![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ভাল কিনা জানি না তেব আমি মন্দ নই।
দয়া করে এই পোষ্টটি পড়ুন। সবার কাছে অনুরোধ রইল
একটি মাত্র ব্যাক্তি "ইমরান" যে এই শাহবাগে বিশাল সমাবেশের আয়োজক। এই আয়োজনকে আমি স্বাগত জানাই। এইরকম উদ্যোক্তা অরাজকতার বাংলাদেশে আরো অনেক অনেক বেশী প্রয়োজন। আমি জনাব ইমরান কে সামনে পেলে দারিয়ে স্যালোট করতাম। আমি এইরকম আরো ইমরানকে গোটা বাংলাদেশকে রক্ষা করার করার জন্য গর্জে উঠার জন্য আহব্বান জানাই। রক্ষা করুন রাক্ষসরূপী আমাদের সকল রাজনৈতিক নেতাদের হাত থেকে। এই প্রধান, বিরোধী যাই বলেন সকল দলগুলো তারা তাদের প্রয়োজনে রাজনিতি করে থাকেন। দেশের মানুষগুলোকে নিয়ে কোন দলই ভাবে না। দলের নেতাকর্মীগুলো সব সময় মেতে থাকেন টাকার দম্বে। বৈধ অবৈধ পথে টাকা উপর্জনে মত্ত থেকে শিল্প পতি, কোটিপতি এমনকি বহিঃবিশ্বে ব্যবসা, বাণিজ্য, রাজ প্রাসাধ গড়েতুলেন অথব যেই জনগনের ভোটে তারা ক্ষমতায় আসে তারা না খেয়েই অনাহারে জীবন কাটায় তাদের ভাগ্যের কোন পরিবর্তন ঘটে না। অথচ এই রাজনৈতিক নেতারাই দেশের ছোট বড় ঋণ দেয় এমন এনজিওর পিছলে লেগে থাকেন। আপনি ১০ হাজার টাকা কৃষি লোন নিতে যান ব্যাংক থেকে দেখবেন সেখান থেকে ৩ থেকে ৪ হাজার টাকা ব্যাংক কর্তৃপক্ষ এবং রাজনৈকি প্রভাব আছে এমন ব্যাক্তিদের দিতে হবে। নয়তো বা ঋণই পাবেন না। আর ঋণ যদিও পান তবে এই কাগজ, সেই কাগজ, ২-৩ জন জামিনদার কত কি দিতে হবে অথচ যেই এনজিও গুলো ঋণ দিয়ে থাকেন তারা কোন কিছুই বিবেচনা নাকরে আপনাকে ১০ হাজার থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দিয়ে দিচ্ছে। যা আপনি আপনার বাবা অথবা ভাইয়ের কাছে চেয়েও পাবেন না। এখন এনজিওর টাকা আপনি যদি হেলায় ফেলায় খরচ করে বসে থাকেন সে জন্য এনজিও দায়ি নয়। আমি কোন এনজিও কর্মচারী/কর্মকর্তা কিংবা কোন এনজিওর মালিক নই শুধু আমি আমার ভাবনার কথাগুলি বলেছি মাত্র। মূল কথা এনজিও নয়, মূল কথা হলো দেশ রক্ষার জন্য। আমাদের দেশে প্রাকৃতিক সম্পদ, সম্ভাবনাময় কৃষি, সস্তায় শ্রম বিক্রি এসবের পরেও কেন আমরা আমাদের ভাগ্য পরিবর্তন তথা আমাদের দেশের উন্নয়ন ঘটাতে পারিনা। অথচ আমাদের এই বাংলাদেশের মানুষগুলোই আফ্রিকার মতো দেশে গিয়ে সেই দেশের সরকারের খাস জমি লিজ নিয়ে এক ভাবনাময় কৃষি চাষের মাধ্যমে সারা ফেলে দিয়েছেন এমনি করে সৈদি আরবে, কুয়েতসহ বিভিন্ন দেশে এমন অহরহ প্রমান রয়েছে। তাছাড়া বাংলাদেশের পরে স্বাধীন হয়েছে এমন দেশও আজ বাংলাদেশকে পিছনে ফেলে তারা অনেক উপড়ে উঠেগেছে। আমাদের বাংলাদেশে এখন এমন একজন দেশ চালানোর দায়িত্ব নেওয়ার দরকার যে হবে বাংলাদেশর 'মাহতির মোহাম্মদ' আর কয়েকজন গর্জে উঠুন ইমরানের মতো যাদের ডাকে প্রকৃত দেশ প্রেমিকরা তৈরী করবেন একটা তৃতীয় শক্তি হিসেবে। যারা শুধুই দেশ দেশের মানুষের প্রতি ভালবেসে দেশটাকে গড়ে তুলবেন। দয়া করে আমাদের বাঁচান, আমরা বাঁচতে চাই স্বাধীন দেশে দেশমাতাকে বুকে নিয়ে বাঁচতে চাই।
২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৭
মুহাম্মদ ফয়সল বলেছেন: আমার একটা দাবী আছে, আমি আর "বাংলাদেশ জিন্দাবাদ" ধরনের হিপোক্রেট জয়ধ্বনি শুনতে চাই না। আমরা জয়বাংলা ধ্বনিতে জন্ম নিয়েছি। তা - ই থাকুক চীরদিন।
©somewhere in net ltd.
১|
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৬
রাইসুল বাঙ্গালী বলেছেন: তোমার কথা শূনার সময় নাই। শাহবাগের কথা শোন। একটাই কথা একটাই দাবী। আর কোনো কথা নেই, কোনো কথা থাকতেও পারে না। একটাই পথ একটাই শপথ।
এখানে জ্ঞানগরিমা প্রদর্শন, বিদ্যাদান, বিশ্লেষণ, যুক্তিপ্রদর্শন, সমস্যাসংকট ব্যাখ্যা করা, তথ্যউপাত্ত উপস্থাপন, অতি আশা, আশংকা, ভবিষ্যতবাণী করা, সবকিছুই নিষেধ। এখন একটাই কথা একটাই দাবী। একটাই পথ একটাই শপথ। অন্য কিছু দেখার পড়ার বুঝার টাইমও নাই দরকারও নাই। ফুটেন।
ক্ষমতাসীন, ক্ষমতাবান, পদবীধারী, নেতানেত্রী, আলেম-ওলামা, জ্ঞানীগুণি, ওস্তাদ গুরু কাউকেই আপাতত যথাযথ সম্মান প্রদর্শন করা যাচ্ছে না, সরি, এখন টাইম নাই; এখন একটাই কথা একটাই দাবী। একটাই পথ একটাই শপথ। কারো যদি বেশি সমস্যা হয় মনে করেন, সিনেমা দেখতাছি, চুপচাপ দেখতে থাকেন।
যারা ভিতু, দুর্বল, হতাশ,সংশয়বাদি তারা দূরে বসে ধ্যান কর, অনুভব করার চেষ্টা কর। ভাল লাগবে। চাপ সহ্য করতে না পারলে আরো দূরে যাও। ভালমন্দ খাওয়া দাওয়া কর, হেভ্ভি করে ঘুম দেও।
যারা ছাগু তারা খা হাগু। এখান থেকে যা। বাংলা থেকে যা। যদি পারিস তওবা কর, অনুশোচনায় পুড়ে মর। আর কিছু করার তোর কোনো সুযোগ নাই। তোদের কথা এখন আর কেউ শূনছে না। লাথ্থি।
আর যারা জনতার সেবক, সরকার, প্রশাসন, করপোরেশন, সেবা প্রতিষ্ঠান তারা এখানে সার্ভিস দেন; কেননা আপামর জনতা এখন এখানেই।
আমরা জানি শুধু লড়তে্ই হবে, জিততেই হবে। আমরা জানি লক্ষে মোদের যেতেই হবে। সারা বাংলা এখন শাহবাগ। যেখানেই বাঙালি সেখানেই শাহবাগ। আমি বাঙালি, তুমি বাঙালি । জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা।
রাজাকারের ফাঁসি চাই, আর কোনো দাবী নাই। জামাতশিবিরের বিনাশ চাই, আর কোনো কথা নাই। রাজাকারের ফাঁসি চাই, আর কোনো দাবী নাই। জামাতশিবিরের বিনাশ চাই, আর কোনো কথা নাই। রাজাকারের ফাঁসি চাই, আর কোনো দাবী নাই। জামাতশিবিরের বিনাশ চাই, আর কোনো কথা নাই।
জামাত শিবির রাজাকার. এই মূহুর্তে বাংলা ছাড়। জামাত শিবির রাজাকার. এই মূহুর্তে বাংলা ছাড়।জামাত শিবির রাজাকার. এই মূহুর্তে বাংলা ছাড়।জামাত শিবির রাজাকার. এই মূহুর্তে বাংলা ছাড়।