![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার এক আত্মীয় এর চোখে ছানি পরেছে। উনার বয়স ৫০ বছর, উনি ডায়াবেটিসে আক্রান্ত। কিছুদিন আগে এক চক্ষু বিশেষজ্ঞ দেখানো হয়। ডাক্তার বিভিন্ন পরীক্ষা করে জানান যে, রোগীর ডান চোখ ৫০% ছানি দ্বারা আক্রান্ত অতিসত্বর অপারেশন করে চোখে লেন্স বসাতে হবে। তবে আসার কথা এই যে, বাম চোখ এখনো খুব একটা আক্রান্ত হয়নি।
অপারেশন ও লেন্স সংক্রান্ত ডাক্তার যা বললেন -
১. লেন্স কয়েক রকমের আছে, তবে কোনটা লাগালে ভালা হবে তা টেস্ট এর রিপোর্ট দেখে পরামর্শ দিবেন। তারপর আমরা যেটা লাগাতে চাইব উনি সেভাবেই ব্যবস্থা করবেন।
২. লেন্স + অপারেশন খরচ মিলিতভাবে বিভিন্ন মূল্যমানের প্যাকেজ আছে।
প্যাকেজ I: ৪০-৬০ হাজার টাকা। লেন্স প্রস্তুতকারী দেশ-আমেরিকা।
প্যাকেজ II: ৩৫ হাজার টাকা। লেন্স প্রস্তুতকারী দেশ- যুক্তরাজ্য।
প্যাকেজ III: ২৩ হাজার টাকা। লেন্স প্রস্তুতকারী দেশ- ভারত।
এরকম আরো কিছু প্যাকেজ রয়েছে। যেহেতু প্যাকেজ মুল্যে অপারেশন খরচ সংযুক্ত তাই শুধু লেন্স এর দাম কত সেটা জানা সম্ভব নয়।
--------
অন্য এক সূত্রে, আমার এক পরিচিত জন কিছুদিন আগেই উনার মা এর ছানি অপারেশন করিয়েছেন চট্টগ্রামে। বিভিন্ন টেস্ট, লেন্স ও অপারেশন মিলিয়ে সর্বমোট খরচ পরেছে ২০ - ২২ হাজার টাকা। লেন্সটি ছিল আমেরিকান। শুধু লেন্স এর মূল্য ছিল ৭-৮ হাজার টাকা।
এখন আমার প্রশ্ন হলো-
১. লেন্স আসলে ভালো কোনটা?
২. ১নম্বর আমারিকান লেন্স এর মূল্য ৪০-৬০ হাজার নাকি ৭-৮ হাজার টাকা?
৩. আমেরিকান লেন্স যদি সবচেয়ে ভালো হয়ে থাকে তবে তারা কি বিভিন্ন price range এর লেন্স বানায়? নাকি ডুপ্লিকেট লেন্সও বাজারে আছে?
৪. তুলনামূলক সাশ্রয়ী লেন্স লাগালে ভবিষ্যতে কোন সমস্যা হবার সম্বাবনা আছে কি?
৫. আসল লেন্স চেনার উপায় কী? কোথায় পেতে পারি?
যদি আপনারা কেউ এই বিষয়ে জানেন কিনবা আপনাদের পরিচিত ঢাকায় কোন ভালো অভিজ্ঞ চক্ষু ডাক্তার থাকে তবে প্লিজ জানাবেন। অগ্রীম ধন্যবাদ। ভালো থাকবেন।
১১ ই অক্টোবর, ২০১৬ সকাল ১০:২৮
মোঃ ফিরোজ মাহমুদ বলেছেন: অনেক ধন্যবাদ।
১১ ই অক্টোবর, ২০১৬ সকাল ১০:৩২
মোঃ ফিরোজ মাহমুদ বলেছেন: আপনার লিঙ্ক সম্ভবত ভুল। একটু চেক করবেন?
২| ১১ ই অক্টোবর, ২০১৬ সকাল ১১:০৫
করুণাধারা বলেছেন: স্যরি, লেন্সের ব্যাপারে কিছু বলতে পারলাম না। আপনি গুগলে ক্যাটারেক্ট অপারেশন ঢাকা লেন্স টাইপ প্রাইস ইত্যাদি দিয়ে খুঁজতে পারেন।
যে কথাটা লেখার জন্য লগ ইন করেছি তা হল, এই মোঃ সোহেল আনোয়ার ১০টি কমেন্ট করেছেন তার প্রতিটিতেই একটি লিংক দিয়েছেন যা খুলতে গেলে ক্ষতিকর বলে সতর্কতা আসে। এই ব্লগার সম্পর্ক এ সতর্ক হওয়া দরকার।
১১ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৪:৫৫
মোঃ ফিরোজ মাহমুদ বলেছেন: আপনাকে ধন্যবাদ।
৩| ১৬ ই নভেম্বর, ২০১৬ ভোর ৬:৩৬
শাব্দিক হিমু বলেছেন: চোখে সমস্যা মানেই আমার কাছে এক আতঙ্কের নাম। ইসলামীয়া মিশনে যোগাযোগ করতে পারেন। সেখানে চোখের চিকাৎসার ভালো ব্যবস্থা রয়েছে। এবং সেটা খুব কম খরচে।
©somewhere in net ltd.
১|
১১ ই অক্টোবর, ২০১৬ সকাল ১০:২৪
মোঃ সোহেল আনোয়ার বলেছেন: চোখের ছানি ঠিক না হলে মারাত্মক সমস্যা হতে পারে। আমি এমনই একটা ওয়েবসাইট সম্পর্কে জানি যেখানে আপনি সাহায্য পেতে পারেন। তাহলে দেরি আর না করে লিঙ্ক অনুসরণ করুন দেখবেন অনেক উপায় দেখা যাবে।