নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বদলে যাও, বদলে দাও বল্লেই কি বদলানো যায়। আপ্রাণ চেষ্টা করেও পারিনি আমার ভাগ্যকে বদলাতে

কেউ আমায় দুঃখ দিলেও কষ্ট পাই না, কারন দুঃখের সাথেই এখন আমার বসবাস। প্রতি নিয়তই হয় বাসর, আমার দুঃখ প্রেয়সীর সাথে।

রবিউল ফকির

আমি ভাল কিনা জানি না তেব আমি মন্দ নই।

রবিউল ফকির › বিস্তারিত পোস্টঃ

আদু ভাইয়ের খোলা চিঠি (কাল্পনিক চিঠি কাউকে কষ্ট দেয়ার জন্য নয়)

০৭ ই জুলাই, ২০১৩ দুপুর ১:০৯

বুবু আমার সালাম নিও। তুমি কেমন আছে? মনে হয় খোব ভাল নাই। তুমি ভাল না থাকলে আমি এবং আমরা ভাল থাকি কেমনে?

আমার ভাইগনা, বাগিনি এবং নাতি নাতনিরা কেমন আছে? তাগোর খবরা খবরও অনেকদিন যানি না। তয় বুবু, আমাগো বাপ দাদারা যে বাংলা ভাসা এবং দেশের লাগি যুদ্ধ কইরা যে এইগুলান অর্জন করছে এই বিষয়ে কি আমাগো নাতি নাতনিরা কি এইসব বিষয়ে জানে। এইগুলিতো ইতিহাসের বইয়ে ধীরে ধীরে আমাগো মতো করে লিখা হইতাছে কিন্তু নাতিরাকি এইগুলান পইড়া কিছু জানতে পারব? হেরাকি বাংলা ভাষা জানে নাকি হেগোরে শিখাইতে হইবে। যদি শিখাইতে হয় তাইলে আমাগো মতো কইরাই শিখাও।

যাক পর সমাচার এই যে, গাজীপুর নির্বাচনে নাকি বিরোধী চলে আর্শিবাদপ্রাপ্ত প্রার্থী জিত্তাগেছে? কেমনে জিতল বুঝলাম না তোমার আর্শিবাদপ্রাপ্ত প্রার্থীর পিছনে এতগুলান নেতা কর্মী পরিশ্রম কইরাও কিছু করতে পালনা এই জন্য আমার মনের মধ্যে দুঃখ, কষ্ট রাখার আর জায়গা পাইতাছি না।

আমি অজোপারাগায়ে থাকি। গ্রামের আশে পাশে এমনকি দূর গ্রামের সেই সাথে দেশের বেবাকে কয় ৭ সিটি কর্পোরেশন নির্বাচন দিছে একটাতেও সরকারীদল সমর্থিত প্রার্থী জিততে পারলনা। আমি হেগো কইলাম কেন নারায়গঞ্জেতো জিতছে। উত্তরে বেবাকে কয় হেইডাও নাকি বিদ্রোহী প্রার্থী জিতছে। কও বুবু এত জ্বালাকি সহ্য হয়।

দেশের বেবাকে কয় ঢাকারে যে দুইটা ভাগ করছে এই দুইটার মধ্যে নির্বাচন দেয় না কেন? নির্বাচন দিলে নাকি এই দুইটার মধ্যেও হাইরা যাইব। বেবাকে কয় ঢাকায় নাকি কি এক আজব বাজার আছে যেইডারে শেয়ার বাজার কয় এই বাজারে নাকি সরকাররে মন্ত্রী ও দরবেশরা সাধারন ক্রেতা/বিক্রেতাগো ডাইকা নিয়া মালামাল বেচা কিনি করাইয়া সব টাকা পয়সা দরবেশ/মুরিদরা নিয়া শুটকির বাজারে বিড়াল পাহাড়াদার বসাইছে আর এই কারনে নাকি শেয়ার বাজারে যারা বেচা কিনা করছে এইরকম ৩০ লাখ লোক নাকি ৩০ লাখ পরিবার নিয়া ভোট দিয়া ঢাকা সিটি (উত্তর এবং দক্ষিন) কর্পোরেশন নির্বাচনে হারাইয়া দিবে। তুমিও তোমার শেষ কারিশমাটা দেখাইয়া দেয়। দলের হক্কল দাদাগো নিয়া শলা মর্শ কইরা একটা যাদুর নির্বাচন কইরা দুইডা মেয়র রাখতেই হইব যেমনেই হউক।

বুবু হুনলাম দলীয় অফিসের সামনে চয়নিকা নামের কাপড়ের দোকানের মালিক জাহাঙ্গির আলম সরকার সে নাকি কয়েকবার মুরাদনগর থেকে নির্বাচন কইরা ফেল মাইরা পরে হোমনায় নির্বাচন করছে সেইখানে ফেল মাইরা পরে আবার মুরাদনগর আইসা নির্বাচন কইরা আবারও (৬/৭ বার ফেল মারা) ফেল করছে। এই সরকারই নাকি হেগ পাশের গেরামের এক চেয়ারম্যান (মহিউদ্দিন অঞ্জন) এর নামে এবং তার শুভাকাঙ্খী লোকজনের নামে ২৮টা মামলা করছে। হেরা নাকি এখন প্রায় প্রতিদিনই কেউ না কেউ হাজিরা দিতে কুমিল্লা কোর্টে পইড়া থাকে। এই কামডা কিন্তু ভালা করছে।

বুবু তুমি আমার জন্য দোয়া কইর যাতে শরীর স্বাস্থ্য নিয়া ভাল থাকতে পারি।

ইতি তোমার আদু ভাই।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.