নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বদলে যাও, বদলে দাও বল্লেই কি বদলানো যায়। আপ্রাণ চেষ্টা করেও পারিনি আমার ভাগ্যকে বদলাতে

কেউ আমায় দুঃখ দিলেও কষ্ট পাই না, কারন দুঃখের সাথেই এখন আমার বসবাস। প্রতি নিয়তই হয় বাসর, আমার দুঃখ প্রেয়সীর সাথে।

রবিউল ফকির

আমি ভাল কিনা জানি না তেব আমি মন্দ নই।

রবিউল ফকির › বিস্তারিত পোস্টঃ

মজার ও অবাক করা কিছু তথ্য_

৩১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৭

✦একটি পিঁপড়া তার ওজনের ২০-৫০ গুন বেশি ওজন

বহন করতে সক্ষম!!

✦মধুই একমাত্র খাবার যা নষ্ট হয় না!

✦প্রাণিকুলে মানুষই একমাত্র প্রাণী, যারা চিৎ

হয়ে ঘুমায়!!

✦৯৯% মানুষই টিভি'র ভলিউম বিজোড় সংখ্যায়

রাখতে অস্বস্তি বোধ করে (সন্দেহ আছে)

✦বিয়ের আংটি'অনামিকা আঙ্গুলে'পড়ানো হয়

কারন একমাত্র ঐ আঙ্গুলের শিরা হৃদপিণ্ডের

সাথে সংযুক্ত থাকে।

✦'পেঙ্গুইন'দের মধ্যেও হতাশা কাজ করে। যখন

তারা অনেক হতাশ ও বিষাদগ্রস্ত হয়ে যায় তখন

তারা নিজের দল থেকে বের হয়ে চলে যায়

এবং নিঃসঙ্গতা সাথে নিয়ে মারা যায়।

✦আমরা সাধারণত মেসেজ, বা চ্যাটিং এর সময়

ইংরেজি you কে ছোট করে U লিখি। এটি সর্বজন

স্বীকৃতি হয়েছে যখন প্রথম সেক্সপিয়ার তার

বইতে you এর

পরিবর্তে U ব্যাবহার শুরু করে।

✦সিংহের গর্জন ৫ মাইল দূর থেকেও

দিব্যি শোনা যায়।শুনে মনে হয় আশে পাশের

আওয়াজ!!!

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ৩১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৮

ফরিদ আলম বলেছেন: জানলাম

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৭

রবিউল ফকির বলেছেন: ভাল লাগার জন্য আপনাকে ধন্যবাদ

২| ৩১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৪

mahee বলেছেন: valo laglo

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৭

রবিউল ফকির বলেছেন: ভাল লাগার জন্য আপনাকে ধন্যবাদ

৩| ৩১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৬

মুনির০০৭ বলেছেন: ভালো লাগলো

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৭

রবিউল ফকির বলেছেন: ভাল লাগার জন্য আপনাকে ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.