবদারটা কুমিল্লা বাসি সবার কাছে। বিশেষ করে আমার বাপ, দাদা এবং আমার জন্মস্থান মুরাদনগর বাসীর কাছে। সর্বোপরী সামো ব্লগারদের কাছে, আমার লেখাগুলো পড়ার পরে দয়া করে কমপক্ষে একটি মন্তব্য হলেও করবেন। আমার অতি আনন্দ হয়, যখন কেউ মন্তব্য করেন। আমি সামোতে নতুন এখনো ভালভাবে সামো ব্যবহার করতে শিখিনি। আমাকে শিখতে সহযোগীতা করুন, উৎসাহ দিন।
২| ২৭ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০৮
নিশ্চুপ শরিফ বলেছেন: করলাম।
৩| ২৭ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১৯
সাইফু্ল বলেছেন: করলাম।
৪| ২৭ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৬
দিকভ্রান্ত*পথিক বলেছেন: কমেনটানতে কোন আপত্তি নাই, বরং আনন্দই পাই যদি লেখার বিষয়ে কিছু বলার থাকে
©somewhere in net ltd.
১|
২৭ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০৬
নিয়েল ( হিমু ) বলেছেন: লিখুন । পড়ব ।
আর কেউ পড়ল এটাই অনেক নয় কি ? কমেন্ট দরকার ? আচ্ছা এখন থেকে চোখে পরলেই পড়ব এবং পড়েছি একটা কমেন্টে জানিয়ে দিব
স্বাগতম আপনাকে ।