![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আবারো ফিরে তোমাতে - ভালবাসার ছবি একেছে - জীবনের মাঝপথে আজ আমি বসে, জীবন এর আলো আজ অনেকটা বদলে গেছে - হারিয়ে নিজেকে।
একজন মানুষ কে খুব সহজেই ভেঙে ফেলা যায়, এটা সম্ভব শুধু মাত্র তার পক্ষে যে তোমার কাছের মানুষ। কতটা শক্ত হতে হবে আমাকে। কতটা পুরতে হবে আমাকে - আর কতটা, হিসাব এর অংক ধীরে ধীরে শেষ হয়ে যাবে, এই যে তোমার থেকে আমি কত টা দূরে, এখন আর ইচ্ছা করে না বাংলাদেশ এ যেতে। কী হবে? কী পাব? কৃত্তরীম ভালোবাসা । আমার ভালোবাসা এতটা নিচু না। চলে যাব তোমায় ছেড়ে একদিন। রেহান কে দেখে রেখো। ওর জন্য অন্তত মা হিসেবে ভালোবাসাটা নিখাদ রেখো।
০৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:০২
রোহান খান বলেছেন: ভালো আছি। যেভাবে পরবাসে মানুষ থাকে।
©somewhere in net ltd.
১|
০৫ ই মার্চ, ২০১৩ রাত ১০:৩৭
মনিরা সুলতানা বলেছেন: কেমন আছেন আপনি ?