![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আবারো ফিরে তোমাতে - ভালবাসার ছবি একেছে - জীবনের মাঝপথে আজ আমি বসে, জীবন এর আলো আজ অনেকটা বদলে গেছে - হারিয়ে নিজেকে।
নিজের সাখে যুদধো করাটাই বোধ হয় সব চেয়ে কোঠিন কাজ। আমরা সবাই এ খেকে বার হতে পারিনা। সবাইকেই জিবনে কোখনো বা কোখনো কোন না কোনো ভাবে নিজের সাখে যুদধে লিপতো হতে হোয়। আমরা যা জানি তার সিমাবদধতা ওনেক। ওনেক কিছুই আমরা জানি, তা হয় তো বা ভুল হয়তো বা ঠিক।
এখন আমি এমন এক জায়গায় দারিয়ে যে আমি বুঝতেই পারছিনা আমাকে কি কোরতে হবে। ভাবছি আর ভাবছি, আর ভাবতে ভাবতে নিচে নেমে যাচছি। আমরা এগোছছি না। আমরা নিচে নেমে যাচছি।
এক টা জনসভা কোরতে কত মানুষের পরোজন হয়.....? - ১০০, ৫০০, ৫,০০০ বা ৫০,০০০০। আমার চিনতা হল এত মানুষ আসে কোথা থেকে। এই মানুষ গুলোর কি কোনো কাজ নাই।
আমি সকাল থেকে ১২-১৪ ঘোনটা কাজ করি, রাতে বাশায় গিয়ে মনে হয় না বাথরুম কোরার টাইম পাই। সকাল ৬ টাই ঘুম থেকে উঠে ৭ টার মদধে ওফিস। সণধা ৭ টায় বাসা। এই। বাকি টাইম ২-৩ ঘোনটা এমনিতই চলে যায়। এই ভাবেই গত ৭ টা বছর চলছে। এ নি্য়মের কোনো বাতিকরম নাই। এভাবেই তিলে তিলে ২৮ বছর বয়সে নি্জের উপাযিত কামাই দিয়ে এক টুকরো জমি পেয়েছি। আর কিছু না। দিন আনি র দিন খাই। একদিন কোনো কারনে কাজে না গেলে আমার টেনশন - ইস ! বেতনের টাকাটা মিসস গেলো। টাকাটা হলে ঔ জিনিস টা হ্ত, আর আমার বাংলাদেশ এর লোকেরা কিভাবে এতোটা সময় পায় এমন জনসভাতে আৎানড কোরার...।
আমি যেই শহরে বাস করি সেই শহরে একজন মানুষ খুজে পাওয়া যাবেনা যে এক বেলা কাজ না কোরে ভাত খায়। ওথবা একজন মানুষ খুজে পাওয়া যাবেনা যে পড়াশুনা বাদ দিয়ে বসে থাকে। এখানে সবাই বাসতো যে যার কাজে,তাই তো এখানে মারামারি নাই হানাহানি নাই। তবে এ দেেশ যে বিচার হয় না তা বলা যাবে না।বিচার তো আইন এর বাহন। সেটা নিরধারন করবে সরকার,কোন সাধারন জনগন বা কোন রাজনিতিক না।
আজ কে যদি আমার দেশ এ এত মানুষ ও যদি বেকার না থাকত তাহলে এই সোব হতনা।কারন তা করার জনন টাইম পেতোনা। সবার চিনতা হওয়া উচিত নিজেকে উননত করাতে বাসত রাখা আর এখন সেখানে কিনা একজন মানুষ ওননো জনকে কিভাবে মারতে পারে সেই চিনতা আমাদের..? আমাদের বদলানো উচিত। কারোন দেশ টা পাকিসতান হতে র বেশি বাকি নেই। আর বোধ হয় সময় পাওয়া যাবে না।
আমি নিজে এই তো গত কাল এক পাকিসতানির সাথে দেশের বরতমান বাপার নি্য়ে আলাপ করছিলাম। তার কখা ওনুপাতে শুধু জামাতি ইসলাম এ একমাতরো ইসলামিক দল, ওননরা ইসলামিক দল গুলা নাসটিক।এবং তা হাসলাম কথা টা শুনে। আমার মতে আমিও ইসলাম কে সাপোরট করি কিনতু ইসলাম করতে গিয়ে মানুষ মারা কে সপোরট করতে পারি না। আবার সাহ বাগেও যাই টে চাই না। কাজ করতে চাই র বাচার মত বাচতে চাই। কিনতু আমার কথা কে শুনে। সেদিন আমার ছেলে আমাকে বলছে বাবা জামাতিরা কি খারাপ। আমি কি বোলব তাকে আপনারা বলুন ? আমি বললাম না বাবা খারাপ না তারা । তারা নামায পরে। সে বলল বাবা তাহলে সবাই বলছে তারা মানুষ মেরে ফেলেছে-তুমিই বলেছো মানুস খুন কোরা খারাপ। আমি বললাম বাবা এসোব কিছু তুমি বুযবে না। আবার সে বোলল "তারা মানুষ মেরে ফেলেছে" তারা খারাপ, তারা টুপি পড়ে নামায পড়ে তাইলে আমি র নামায টুপি পোরবনা আমি খারাপ হোতে চাই না।এখন বলুন আমি কি বোলবো তাকে?
আমি বললাম - বাবা কিছু খারাপ থাকতে পারে সেটাই বিচার হচছে। সেই যোননই তো মানুষ জেগেছে। তুমি যাও আমি খবর দেখি। সে চলে গেলো। আবার আসলো। এবার আমার মাথা খারাপ করা কথাটা বোলল:------ বাবা!! তাহলে কারা ভাল মানুষ ?
১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:০৮
রোহান খান বলেছেন: আমার কাছে নাই...।
২| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১১:১৫
ঘুমাইলে চোখে দেখি না! বলেছেন: ভাইয়া, আপনি আমার কমেন্ট মুছলেন কেন? আমি তো কোনো গালি দেই নি? নাকি মাথায় আয়োডিনের অভাবে যুক্তিশূন্য হয়ে পড়েছেন নাকি আপনি জামাতীদের পা চাটা শিবির সমর্থক`?
১২ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২০
রোহান খান বলেছেন: ভাইজান আপনি দেখছি আপনি না ঘুমিয়েও চোখে দেখেন না। আপনি লেখাটা আরেকবার পড়ুন Please । বুঝতে পারবেন যে আমি কার দলের Supporter।
৩| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪১
আরজু পনি বলেছেন:
পোস্টে প্রচুর বানান ভুল....বানান গুলো কাইন্ডলি ঠিক করে নিন...
১২ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০৮
রোহান খান বলেছেন: আসলে আমি সাধারনত বেশি লেখা লিখিনা সময়ের অভাবে। কাল বাপার টা খুবি মাথায় ঘুরছিল। তাই লিখেছিলাম ৫-৭ মিনিটে অফিসে বসে খুবই তারাহুরা করে। আর আমার অফিস এর সিসটেমটা Germany (LINDE engineering )– আর এর keyboard Germany system ফলে ইংলিস keyboard থেকে একটু আলাদা। পরে বাসায় থেকে একদিন ঠিক করে দিব ।
৪| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪৯
মনে নাই বলেছেন: পোষ্ট পড়তে গিয়ে মাথা ব্যাথা হয়ে গিয়েছে, যদি ইচ্ছাকৃতভাবে বানান ভুল করে থাকেন, তবে আপনার ছেলেকে বলে দিন আপনি নিজেই খারাপ মানুষ। আর যদি অনিচ্ছাকৃত ভুল হয় তবে আমি সরি, কাইন্ডলি একটু বানানের দিকে নজর দিন।
১২ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১০
রোহান খান বলেছেন: সরি ভাইয়া। অন্যদিন ঠিক করে দিব....।
©somewhere in net ltd.
১|
১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:০৪
কোবিদ বলেছেন: বাবা!! তাহলে কারা ভাল মানুষ ?
জবাব নাই!!