নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বদলে যাও, বদলে দাও বল্লেই কি বদলানো যায়। আপ্রাণ চেষ্টা করেও পারিনি আমার ভাগ্যকে বদলাতে

কেউ আমায় দুঃখ দিলেও কষ্ট পাই না, কারন দুঃখের সাথেই এখন আমার বসবাস। প্রতি নিয়তই হয় বাসর, আমার দুঃখ প্রেয়সীর সাথে।

রবিউল ফকির

আমি ভাল কিনা জানি না তেব আমি মন্দ নই।

রবিউল ফকির › বিস্তারিত পোস্টঃ

আমরা শোকাহত

২৫ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:২৬

অত্যান্ত ভারাক্তান্ত মন নিয়ে লিখছি। প্রকৃত পক্ষে আমি আজ লিখতে পারছি না এই জন্য লেখার মত মানসিকতা বা ভাষা আমি খোজে পাচ্ছি না। সাভার বাস ষ্ট্যান্ড সংলগ্ন 'রানা প্লাজা' ধংশের কারনে (যেখানে ছিল পাঁচটি গার্মেন্টস ফ্যাক্টরী) আজ শহশ্রাধিক নারীপুর মর্মান্তিকভাবে আহ এবং শতাধিক মানুষ নিহত হয়েছে। আমি শোকাহত এই জন্য যে, আমিও একটি প্রথম শ্রেণীর গার্মেন্টস কারখানার সহযোগী প্রতিষ্ঠানে নিয়েযিত আছি। সেই হিসেবে যারা আহত কিংবা নিহত হয়েছেন তারা আমার সহোদরের মতো মনে হয়। আমি সকলের কাছে তাদের এবং তাদের (আহত/নিহত) পরিবারের জন্য দোয়া এবং সহযোগীতা কামনা করছি। যার যার অবস্থানে থেকে যতটু যেভাবে পারা যায় সহযোগীতার হাত বারান। টিভিতে কিং পত্রিকায় পড়ে এই বিভৎস দৃষ্য অনুভব করা সম্ভব নয়।

আসুন সবার মাগফিরাত কামনা করি এবং আহতরা যেন সুস্থ হয়ে আবার আমাদের মাঝে সাভাবিক জীবনে ফিরে আসতে পারে সেই জন্য প্রার্থনা করি। আমি মাঝে মধ্যে লিখি আমার লিখা লিংকে গেলে পাবেন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.