![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ভাল কিনা জানি না তেব আমি মন্দ নই।
দুপুর ১ টা, রিক্শাওয়ালা লোকটা মাঝ বয়সী। আমায় নিয়ে খুব দ্রুত প্যাডেল ঘুরিয়ে রিকসা চালাচ্ছে। কিছুক্ষন পর পর তার লুংগির গিঁটে বেধে রাখা মোবাইল ফোনটা বেজে উঠছে…
সাথে সাথে তার চালানোর গতি আরো বাড়ছে ৷আমি এতো গতি বাড়ানোর কারন জানতেই
লোকটা এক গাল লাজুক মুখে বলল, আপনার ভাবিজান কল করতাছে। আমার জন্য ভাত বাইরা (সাজিয়ে) বইসা আছে। এহন দেড়টা বাজে। আমার একটার আগেই বাড়িত যাওনের কথা। কত বার বলছি আমার কোনো জুলুম অয় না। আপনেরভাবী কিছুতেই মানতে চায় না, তার একটাই কতা আমারে সারাদিন কাম করতে দিব না, আমার বলে শরীল খারাপ অইবো।
কনছে ভাইজান, আমি কি বুড়া ওইয়া গেছি…, আমারে ছাড়া হে আবার ভাতও খাইব না…
কথা গুলু শুনেই যেন এক সপ্নের ভালবাসার রাজ্যে হারিয়ে গেলাম। কে বলে গরীবের ঘরে ভালবাসা নেই, মায়া নেই, আবেগ নেই, তাদের এই ভালবাসার লুকোচুরি ভাবতে ভাবতেই লোকটা বলে উঠলো ভাইজান, আইস্যা পরছি একটু তাড়াতাড়ি নামেন, আপনের ভাবিজান রাগ করলে আবার রাগ
ভাংগাইতে এক বেলা চইল্যা যাইবো গা…
০৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:৩৯
রবিউল ফকির বলেছেন: এই ভালবাসা আপনার ঘরে আসুক সেই কামনায় আপনাকে ধন্য
২| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ দুপুর ১২:০৯
মায়াবী ছায়া বলেছেন: হুম স্বপ্নময় কিছু কথা....
ভালবাসা সবার ঘরে বৃষ্টি হয়ে ঝরে পড়ুক ।।
০৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:৪০
রবিউল ফকির বলেছেন: মায়াবী ছায়া আপনি পুরুষ না মহিলা সেইটা বুঝাই কষ্টকর। তবুও আপনাকে কিছু একটা ভেবে ধন্যবাদ দিচ্ছি এই জন্য যে আপনি আমার লিখাটা কষ্ট করে পড়েছেন সেই সাথে মন্তব্যও করেছেন। সত্যি সত্যি আপনার কাছেও ধরা দিক ভালবাসার বৃষ্টি অঝোর ধারায়। আপনাকে আবারো ধন্যবাদ।
রবিউল, ০১৮১৭১২৫৩০০
৩| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ দুপুর ১২:১৩
সেলিম আনোয়ার বলেছেন: শুধু কি তাই।সততাও তাদের বেশি। কয়েকদিন আগে অন্যমনষ্ক শরৎএক সিএনজি চালকের সততারউপর পোস্ট দিয়েছিলেন। হিপোক্রাটে ভরে গেছে দেশ। তাই ভালবাসারএত অভাব সততার অভাব।সুখের অভাব।
তারপরও উইশ করি সবাই ভাল থাকুক। ছোট্ট সুন্দর পোস্ট +
০৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:৪২
রবিউল ফকির বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার লেখাটা দেখে মনে হচ্ছে আপনি আমার লেখাগুলো আগেও পরেছেন সেই সাথে মনেও রেখেছেন। মনে রাখার জন্য আপনাকে আবারো ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন।
৪| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৫০
িসরাজ উদদীন বলেছেন: আসলে ভালোবাসা ধনী কিংবা গরীব তার উপর নির্ভর করে না,এটা একা ন্ত মনের ব্যাপার ,তারপরও উইশ করি সবাই ভাল থাকুক। ছোট্ট সুন্দর পোস্ট +
০৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:৪৪
রবিউল ফকির বলেছেন: আপনাকে ধন্যবাদ।
৫| ০৬ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৫৩
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
মায়াবী ছায়া আপনি পুরুষ না মহিলা সেইটা বুঝাই কষ্টকর। তবুও আপনাকে কিছু একটা ভেবে ধন্যবাদ দিচ্ছি এই জন্য যে আপনি আমার লিখাটা কষ্ট করে পড়েছেন সেই সাথে মন্তব্যও করেছেন। সত্যি সত্যি আপনার কাছেও ধরা দিক ভালবাসার বৃষ্টি অঝোর ধারায়। আপনাকে আবারো ধন্যবাদ।
রবিউল, ০১৮১৭১২৫৩০০
ভালো তো, ভালো না।
মোবাইল নাম্বার ছড়ানোর জন্য ব্লগ, ভালো আইটেম আপনি।
৬| ০৮ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:২৭
রবিউল ফকির বলেছেন: আশ্রাফুল ইসলাম দুর্জয় আপনিতো ভালো কপি পেষ্ট করতে পারেন। জীবনে উন্নতি করতে হলে আপনার তত্তঅনুযায়ী দেশের বড়লোকদের কপি পেষ্ট করেন দেখেন কিছু হয়ে যাবেন। তখন আমার দিকে একটু নজর দিয়েন।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা অক্টোবর, ২০১৩ সকাল ১১:৫৭
মোমেরমানুষ৭১ বলেছেন: সত্যিকারের ভালবাসা