নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বদলে যাও, বদলে দাও বল্লেই কি বদলানো যায়। আপ্রাণ চেষ্টা করেও পারিনি আমার ভাগ্যকে বদলাতে

কেউ আমায় দুঃখ দিলেও কষ্ট পাই না, কারন দুঃখের সাথেই এখন আমার বসবাস। প্রতি নিয়তই হয় বাসর, আমার দুঃখ প্রেয়সীর সাথে।

রবিউল ফকির

আমি ভাল কিনা জানি না তেব আমি মন্দ নই।

রবিউল ফকির › বিস্তারিত পোস্টঃ

কিছু বিক্ষাত উক্তি দয়া করে জেনে রাখুন আপনাদের প্রতি অনুরোধ রইল

১০ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:১১

১। “আমি হয়তো আছি তাই বাংলাদেশ নিরাপদে আছে,আমার চোখ বন্ধ হলে কী হবে তা আল্লাহ রাব্বুল আলামিন জানেন”। – শেখ হাসিনা

২। গালি গালি ম্যা শোর হ্যায় , আওয়ামীলীগ চোরহ্যা । – মির্জা আলমগির

৩। “দেশের পরিস্থিতি যে কোন সময়ের

চেয়ে ভালো” । – সাহারা খাতুন।

৪। ”আল্লাহ্র মাল আল্লায় নিসে” । – আলতাফ হোসেন।

৫। ”ভাতের বদলে বাঁধাকপি খান” । – সাইফুর রহমান।

৬। ”বেশী করে আলু খান, ভাতের উপর চাপ কমান” । – মইন ইউ আহমেদ।

৭। ”উই আর লুকিং ফর ‘শত্রুস’ । – লুৎফুজ্জামান বাবর।

৮। ”শেয়ার মার্কেটে কোন ইনভেস্টর নাই, সব জুয়াড়ি” । – আবুল মাল আব্দুল মুহিত

৯। “আপনারা কম খান কোন সমস্যা থাকবেনা”। – ফারুক খান।

১০। “একদিন বাজারে না গেলেই সব ঠিক হয়ে যাবে”। – আবুল মাল আব্দুল মুহিত।

১১। ”দূর্ঘটনার জন্য চালকরা দায়ী নন” । – শাজাহান খান

১২। আমরা নেতা হইছি বইলা এমন না যে নিজের পায়জামার ফিতা খুইল্লা জনগনের মশারী বাইন্ধা দিমু। – সা কা চৌ



১৩। ”সড়কে ঝুঁকি নেই সেটা আমি বলবো না, তবে কোনো সড়কই চলার অনুপযোগী অবস্থায় নেই” । – আবুল হোসেন

১৪। “মোবাইল বেশী চার্জ দেয়া হয় বলে বিদ্যুৎসংকট” । – গয়েশ্বর রায়

১৫। এরশাদ একটি মরা ঘোড়া । – আওয়ামী লীগ নেতা আবু সাইদ।

১৬। ”পঞ্চম সংশোধনীর কথা আর কি বলব? সোনা মিয়ারে বানাইসে লাল মিয়া আর লাল মিয়ারে বানাইসে সোনা মিয়া। মিয়া কিন্তু ঠিকই আছে, সোনা ডা খালি লাল হইয়া গেছে।” – সাকাচৌ।

১৭। ”জিয়া মুক্তিযুদ্ধ করলেও মন থেকে করেন নি”- মতিয়া চৌধুরি

১৮। “পেঁয়াজ না খেলে কি হয়?” – ফারুক খান

১৯। “এটি একটি বিচ্ছিন্ন ঘটনা”। – সাহারা খাতুন

২০। “আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই কেবল দেশে শান্তি থাকে। আর এখন কৃষক কে আর সার খুজতে হয়না, সার ই কৃষক কে খুজে” । – স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

২১। ” আপনাদের ড্রাইভারের দোষ ছিল , সে ওভারটেক করতে গিয়েছিল ” – আবুল হাসান

২২। “মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে” । – খালেদা জিয়া

২৩। নিয়োগ নিয়ে কি হচ্ছে তা আল্লাহ ভালো জানেন । – স্পিকার আ. হামিদ।

২৪। ১৫ আগস্ট পাশের দেশ ভারত স্বাধীনতা দিবসপালন না করলে খালেদা জিয়াও তার জন্মদিন পালনকরবেন না। – হান্নান শাহ্

২৫। নোবেল পুরষ্কার পাতেল গ্যাস জ্বালানী নিয়ে আন্দোলন কারী আনু মুহাম্মদরা হলো টোকাই । – সংসদে/পরিবেশ মন্ত্রী হাসান মাহমুদ।

২৭। জয়নাল হাজারীর মতো ভালো মানুষ কমই আছে । – আব্দুল গাফ্ফার চৌধুরী।

২৮। আমার বেয়াই রাজাকার হলেও যুদ্ধাপরাধী নয় । – শেখ হাসিনা।

২৯। আগে দেখতাম কুত্তা লেজ নাড়ে, এখন দেখি লেজেই কুত্তা নাড়ায়। – সাকা চৌধুরী

৩০। বঙ্গবন্ধু জন্মের সাথে সাথেই না কেদেঁ জয়বাংলা বলে উঠেছেন। – স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী টুকু।

৩১। যাদের চেহারা সুরত ভালো না, তারাই বোরখা পড়ে। – প্রতিমন্ত্রী লতিফ সিদ্দিকী

৩২। শেখ হাসিনা ছাড়া সৌদি বাদশা আর কারো সাথে দেখা করেননি কোনোদিনও।– পররাষ্ট্রমন্ত্রী দিপুমনি।

৩৩। বিমান মন্ত্রনালয় চলছে সতীনের সংসারের মতো । – কর্নেল অলি।

৩৪। গাবতলী গরুর হাটটি আমাদের প্রাণপ্রিয় নেতার নামে ‘‘এরশাদ গরুর হাট” রাখা হোক -এটা আমাদের প্রাণের দাবী। – এস এ খালেক, এমপি

৩৫। ধর্ষন যখন নিশ্চিত, তখন তা উপভোগ করাই শ্রেয়। – সা কা চৌধুরী

৩৭। দেশে খুন বেড়েছে, অপরাধ বাড়েনি। – আলতাফ হোসেন

৩৮। আমার নেত্রী জীবনে কখনো কোনদিন মিথ্যা কথা বলেননি। – জিল্লুর রহমান।

৩৯। মৃতদের প্রতিটি পরিবারের জন্য ক্ষতিপূরণ হিসাবে ১ টি করে ছাগল দেওয়া হবে। – কর্নেল আকবর, নৌপরিবহন মন্ত্রী (সাবেক)/চাঁদপুরে লঞ্চডুবির পর নিহতদের কান্না থামানোর চেষ্টায় তিনি এই মন্তব্য করেন।

৪০। ভারতকে ট্রানজিটের বিনিময়ে ফি নয়, একটা কিছু নিবো । – অর্থমন্ত্রী মুহিত।

৪১। ধর্ম একটি নেশা, যেমন তামাক-মদ যেমন নেশার সৃষ্টি করে, ধর্ম তেমনি এক ধরনের নেশার সৃষ্টি করে। – বস্ত্র ও পাট মন্ত্রী, আ. লতিফ সিদ্দিকী।

৪২। মিডিয়ার মালিকরা জারজ সন্তান।– বস্ত্র ও পাটমন্ত্রী আ. লতিফ সিদ্দিকী।

৪৩। সরকার আমাকে ক্ষমতা দিয়েছে, আমার ক্ষমতা কেউ কমাতে পারবেনা। – লোটাস কামাল।

৪৪। মহাজোট ব্যর্থ হলে আমাকে প্রথম ফাসিঁ দেওয়া হবে। – হুমু এরশাদ ।

৪৫। শামীম ওসমান ভালো অভিনেতা, তিনি মিথ্যাকে সুন্দর ভাবে সত্যে পরিনত করেন।– অভিনেত্রী সারাহ কবরী, এমপি।

৪৬। রমজানে সরকারকে অভিশাপ নিবেন না। – বানিজ্য সচিব ম, গোলাম হোসেন।

৪৭। ফারুককে নির্যাতন করে গণতন্ত্রের প্যান্ট খোলা হয়েছে। – আ. স. ম. রব।

৪৮। শেয়ার কেলেংকারীর অভিযোগ পরোয়া করিনা। – লোটা কামাল।

৪৯। কবির চৌধুরী মুক্তিযোদ্ধা হলে আমরাও মুক্তিযোদ্ধা। – জামাত নেতা আজহার।

৫০। আমাদের রাজনীতি করার সিদ্ধান্ত কি উনি নেবেন । – মির্জা আলমগির

৫১। বি এন পির হরতাল সমর্থকরা সম্ভবত নাড়াচাড়া করায় সাভারের ৯ তালা ভবন ধস। – মখা।

৫২। আর কিছু খুইজা পাইনাইক্কা। পাইলেই বেবাক উক্তি আপনাগো চরনে অর্পন কইরা দিমু। -লেখক রবিউল ফকির।

মন্তব্য ১৯ টি রেটিং +০/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:২৭

মোমেরমানুষ৭১ বলেছেন: বিশাল কালেকশন দেখি, আমার কাছে কিছু আছে পরে দেখাইতেছি

১০ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:১৩

রবিউল ফকির বলেছেন: আমারে আলাদা করে একটা মেইল কইরা দিয়েন

২| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৬

ভিটামিন সি বলেছেন: মনে হয় অনেক কিছুই বাদ দিছেন ভাইডি।

১০ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:১৩

রবিউল ফকির বলেছেন: কি কি বাদ দিলাম একটু দেন না ভাই।

৩| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৫

মতিলাল বলেছেন: যার যা ক্ষমতা আছে .. লেখতে থাকেন........

১০ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:১৫

রবিউল ফকির বলেছেন: ভাইডি আমারে কি হুমকি দিলেন? তাইলে ভয় পাইছি।

৪| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৪০

সুজন দেহলভী বলেছেন: এমন একটি সংগ্রহ খুজছিলাম। ধন্যবাদ।

১০ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:১৬

রবিউল ফকির বলেছেন: আপনার খুজার কি অবসান ঘটাইলাম। তাইলে আমারে ৫১ টার জন্য ৫১ টাকা মোবাইলে ফ্যাক্সি অথবা বিকাশ কইরা দিয়েন ০১৮১৭১২৫৩০০ এই নাম্বারে।

৫| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:০৩

খাটাস বলেছেন: রাইখা দিলাম ভাই। :) :) ভাল পুষ্ট। ++++++

১০ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:১৭

রবিউল ফকির বলেছেন: আপনারে কি রাখতে কইছি। আগে আমার কাছ থেকে অনুমতি নেওয়া উচিৎ ছিল। যেহেতু নিয়াই নিছেন তাইলে অনুমতি দিয়াদিলাম। মন খারাপ করলে কিছুই করার নাই।

৬| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:২৪

খাটাস বলেছেন: ভাই জান মনে লয়, আমার নাম টা দেখেন নাই, খাটাস। খাটাস মন খারাপ করে না। অনুমতি না দিলে পারলে আটকান আমার রাইখা দেয়া, পোস্ট ডিলিট করে দেন। /:) :) মন খারাপ করলে কিছু করার নাই।

১২ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৪৭

রবিউল ফকির বলেছেন: আপনিতো দেখি রাইগা গেলেন। রাগ কইরেন না মাঠাডারে ঠান্ডা রাখেন।

৭| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৮

নদ বলেছেন: একটা মিস করসেন ভাই

"নিশ্চিন্তে তালা মেরে ঈদে বাড়ী চলে যান" -সাহারা খাতুন ।

৮| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:০০

রবিউল ফকির বলেছেন: ধন্যবাদ। তবে কথাটা ছিল এইরকম "ঈদে বাড়ী যাওয়ার সময় বাড়ী/দোকানে ভালভাবে তালা লাগিয়ে যাবেন"।

৯| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:২২

চলতি নিয়ম বলেছেন: একটু ক্লু দিয়ে যাই...

>> পান চলবে, মেশিন ও চলবে।

>>সকল ব্লগার নাস্তিক

>> নেক্সট বাবুটা আমার....

>> ইওর ডটার মাই ডটার, ইওর হাজবেন্ড মাই ব্রাদার!!

>> ****দেখলে দিলের মইধ্যে লালা ঝরে....

>>> ....................দেখেন তো আর কিছু মাথায় আসে কি না? ;)

১১ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:০১

রবিউল ফকির বলেছেন: ভাই মাথার মধ্যে উইপোকায় বাসা বাধছে সব খাইয়া ঝর ঝর কইরা ফেলাইছে। এখন আর পারতাছি না।

১০| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৩৫

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: :D :D :D :D

ব্যাপক বিনুদোন।

১১ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:০২

রবিউল ফকির বলেছেন: বিনোদন পাইছেন তয় টেকা দেন।

১১| ০৫ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:৩৪

মনসুর-উল-হাকিম বলেছেন: রাজনীতির নামে বর্তমান বাংলাদেশে যা হচ্ছে তা আসলে কিছু সন্ত্রাস-প্রিয় নষ্ট রাজনীতিবিদ আর দুর্নীতিবাজ বদ আমলাদের চক্রান্তমূলক ষড়যন্ত্র, এটা লুটপাট আর হিংসার রাজিনীতি, এর ভিতরে গন-মানুষের জন্য ইতিবাচক কিছু নেই|

বর্তমান বাংলাদেশের রাজনীতি =সন্ত্রাসপ্রিয় নষ্ট রাজনীতিবিদ +দুর্নীতিবাজ আমলা + লোভী ব্যবসায়ী +অনৈতিক শিক্ষক +কুশিক্ষিত লোভী জনগোষ্ঠি।

সুতরাং দেশের উপর রাজনৈতিক ধর্ষন চলতেই থাকবে, যতদিন না সংশ্লিষ্টজনদের সৎ-দেশপ্রেম উদয় হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.