![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ভাল কিনা জানি না তেব আমি মন্দ নই।
মাননীয় প্রধান মন্ত্রী আপনাকে আমার আন্তরিক শ্রদ্ধা, সম্মান ও শুভেচ্ছা জানাই। আপনি শুধুই একজন প্রধান মন্ত্রী নন আপনি জাতীর পিতা বঙ্গবন্ধুর কন্যা, বর্তমান ক্ষমতাসীন দলের প্রধান। মাননীয় রাষ্ট্রপতি দেশের সর্বোচ্চ ব্যাক্তি। সম্মানীয় ব্যাক্তি এবং নিঃশন্দেহে তিনি একজন ভাল মানুষ। তিনি সেই ছাত্র জীবন থেকেই মাঠ পর্যায়ে রাজনিতি করে আসছেন সেই সাথে বঙ্গবন্ধুর সাথে রাজনিতি করে এই পর্যন্ত এসে তিনি সর্বোচ্চ পাওনার দাবিদার হিসেবে সকল চাওয়া পাওয়া পূর্ণ হয়েছেন। দলীয় ভাবে উনাকে সর্বোচ্চা সম্মান দিয়েছেন এবং দেশের জনগনও সাদরে গ্রহন করেছেন। অধম ফকিরের প্রশ্ন হলো এডভোকেট আব্দুল হামিদ, এম.পি সাহেব যখন মাননীয় রাষ্ট্রপতি হয়েগেলেন তখন উনার আসনটি শূন্য ঘোষনায় মাননীয় দেশনেন্ত্রী কি যোগ্য প্রার্থি হিসেবে রাষ্ট্রপতি পূত্র ছাড়া আর কোন যোগ্য প্রার্থী পেলেন না। এই না পাওয়াকে দেশের জনগন কতটা সহজ ভাবে নিয়েছেন আমার বোধগম্য নহে। মাননীয় রাষ্ট্রপতি জীবনে কোন একটি বারের জন্যও উনার আসন থেকে অকৃতকার্য হন নি তবে রাষ্ট্রপতি পুত্র এবার অকৃতকার্য না হলেও আমার মনে হয় দ্বীয়বার থেকে এই আসনটি ৫০/৫০ হার-জিতের সম্ভাবনা থেকে গেল। এই লেখাটি খোলা চিঠি বৈ অন্য কিছুই নয়।
২| ০৪ ঠা জুলাই, ২০১৩ সকাল ১০:৪৬
জামান2021 বলেছেন:
০৪ ঠা জুলাই, ২০১৩ দুপুর ১:৪৫
রবিউল ফকির বলেছেন: ভাইরে------- আমার ভুল হইয়া গেছে। আল্লারওয়াস্তে আমারে মাফ কইরা দিয়েন।
কারন হইল হয়তো আমি নাই বুইঝা লেখছি নয়তো আপনে এই লেখার কিছুই বুঝেন নাই। তাই চলেন আমরা দুইজনেই আবার ইস্কুলে ভর্তি অইয়া যাই। কিছু শিখতে হইব না। আপনে ইস্কুলে ভর্তি না অইলেও আমি কিন্তু ভর্তি অমু। কার মুরুক্ষ থাকন যাইব না এই ডিজিটালের দেশে।
৩| ০৪ ঠা জুলাই, ২০১৩ সকাল ১০:৫০
নীল জানালা বলেছেন: বাংলাদেশের সব রাজনিতিবিদই নিজের পাতে ঝোল টানতে উস্তাদ। এইটা নতুন কি?!! দেশ আর জনগনরে পোংগামারা আর নিজের ঝোলা ভারি করা এই দুইটাই হৈল বাংলাদেশি রাজনিতিবিদদের যোগ্যতা।
০৪ ঠা জুলাই, ২০১৩ দুপুর ১:৪২
রবিউল ফকির বলেছেন: এই ভাবে না বল্লেও পারতেন।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা জুলাই, ২০১৩ সকাল ১০:১২
রবিউল ফকির বলেছেন: মন্তব্য নিষ্প্রোয়োজন ------------------------------