নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বদলে যাও, বদলে দাও বল্লেই কি বদলানো যায়। আপ্রাণ চেষ্টা করেও পারিনি আমার ভাগ্যকে বদলাতে

কেউ আমায় দুঃখ দিলেও কষ্ট পাই না, কারন দুঃখের সাথেই এখন আমার বসবাস। প্রতি নিয়তই হয় বাসর, আমার দুঃখ প্রেয়সীর সাথে।

রবিউল ফকির

আমি ভাল কিনা জানি না তেব আমি মন্দ নই।

রবিউল ফকির › বিস্তারিত পোস্টঃ

আরেকটি আন্দোলনের প্রয়োজন

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৫

ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত। আজি এই বসন্তের দিনে ফাগুনের আগুন লেগে যাক সকল ব্লগারদের, সকল আন্দোলনকারীর মনে। আমি সবাইকে স্যালোট জানাই সকলকে, যারা এই আন্দোলনে সামিল হয়েছে নিজে থেকে (সকল রাজনৈতিক দলের প্রোরচনার সিকার না হয়ে)। দেশটাকে ভালবাসেন নিজের করে, নিজের মায়ের মতো, সন্তানের মতো। রাজনৈতিক দলের সার্থে দেশটার ধ্বংশ ডেকে আনবেন না। সবাই প্রতিহত করুন রাজাকাদের বিরুদ্ধে আন্দোলনের মতোকরে দেশের সকল সমস্যায়। এমনি করেই জেগে উঠতে হবে প্রতিটি নাগরিকের। নির্দিষ্ট কোন লক্ষে পৌছতে হলে সবাইকে একই পথে হাটতে হবে। যার যার মতো করে যার যার রাস্তায় হাটলে সকলকে (দেশকে) কখনোই লক্ষমাত্রায় পৌছা সম্ভব নয়। আমি কামনা করি প্রজন্ম চত্তরের অতি শিগ্রই একটা সমাধান আসুক। যে সকল রাজনৈতিক দলগুলোতে রাজাকারের অবস্তান আছে তাদের বিরুদ্ধেও রুখে দারানোর আহব্বান জানাচ্ছি। কোন অধিকার নেই তাদের দেশ পরিচালনা করার। শুধু তাই নয় যারা রাজাকারদের দলে স্থান দিয়েছেন, বড় বড় পদ দিয়ে রেখেছেন, আত্মীয়তা করেছেন রাজাকার ও রাজাকারদের সন্তানদের সঙ্গে, তাদের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তুলুন। আজকের এই কাদের মোল্লার রায়ের বিরুদ্ধে যেমন আন্দোলন হয়েছে সেইরকম আরেকটি আন্দোলন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.