নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গনতন্ত্র ও সুশাসনের পক্ষে ।

শাসক দল ।।

ক্ষমতাসীন দল

যখন যে দল ক্ষমতায় থাকে , আমি ও সেই দলের সমর্থক হয়ে যাই ।

ক্ষমতাসীন দল › বিস্তারিত পোস্টঃ

একটি চিঠি

২৬ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১৩

প্রিয় নয়ন মনি,

ওগো প্রিয়তমা, আমার রাঙা বৌ। সারাক্ষন এই মনের মাঝে তুমি। তুমি যদি বলো, তবে তোমাকে ভালোবেসে মরতে পারি। ও আমার প্রনের প্রিয়া তোমাকে নিয়ে আমি কেয়ামত থেকে কেয়ামত পর্যন্ত বেচে থাকতে চাই। আমি ব্যচেলর থাকা কালীন বিশ্ব প্রেমিক হয়ে টিপ টিপ বৃষ্টির মধ্যে আমার ভেজা চোখ দিয়ে তোমার দিকে তাকিয়ে থাকতাম। যেন তুমি আমার অনেক দিনের চেনা। বুক ভরা ভালোবাসা নিয়ে আমি রচনা করবো আমার স্বপ্নের পৃথিবী, ও আমার প্রানের চেয়ে প্রিয়, এতটুকু আশা কি আমার এই অবুঝ মন করত পারেনা, তুমি যে আমার শত জনমের প্রেম। সারা জীবন আমি শুধু তোমাকে চাই এটাই আমার হৃদয়ের কথা। এইতো প্রেম, আমরা যে রকম চাচ্ছিলাম। সারাক্ষন আমার এই চোখে শুধু তুমি তুমি আমার নয়নের আলো। প্রিয়া আমার প্রিয়া আমার এই অবুঝ হৃদয় সারাক্ষন শুধু বলে তোমাকে চাই। আমরা যখন আকাশ ছোঁয়া ভালোবাসার সীমানা পেড়িয়েচলে যেতাম অনেক দুর। তখন আমাদের এই অবুঝ প্রেম সারাক্ষন শুধু বলতো তুমি আমার প্রেম। ও আমার বিরাজ বৌ একবার বলোনা তুমি আমার। আমার মনে পরে সেই হারানো দিন গুলোর কথা। যখন হঠাৎ বৃষ্টি হয়ে আমাদের মাঝে এলো প্রেম। এইতো প্রেম, আমার মরণের পরে একবারের জন্য হলেও আমার প্রেমের সমাধিতে ফুল দিতে এসো। তাতে তুমি একটুও গুনাহগার হবেনা।



মূল লেখক ঃ মো: নিবরাজ সাল সাবিল

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.