![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ভাল কিনা জানি না তেব আমি মন্দ নই।
১)মেয়েরা প্রেম করে সুন্দর ছেলে দেখে আর
বিয়ে করে প্রতিষ্ঠিত ছেলে দেখে .
২) পুরুষ জীবনে স্বেচ্ছায় একটিই ভুল সিদ্ধান্ত
নেয়, সেটা হলো বিয়ে করা। আর
নারী সারাজীবনে একটি সঠিক সিদ্ধান্ত
নেয়, তা হলো বিয়ের পিঁড়িতে বসা ।
৩) নারীরা বিয়ের সময় এই ভেবে কাঁদে যে,
তার আসল রূপটি যেন হবু
স্বামী বুঝতে না পারে। আর পুরুষ বিয়ের সময়
এই ভেবে হাসে যে, যা হওয়ার তা তো হয়েই
গেছে, এখন কেঁদে আর লাভ কী?
৪) পুরুষকে সবচেয়ে বেশি সন্দেহ করে তার
বিবাহিত স্ত্রী। আর
নারীকে সবচেয়ে বেশি সন্দেহ করে তার
প্রেমিক ।
৫) নারী ও পুরুষের সবচেয়ে বড় মিল
হলো বিয়ের পর তারা একসঙ্গে থাকে। আর
নারী ও পুরুষের অমিল হলো বিয়ের পর
নারী সংসারে একনায়কতন্ত্র প্রতিষ্ঠার জন্য
যুদ্ধ চায়। পুরুষও গণতন্ত্র চায় না, শুধু
শান্তি চায় ।
৬) একজন নারী একসঙ্গে ক'টি প্রেম করে,
তা বুঝতে দেয় না। আর সম্ভবত
সবচেয়ে বেশিসংখ্যক পুরুষই প্রেমহীন জীবন
কাটায় ।
৭) কোনো পুরুষের কাছে প্রথম প্রেমের প্রস্তাব
পাওয়ার পর নারী প্রচণ্ড রাগ রাগ ভাব
দেখায়; কিন্তু বাস্তবে এর চেয়ে বেশি খুশি আর
সে কোনোদিন হয় না ।
৮) নারী জানে যে, তার প্রেমিক তাকে যেসব
প্রতিশ্রুতি দেয় তার সবই অলীক
কল্পনা এবং সেসবের অধিকাংশই কোনোদিন
পূরণ করতে পারবে না। তারপরও নারীরা প্রেম
করার সময় তার প্রেমিকের কাছে এ রকম
প্রতিশ্রুতিই বেশি বেশি আশা করে ।
৯) দু'জন সুন্দরী নারী আড্ডা দেওয়ার সময়
অনেক গোপন বিষয় একে অপরের কাছে ফাঁস
করে দেয়, এমনকি পোশাকেরও প্রশংসা করে।
কিন্তু তারা ভুল করেও একে অপরের রূপের
প্রশংসা করে না ।
১০) একজন নারী তার জীবনের সিংহভাগ সময়
রান্নাঘরে কাটিয়ে দেয়, তারপরও অধিকাংশ
পুরুষের অভিযোগ, তার স্ত্রীর হাতের
রান্না খাওয়া যায় না ।
১১) অধিকাংশ পুরুষ কষ্ট
করে পড়াশোনা করে এই ভেবে যে,
সে একটি ভালো চাকরি পাবে। আর অধিকাংশ
নারী কষ্ট করে পড়াশোনা করে এই ভেবে যে,
সে ভালো একটি স্বামী পাবে ।
১২) মেয়েরা কছু পাতার উপর পানির মত , একটু
নড়লেই ছিটকে পরে আর ছেলেরা ফেভিকল গাম
এর মত লাগলে আর ছাড়েনা ১৩পুরুষ এর কথায় আদেশ বেশি থাকে , আর
মেয়েরা সোজা না বলে কথা ঘুরিয়ে বলে।
১৪)পুরুষ এর ভাষা অনেক তথ্য সম্রিদ্দ
হয়ে থাকে , আর মেয়েরা আবেগময়
কথা বেশি বলে।
১৫) পুরুষ এর ভাষা আদেশ মুলক হয় , আর
মেয়েরা ন্যাকামো বেশি করে , সহজ
কথা কে কঠিন করে বলে।
১৬)ছেলেরা আত্মবিশ্বাসী আর
মেয়েরা সমাজোতায় বিশ্বাসী ।.............. -....
ভালো লাগলে লাইক দিবেন
২| ৩১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৪
শহুরে কাউয়া বলেছেন: ১) প্রেম করার জন্য সুন্দর ছেলে খুজতাসি। পাইতাসি না
২) বিয়ে করার সিদ্ধান্ত সবসময় সবার জন্য ভুল
৩) ফান্দে পড়িলে সব বগাই কান্দে
৪) সত্য
৫) গনতন্ত্র সবচেয়ে পরিক্ষিত ব্যার্থ ব্যাবস্থা যা আমরা মেনে নিয়েছি
৬)
৭) আবার জিগায়
৮) কঠিন সত্য
৯) এটা ঠিক না
১০) এটা ও ঠিক না
১১) এটা ও ঠিক না
১২) প্রায় ঠিক
১৩) নাই
১৪) পুরুষরা কি সব জানে নাকি?আচানক !!
১৫)আপনার বউ ন্যাকা দেইখা কি সব মাইয়া ন্যাকা?
১৬) কত ছেলেরে কান্তে কান্তে নাকের পানি চোখের পানি এক করতে দেখলাম
ট্রাই করতে থাকেন
একসময় বালাই লেকবেন
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১০
রবিউল ফকির বলেছেন: অনেক সময় নিয়ে পড়ার জন্য এবং মন্তব্য করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ
৩| ৩১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৬
আগুয়ান বলেছেন: ভালো লাগলো। অনেক কিছু জানলাম।................
৪| ৩১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৭
মো: আতিকুর রহমান বলেছেন: valo laglo. Mojar
৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১০
রবিউল ফকির বলেছেন: সবাইকে ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
৩১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৩
বেলা চৌধুরী বলেছেন: ফালতু !