![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ভাল কিনা জানি না তেব আমি মন্দ নই।
আমি অতি সাধারন একটি ছেলে। আর্থিক দিক দিয়েও খোবই দুর্বল কারন পারিবারিক দিক থেকেও সহযোগীতা পাইনি। সহযোগীতা না পাওয়ার পিছনেও কারন আছে। আমি যখন খোব ছোট খোবই ছোট তখন আমার বাবা পরলোক গমন করেন (বাবার কথা আমার মনে নেই)। মা একটু একটু করে জমানো সঞ্চয় পুরোটাই বড় ভাই/বোনের পিছনে খরচ হয়েগেছে। আমাকে রিতিমতো ০ (শূন্য) অবস্থায় জীবন শুরু করি, চাকরী করে কোন রকম জীবন ধারন করে বেচে আছি। আমি চাচ্ছি ৫ লক্ষ টাকার মধ্যে ছোট কোন ব্যবসা করতে চাচ্ছি যা থেকে নিশ্চিত উপার্জন হয়। দয়া করে সৎ পরামর্শ দিবেন।
২| ১৯ শে মে, ২০১৪ সকাল ১০:৪৯
নিশি মানব বলেছেন: আপ্নার কাছে পাঁচলাখ টাকা আছে, এইটা এখনো সবাই জেনে গেছে। অনেকের টার্গেটে পোঁরে গেছেন আপনি। গুম হবার সম্ভাবনা আছে।
একটা কথা বলবো, এমএলএম,সঞ্জয়,শেয়ার বা অংশীদারিতব ব্যাবসায় জড়াবেননা। হয়তো অনেকে আপনার সাথে যোগাযোগ করবে। সবার সাথে পরামর্শ নিবেন। প্রয়োজনে আমারও পোস্ট দিবেন।
১৯ শে মে, ২০১৪ সকাল ১১:১৭
রবিউল ফকির বলেছেন: ধন্যবাদ আপনাকে
©somewhere in net ltd.
১|
১৯ শে মে, ২০১৪ সকাল ১০:৩১
শাহীন ভূইঁয়া বলেছেন: আপনি কি ঢাকায় কর্মরত আছেন? নাকি বাইরে ? একটা ব্যাপারে আপনাকে ইনভল্ব করতে পারি । সেটা আপনি আপনার ব্যবসা করবেন ........খুবই সম্মানের সহতি ৪/৫ কাষ্টমার থাকবে .............যদি কৌতুহল থাকে যোগাযওগ করতে পারেন..............এই লিংকে https://www.facebook.com/shahin.bhuiyan1