![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ভাল কিনা জানি না তেব আমি মন্দ নই।
যারা ব্লগে অথবা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের নাম, ছবি লুকিয়ে থাকেন অথবা ছেলে মেয়ে সেজে অথবা মেয়ে ছেলে সেজে একানউন্ট পরিচালনা করে থাকেন আমার মতে তাদের এই একাউন্ট বন্ধ করে দেওয়াই উচিৎ। বিশেষ করে সামহোয়ার ইন ব্লগে দেখা যায়, বিবর্ণ সুখ, খোলা আকাশ, খোলা বাতাস, মুক্তমনা, পাগলমন এইরকম ইত্যাদি ইত্যাদি নাম দিয়ে আইডি খোলা হয়েছে সেই সাথে ছবি ব্যবহার করা হয়েছে বিকৃতভাবে। প্রশ্ন হলো এইসব কেন করছেন? নিজের সঠিক নাম, নিজের ছবি দিলে সমস্যাটা কোথায়। নাকি ফাজলামি করা যাবে না এই জন্য। দয়া করে জাতীকে প্রতারিত করবেন না দেখা যাবে যে জাতীকে প্রতারিত করতে গিয়ে নিজেই প্রতারিত হচ্ছেন।
২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:০৫
রবিউল ফকির বলেছেন: হয় পুলা না হয় মাইয়া আর যদি দুইটা একটাও না হয় তাইলে নিশ্চিত ছাগল।
২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৮
ইলুসন বলেছেন: এখানে অনেক রকম সমস্যা কাজ করে। ধরুন আপনি জামাতে ইসলামের বা ছাত্রলীগের বিরুদ্ধে একটা পোস্ট দিলেন, তারা ক্ষেপে গিয়ে আপনার রগ কেটে দিতে পারে! এই রিস্ক কে নিতে চায়? আর জাতি হিসেবে আমরা অত সহনশীল নই। আমরা বিরুদ্ধমত সহ্য করতে পারি না, নিজের মতের বিরুদ্ধে গেলেই তাকে পরাস্ত করতে সর্বশক্তি দিয়ে উঠে পড়ে লাগি। আর তা ছাড়া নাম আর ছবি দিলেই যে সেটা ফেইক একাউন্ট হবে না তা কে নিশ্চয়তা দিতে পারে? আমি মুহম্মদ শাখায়ত জোয়ারদার নাম নিয়ে ব্লগিং করতে পারি, কে বলবে যে এটা আমার আসল নাম না?
৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:০৭
রবিউল ফকির বলেছেন: মূলত নাম আর ছবির কথা আমি বুঝাতে চাইনি। বুঝাতে চেয়েছি মানুষিকতার বিষয়টা। মানুষিক ভাবে যদি আমরা পরিবর্তন হই তবেই এইটা সম্ভব।
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:০৮
প্যাপিলন বলেছেন: আমি আমার পরিচয় গোপন রেখে ব্লগিং করছি..এখন আমার কি হপে