![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ভাল কিনা জানি না তেব আমি মন্দ নই।
আমরা কখনোই সঙ্গাত, অরাজকতা, অপ্রচার, দলের সাথে দলের কোন্দল চাইনি। আমরা আমাদের বাপ-দাদারা যুদ্ধ করে একটি স্বাধীন দেশ অর্জন করেছিল। আর আমাদে গল্প বলতেন দেখিন তোরা আজীবন থাকবি সুখে শান্তিতে। এই কি শান্তির নমুনা। আর কত রক্ত ঝড়লে শান্তি পাব। আর কতটা উদবেগ নিয়ে ঘর থেকে অফিসে আর অফিস থেকে ঘরে ফিরতে হবে। ঘরে ফিরে কিংবা অফিসে গিয়েও উদবেগ আর উৎকণ্ঠা দূর করতে পারি না কারন সত্যিকার অর্থে দেশ এখন বসবাসের জন্য নিরাপদন নয় আমাদের মতো সাধারন পরিবারের মানুষের জন্য আমাদের ছেলে মেয়েরা/ভাই বোনরা স্কুল, কলেজ, বিশ্ব বিদ্যালয়ে যাওয়া এবং বাসা/বাড়িতে ফিরে আসা পর্যন্ত দারুনভাবে দুঃচিন্তায় থাকি। কখন না তাদের উপর আচমকা বিপদ চড়ে বসে। আজকাল প্রায়ই দেখা যায় রাস্তায় আন্দোলনকারী আর পুলিশের মধ্যে ধাওয়া পালটা ধাওয়া হচ্ছে অথচ সাধারন পথচারী/কর্মজিবী/ছাত্র/ছাত্রী/শিশুরা আহত/নিহত হচ্ছে অথবা পুলিশের আক্রোশের শিকার হচ্ছে ধরা ছোয়ার বাইরে থেকে যাচ্ছে মূল অপরাধীরা। সকল (যামায়াত/দলীয়/বিরোধীদলের) যুদ্ধাপরাধীদের বিচার অবশ্যই চাই তবে দেশ ও দেশের জানমালের নিরাপত্তা রক্ষা করতে হবে আগে। আমার মাঝে মাঝে লজ্জা হয় যে সোনার বাংলাদেশের মতো দেশে জন্ম নেওয়ার পরেও কেন শান্তিতে বসবাস করতে পারবনা। কিসের অভাব দেশে? তবে কেন এত হানাহানি? একটা মানুষের কত সম্পদের প্রয়োজন? কতটা সম্মানের প্রয়োজন? কতটা ক্ষমতার প্রয়োজন? বলতে পারে? সকল দলের নেতাকর্মীরা নিজের ক্ষমতার জন্য আজ আন্দোলন করছেন, ক্ষমতার জন্যই আন্দোলন প্রতিহত করেছে। কেউ দেশের জন্য করছে না। যারা দেশের জন্য করেছেন তারা ৫২ এবং ৭১ এ ই করেছেন। তার পরে সবাই শুধু নিজের পকেটের চিন্তা করে সবকিছু করছে। আপনাদের (সকল দলের) কাছে আমার বিনীত অনুরোধ দেশের কথা চিন্তা করুন, সত্যিকার অর্থে সোনার বাংলা হিসেবে গড়ে তুলোন। প্রয়োজনে দেশের সকল দল, সকল জনতাকে নিয়ে দেশটাকে সত্যি সত্যি সোনার বাংলা গড়ে তুলোন।
২| ০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৩:০৯
মো ঃ আবু সাঈদ বলেছেন: সকল (যামায়াত/দলীয়/বিরোধীদলের) যুদ্ধাপরাধীদের বিচার অবশ্যই চাই তবে দেশ ও দেশের জানমালের নিরাপত্তা রক্ষা করতে হবে আগে
১১ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৪৯
রবিউল ফকির বলেছেন: আপনার অভিমতকে স্বাগতম
৩| ০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৩:২৭
Shihab Khan বলেছেন: মো ঃ আবু সাঈদ বলেছেন: সকল (যামায়াত/দলীয়/বিরোধীদলের) যুদ্ধাপরাধীদের বিচার অবশ্যই চাই তবে দেশ ও দেশের জানমালের নিরাপত্তা রক্ষা করতে হবে আগে
Click This Link
©somewhere in net ltd.
১|
০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৩:০৫
নন্দনপুরী বলেছেন: রাজাকার বাচানো হরতাল মানিনা.......
যুদ্ধাপরাধীদের ফাসি হবেই হবে...ইনসাল্লাহ